কুলদীপকে না নেয়ার কারণ জানালেন মরকেল

কুলদীপ যাদব, ফাইল ফটো
২০২২ সালের ডিসেম্বর থেকে এখন পর্যন্ত ভারতের সবচেয়ে সফল স্পিনার কুলদীপ যাদব। এই সময়ে তিনি ২০.৭৪ গড়ে নিয়েছেন ১১৮টি উইকেট। তবুও অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির চতুর্থ টেস্টে তাকে দলে না রেখে সুযোগ দেয়া হয়েছে দুই অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর ও শার্দুল ঠাকুরকে। এই সিদ্ধান্ত নিয়েই শুরু হয়েছে বিতর্ক।

promotional_ad

ম্যানচেস্টারে ভারতের বোলিং আবারও দৃষ্টিকটুভাবে নিষ্প্রভ ছিল। ইংল্যান্ড ৫৪৪ রান তুলে ফেলার পর অনেকেই কুলদীপের না থাকা নিয়ে প্রশ্ন তুলছেন। উইকেট নেয়ার মতো একজন বোলারকে ছাড়া ভারতের বোলিং আক্রমণে ধারহীন হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন অনেকেই।


আরো পড়ুন

চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়ার সঙ্গে ফাইনাল খেলতে চায়নি ভারত

২৮ মার্চ ২৫
ফাইল ছবি

এই বিষয়ে মুখ খুলেছেন ভারতের বোলিং কোচ মর্নে মরকেল, 'আমরা আসলে খুঁজছি কুলদীপকে কীভাবে দলে আনা যায় এবং ব্যাটিং লাইনআপকে আরও ভারসাম্যপূর্ণ ও দীর্ঘ করা যায়। আগেও আমরা দ্রুত উইকেট হারিয়েছি। কুলদীপ বিশ্বমানের এবং এখন খুব ভালো বোলিং করছে। আমরা চেষ্টা করছি তাকে জায়গা দেয়ার, কিন্তু ব্যাটিং ভারসাম্য ঠিক রাখতেই কিছুটা সমস্যা হচ্ছে।'


promotional_ad

এই ম্যাচের আগে আকাশ দীপ ও নীতিশ কুমার রেড্ডির চোটে বোলিং ইউনিটে দুটি জায়গা খালি হয়। আর্শদীপ সিংও ইনজুরিতে ছিলেন, তবুও ম্যানেজমেন্ট কুলদীপকে বিবেচনায় নেয়নি। তার বদলে খেলানো হয়েছে শার্দুলকে, যিনি এখনো অধিনায়ক শুভমান গিলের পূর্ণ আস্থা অর্জন করতে পারেননি। অন্যদিকে অভিষিক্ত পেসার আনশুল কাম্বোজের পারফরম্যান্সও ছিল নিষ্প্রভ।


আরো পড়ুন

৯ সেপ্টেম্বর শুরু এশিয়া কাপ, সব ম্যাচ সংযুক্ত আরব আমিরাতে

৫ ঘন্টা আগে
এশিয়া কাপ শিরোপা

ভারতের পেস ইউনিটও ছিল ক্লান্ত এবং একমাত্রিক। মোহাম্মদ সিরাজকে ক্লান্ত দেখাচ্ছিলো। বুমরাহ খেলছিলেন সতর্কভাবে, কারণ তার গোড়ালিতে ব্যথা ছিল। শুকনো উইকেটে সুন্দর ও জাদেজা দুই উইকেট করে পেলেও তাদের বোলিং খুব বেশি উপযোগী ছিল না।


মরকেল আরও বলেন, 'সত্যি বলতে উইকেটটা শুকনো ছিল এবং কিছুটা স্পিনও করেছে। তাই ওখানে ওয়াশিংটন ও জাদেজা কার্যকর হয়েছে। কুলদীপও এমন কন্ডিশনে কার্যকর হতে পারত। আমরা চেষ্টা করছি কীভাবে তাকে সুযোগ দেয়া যায়। তবে আমাদের শীর্ষ ছয় ব্যাটারের ধারাবাহিকতা নিশ্চিত না হওয়ায় কুলদীপকে জায়গা দিতে সমস্যা হচ্ছে।'


ইংল্যান্ড ইনিংসে প্রতি ওভারে ৪ এর বেশি রান তুলে এগিয়ে গেছে। ম্যাচের তৃতীয় দিনে ১৮৬ রানের লিড নেয় তারা। ভারতের করা ৩৫৮ রানের জবাবে সাত উইকেটে ৫৪৪ রান করেছে স্বাগতিকরা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball