৮ বছর পর টেস্ট দলে ডসন

ছবি: ইংল্যান্ডের হয়ে অনুশীলনে লিয়াম ডসন

ডসন জায়গা পেয়েছেন শোয়েব বশিরের জায়গায়। বশির গত সপ্তাহে লর্ডসে অনুষ্ঠিত টেস্টের প্রথম ইনিংসে বাম হাতের কনিষ্ঠ আঙুলে চোট পান। যদিও সেই ইনজুরির পরও মোহাম্মদ সিরাজকে ফিরিয়ে ইংল্যান্ডকে অবিশ্বাস্য জয় এনে দিয়েছেন। আর তাতেই ২-১ ব্যবধানে সিরিজে এগিয়ে যায় স্বাগতিকরা।
ইংল্যান্ড সিরিজ শেষ নীতিশ-আর্শদীপের
১০ ঘন্টা আগে
ম্যাচ শেষেই জানা গিয়েছিল অস্ত্রোপচার করাতে হচ্ছে বশিরকে। এই স্পিনার কদিন বিশ্রামের পর পুনর্বাসন শুরু করবেন। এদিকে ডসন চতুর্থবারের ইংল্যান্ডের হয়ে টেস্টে মাঠে নামতে চলেছেন। তিনি সবশেষ টেস্ট খেলেছেন ২০১৭ সালের জুলাইতে, সাউথ আফ্রিকার বিপক্ষে।
বাঁহাতি স্পিনার ডসনের নামের পাশে রয়েছে ৩৭১টি ফার্স্ট ক্লাস উইকেট, যার মধ্যে রয়েছে ১৫টি পাঁচ উইকেট নেয়ার কীর্তি। ২০২১ সালের পর ১২বার নিয়েছেন ৫ উইকেট। সেই সঙ্গে তিনটি ম্যাচে ১০ উইকেটের কীর্তিও আছে এই ইংলিশ স্পিনারের নামের পাশে। এই সময়ের মধ্যে করেছেন ৯টি প্রথম শ্রেণির সেঞ্চুরিও করেছেন তিনি।

ভারতকে না করে ইংল্যান্ডকে ৩ ফাইনাল আয়োজনের স্বত্ব দিল আইসিসি
২০ জুলাই ২৫
২০২৪ সালে তিনি জিতেছেন পিসিএ পুরুষ বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার। দারুণ এক প্রত্যাবর্তনের অপেক্ষায় আছেন ডসন। চলতি গ্রীষ্মেই তিন বছর পর টি-টোয়েন্টি দলে ফেরেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফেরার ম্যাচেই নেন ৪ উইকেট তাও মাত্র ২০ রানে। সেই ম্যাচে অধিনায়ক ছিলেন ইংল্যান্ডের নতুন সাদা বলের অধিনায়ক হ্যারি ব্রুক।
ইংল্যান্ড একাদশ-
জ্যাক ক্রলি, বেন ডাকেট, ওলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটরক্ষক), লিয়াম ডসন, ক্রিস ওকস, ব্রাইডন কার্স ও জফরা আর্চার।