‘দ্বিপাক্ষিক না খেললে আইসিসি ইভেন্টেও পাক-ভারতের খেলা উচিত নয়’

শেষবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ, ফাইল ফটো
এশিয়া কাপের সূচি চূড়ান্ত হওয়ার পর আবারও আলোচনায় এসেছে ভারত-পাকিস্তান ম্যাচ। আসন্ন সেপ্টেম্বর মাসে টি-টোয়েন্টি ফরম্যাটে আয়োজিত এই প্রতিযোগিতায় ভারত ও পাকিস্তান রয়েছে একই গ্রুপে। ১৪ সেপ্টেম্বর মুখোমুখি হবে দুই দল।

promotional_ad

এই প্রেক্ষাপটে মন্তব্য করেছেন ভারতের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন। তার প্রশ্ন, যেখানে ভারত পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলে না, সেখানে বহুজাতিক আসরে মুখোমুখি হওয়াটা কী ধরনের বার্তা দেয়?


আরো পড়ুন

‘নাল্লি গোশত বিরিয়ানি-পায়া খেয়েই সিরাজ এমন পেশি বানিয়েছে’

১৪ আগস্ট ২৫
মোহাম্মদ আজহারউদ্দিনের সঙ্গে মোহাম্মদ সিরাজের কথোপকথন, ফাইল ফটো

আজহারউদ্দিনের ভাষায়, 'আমি সবসময় বলি যে সবকিছু হওয়া উচিত, অথবা যদি না হয়, তাহলে একদমই হওয়া উচিত নয়। যদি আপনারা দ্বিপাক্ষিক সিরিজ না খেলেন, তাহলে আন্তর্জাতিক ইভেন্টগুলোতেও আপনাদের খেলা উচিত নয়, এটাই আমার বিশ্বাস। তবে সরকার এবং বোর্ড যা সিদ্ধান্ত নেবে, সেটাই হবে...'


কিছুদিন আগেই যুবরাজ সিংয়ের নেতৃত্বাধীন ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স দল বার্মিংহামে পাকিস্তান চ্যাম্পিয়ন্স দলের বিপক্ষে ম্যাচ খেলতে অস্বীকৃতি জানায়। এর ফলে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডসের সেই ম্যাচ বাতিল হয়। পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার পর এই সিদ্ধান্ত নেয়া হয়েছিল বলে জানা যায়।


promotional_ad



আরো পড়ুন

কোচিংয়ের সুযোগ পেলে লুফে নিতে চান পূজারা

১৭ ঘন্টা আগে
চেতেশ্বর পূজারা, ফাইল ফটো

এ প্রসঙ্গে আজহার বলেন, 'ভেটেরানস লীগটি অনানুষ্ঠানিক, এটি আইসিসি বা বিসিসিআই দ্বারা অনুমোদিত নয়, এটি ব্যক্তিগতভাবে পরিচালিত হয় কিন্তু এশিয়া কাপ একটি টুর্নামেন্ট যা এসিসি দ্বারা পরিচালিত।'


এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) সভাপতি ও পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি শনিবার এশিয়া কাপের ১৭তম আসরের সূচি প্রকাশ করেন। ২০২৬ সালের বিশ্বকাপ সামনে রেখে টি-টোয়েন্টি সংস্করণে হবে এটি। এই প্রথমবার ৮টি দল অংশ নিচ্ছে টুর্নামেন্টে।


ভারত, পাকিস্তান, ওমান এবং স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত রয়েছে গ্রুপ ‘এ’-তে। অন্যদিকে গ্রুপ ‘বি’-তে রয়েছে বাংলাদেশ, আফগানিস্তান, শ্রীলঙ্কা ও হংকং। দুই গ্রুপের শীর্ষ দল যাবে সুপার ফোরে। শীর্ষ দুই দল খেলবে ফাইনালে। সূচি অনুসারে, এবারও তিনটি ভারত-পাকিস্তান ম্যাচের সম্ভাবনা থাকছে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball