রুটের রেকর্ডময় দিনে ইংল্যান্ডের বিশাল সংগ্রহ

ছবি: জো রুট, ফাইল ফটো

টেস্টের তৃতীয় দিনে ইংল্যান্ড ব্যাট করেছে ৮৯ ওভার। এই সময়ে তারা পাঁচ উইকেট হারিয়ে তুলেছে ৩১৯ রান। তাতে তৃতীয় দিন শেষে তাদের প্রথম ইনিংসের সংগ্রহ দাঁড়িয়েছে সাত উইকেটে ৫৪৪ রানে। ফলে ভারতের চেয়ে লিড এখন ১৮৬ রানের। হাতে এখনও তিন উইকেট। ক্রিজে আছেন বেন স্টোকস ও লিয়াম ডসন।
অস্ট্রেলিয়াতে রুট সেঞ্চুরি না করুক, চাওয়া স্মিথের
১৬ আগস্ট ২৫
এ দিন ২৪৮ বলে ১৪ চার মেরে রুট করেন বরাবর ১৫০ রান। এটি তার টেস্ট ক্যারিয়ারের ৩৮তম সেঞ্চুরি। এই সেঞ্চুরির মাধ্যমে টেস্টে সর্বোচ্চ সেঞ্চুরির তালিকায় তিনি কুমার সাঙ্গাকারার পাশে জায়গা করে নিয়েছেন। এর পাশাপাশি টেস্ট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক হয়েছেন ইংলিশ এই ব্যাটার।
৩৪ বছর বয়সী এই ব্যাটসম্যান তৃতীয় দিনের শুরুতেই পৌঁছে যান ব্যক্তিগত একাধিক মাইলফলকে। আগের দিন ১১ রানে অপরাজিত থাকা রুট সকালে প্রথম ঘণ্টায় ছাড়িয়ে যান রাহুল দ্রাবিড় ও জ্যাক ক্যালিসকে। কিছুক্ষণ পরেই ছাড়িয়ে যান রিকি পন্টিংকেও। এখন তার টেস্ট রান সংখ্যা ১৩ হাজার ৪০৯। তার সামনে কেবল একজনই— শচীন টেন্ডুলকার, যিনি ১৫ হাজার ৯২১ রান নিয়ে শীর্ষে অবস্থান করছেন।

ইংল্যান্ডের তৃতীয় দিন শুরু হয়েছিল দুই উইকেটে ২২৫ রান নিয়ে। আগের দিনের দুই অপরাজিত ব্যাটার ছিলেন রুট ও অলিভার পোপ। তারা সকালটা নির্বিঘ্নেই পার করেন। প্রথম সেশনে ইংল্যান্ড কোনো উইকেট না হারিয়ে তোলে ১০৭ রান। রুট ফিফটি করেন ৯৯ বলে, আর পোপের লাগে ৯৩ বল।
ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপেই মূল চ্যালেঞ্জ দেখছেন হ্যাজেলউড
৬ ঘন্টা আগে
লাঞ্চ বিরতির পর দ্রুত দুটি উইকেট হারায় ইংল্যান্ড। দিনের তৃতীয় ওভারে পোপকে ফিরিয়ে ১৪৪ রানের জুটি ভাঙেন ওয়াশিংটন সুন্দর। এরপর এক ওভার পর আউট হয়ে যান হ্যারি ব্রুক। তবে রুট তখনও ক্রিজে সেট হয়ে খেলছিলেন। তার সঙ্গে যোগ দেন অধিনায়ক বেন স্টোকস। দুজন গড়ে তোলেন দিনের দ্বিতীয় শতরানের জুটি।
রুট তার সেঞ্চুরি পূর্ণ করেন ১৭৮ বলে। স্টোকসও ফিফটি করেন ৯৭ বলে। ইনিংসের মাঝপথে ক্র্যাম্পের কারণে ৬৬ রানে মাঠ ছাড়েন স্টোকস, তবে পরে আবার ব্যাট করতে নামেন। রুট ১২০ রানে পৌঁছেই ছাড়িয়ে যান রিকি পন্টিংকে রান তালিকায়। এরপর ১৫০ রানের মাইলফলক স্পর্শ করার পর রবীন্দ্র জাদেজার বলে স্টাম্পড হয়ে সাজঘরে ফেরেন তিনি।
রুটের আউটের পর খুব বেশি সময় উইকেটে থাকতে পারেননি উইকেটরক্ষক জেমি স্মিথ। তাকে ফিরিয়ে প্রথম সাফল্য পান জসপ্রিত বুমরাহ। এরপর মোহাম্মদ সিরাজ বোল্ড করে দেন ক্রিস ওকসকে। তবে স্টোকস আবার ব্যাটিংয়ে নামেন এবং লিয়াম ডসনকে নিয়ে দিনের বাকি সময়টা নিরাপদেই কাটিয়ে দেন। চতুর্থ দিনে তার সামনে রয়েছে সেঞ্চুরির সম্ভাবনা।