চোটে জিম্বাবুয়ে সফর শেষ ফিলিপসের

ছবি: ফাইল ছবি

সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড ও জিম্বাবুয়েকে নিয়ে আয়োজিত ত্রিদেশীয় সিরিজ খেলতে হারারেতে গিয়েছিলেন ফিলিপস। জিম্বাবুয়েতে নামার পর তাকে পর্যবেক্ষণে রাখা হয়। পরবর্তীতে জানা যায়, কয়েক সপ্তাহের আগে চোট কাটিয়ে সেরে উঠতে পারবেন না। এমন অবস্থায় ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে গেছেন নিউজিল্যান্ডের এই অলরাউন্ডার।
গুজরাটে ফিলিপসের বদলি শ্রীলঙ্কার শানাকা
১৮ এপ্রিল ২৫
আগে থেকেই নিউজিল্যান্ডের স্কোয়াডে ব্যাকআপ হিসেবে ছিলেন রবিসনসন। ফিলিপস ছিটকে যাওয়ায় তাকে মূল স্কোয়াডে যুক্ত করা হয়েছে। কদিন আগে শেষ হওয়া মেজর লিগ ক্রিকেটে ওয়াশিংটনের হয়ে ১০ ম্যাচ খেলেছেন ফিলিপস। যেখানে ১৩৯.৮৪ স্ট্রাইক রেট ও ৬২ গড়ে ১৮৬ রান করেছেন। যদিও এমআই নিউ ইয়র্কের কাছে হেরে যাওয়া শিরোপা জেতা হয়নি ওয়াশিংটনের।

কুঁচকির চোট যেন ফিলিপসের পিছুই ছাড়ছে না। চলতি বছরের শুরুর দিকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার সময় একই চোটে পড়েছিলেন। যার ফলে গুজরাট টাইটান্সের হয়ে আইপিএলে খেলা হয়নি তাঁর। ফিলিপসের মতো ফিন অ্যালেনকেও ত্রিদেশীয় সিরিজে পাচ্ছে না কিউইরা।
তারুণ্য নির্ভর দল নিয়ে নতুন শুরুর প্রত্যাশা ডাসেনের
১৪ জুলাই ২৫
সান ফ্র্যান্সিসকো ইউনিকর্নসের হয়ে মেজর লিগ ক্রিকেট খেলার সময় পায়ের চোটে পড়েছেন ডানহাতি এই ব্যাটার। কদিন পরই শুরু হতে যাওয়া ইংল্যান্ডের দ্য হান্ড্রেডে তিনি খেলতে পারবেন কিনা সেটা নিয়েও সংশয় রয়েছে। অ্যালেন ও ফিলিপসের মতো ক্রিকেটার ছিটকে যাওয়া হতাশাজনক, এমনটা জানিয়েছেন প্রধান কোচ রব ওয়াল্টার।
ত্রিদেশীয় সিরিজ শেষেই জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলবে নিউজিল্যান্ড। ট্রাভেলিং রিজার্ভ হিসেবে জিম্বাবুয়ে যাওয়া মিচ হেই ও জিমি নিশাম দেশে ফিরে যাচ্ছেন। তাদের সঙ্গেই স্বদেশে ফিরছেন ফিলিপস। এখন পর্যন্ত নিউজিল্যান্ড বিকল্প ক্রিকেটারের নাম জানায়নি।