ওয়েস্ট ইন্ডিজকে ৮-০ ব্যবধানে হারাল অস্ট্রেলিয়া

ছবি: ৫-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জেতার পর অস্ট্রেলিয়া দল, ফাইল ফটো

প্রথমে টেস্ট সিরিজে স্বাগতিকদের বিপক্ষে একচেটিয়া প্রভাব বিস্তার করে অস্ট্রেলিয়া। তিনটি টেস্টেই জিতে সিরিজ নিজেদের করে নেয় তারা। প্রতিটি ম্যাচেই স্পষ্ট ব্যবধানে হারায় ওয়েস্ট ইন্ডিজকে। ফলে সিরিজটি শেষ হয় ৩-০ ব্যবধানে, অস্ট্রেলিয়ার দিকেই হোয়াইটওয়াশ ফলাফলে।
৫-০ ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজকে হারাবো প্রত্যাশা করিনি: মার্শ
১০ ঘন্টা আগে
এরপর শুরু হয় পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সেখানেও ছন্দ ধরে রাখে অজিরা। একের পর এক ম্যাচ জিতে শেষ পর্যন্ত সিরিজটি ৫-০ ব্যবধানে জিতে নেয় তারা। মঙ্গলবার সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে শেষ ম্যাচে তিন উইকেটের জয় নিশ্চিত করে সফরকারীরা।
শেষ টি-টোয়েন্টিতে টস হেরে আগে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। ১৯.৪ ওভারে ১৭০ রানেই গুটিয়ে যায় স্বাগতিকদের ইনিংস। জবাবে ব্যাট হাতে নামে অস্ট্রেলিয়া। তারা ১৮ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায়। নিশ্চিত করে হোয়াইটওয়াশ।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ অবদান রাখেন শিমরন হেটমায়ার। ৩১ বলে ৫২ রান করেন তিনি। এছাড়া শেরফান রাদারফোর্ড ১৭ বলে ৩৫ ও জেসন হোল্ডার ১৫ বলে ২০ রান করেন। বল হাতে অস্ট্রেলিয়ার বেন ওয়ারসুইস ৪১ রানে শিকার করেন তিনটি উইকেট।
অ্যাশেজের মধ্যেই গোলাপী বলের প্রস্তুতি ম্যাচ খেলবে ইংল্যান্ড
৭ ঘন্টা আগে
অস্ট্রেলিয়ার রান তাড়ায় দ্রুত রান এনে দেন মিচেল ওয়েন। তিনি ১৭ বলে করেন ৩৭ রান। ক্যামেরন গ্রিন করেন ১৮ বলে ৩২। টিম ডেভিডের ব্যাট থেকে আসে ১২ বলে ৩০ রান। আর অ্যারন হার্ডি ২৫ বলে ২৮ রান করে অপরাজিত থেকে দলকে জয় এনে দেন।
টি-টোয়েন্টি সিরিজে ৫-০ ব্যবধানে জয় পাওয়া খুব একটা সাধারণ ঘটনা নয়। এখন পর্যন্ত আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এমন কীর্তি হয়েছে মাত্র দ্বিতীয়বার। এর আগে ২০২০ সালে নিউজিল্যান্ড সফরে গিয়ে ভারত সিরিজ জিতেছিল একই ব্যবধানে।
এছাড়া কোনো দ্বিপক্ষীয় সিরিজে সফরকারী দলের হার ছাড়া টানা ৮টি ম্যাচ জয়ের রেকর্ডটিও নজরকাড়া। ২০১৭ সালে শ্রীলঙ্কার মাটিতে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ৯-০ ব্যবধানে জিতেছিল ভারত। সেই তালিকায় এবার দ্বিতীয় স্থানে জায়গা করে নিল অস্ট্রেলিয়া।
এদিকে ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট ও টি-টোয়েন্টি মিলিয়ে সবগুলো টসও জিতেছে অস্ট্রেলিয়া। টানা তিন টেস্ট টস জেতার পর, সবগুলো টি-টোয়েন্টিতেও টস জিতেছে দলটি।