বোল্যান্ডের শতবছরের রেকর্ডের দিনে বিপর্যয়ে অস্ট্রেলিয়া

উইকেট নেয়ার পর বোল্যান্ডের উদযাপন
স্যাবাইনা পার্কে টেস্টের দ্বিতীয় দিনটা রঙ ছড়ালেন স্কট বোল্যান্ড। নাথান লায়নের জায়গায় দলে ঢুকে নিজেকে প্রমাণের সুযোগটা একদমই হাতছাড়া করেননি ৩৬ বছর বয়সী এই ডানহাতি পেসার। মাত্র ৩৪ রানে ৩ উইকেট নিয়ে তিনি শুধু অস্ট্রেলিয়াকে এগিয়ে দিলেন না, নাম লেখালেন টেস্ট ক্রিকেটের শত বছরের ইতিহাসেও।

promotional_ad

এই পেসারের তোপেই ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে মাত্র ১৪৩ রানে অলআউট হয়ে গেছে। তাঁর বোলিং গড় এখন ১৭.৩৩—যা ১৯১৫ সালের পর অন্তত ২০০০ বল করা বোলারদের মধ্যে সেরা। টেস্টে ১৪ ম্যাচে তাঁর উইকেটসংখ্যা ৫৯।


আরো পড়ুন

শামার-সিলসের তোপে প্রথম দিনেই অল আউট অস্ট্রেলিয়া

১৩ জুলাই ২৫
অস্ট্রেলিয়ার ইনিংসে চারটি উইকেট নেন শামার জোসেফ, ফাইল ফটো

এর মাধ্যমে তিনি ছাড়িয়ে গেছেন বার্ট আয়রনমঙ্গারকে, যিনি ১৯২৮ থেকে ১৯৩৩ সাল পর্যন্ত ১৪ টেস্টে ৭৪ উইকেট নিয়েছিলেন ১৭.৯৭ গড়ে। সিড বার্নেস ছাড়া (১৬.৪৩ গড়ে ১৮৯ উইকেট, ইংল্যান্ড) ১৯০০ সালের পর কোনো বোলারের বোলিং গড় বোল্যান্ডের চেয়ে ভালো নয়।


promotional_ad

দ্বিতীয় দিনের শুরুতে ওয়েস্ট ইন্ডিজ ১ উইকেটে ১৬ রান নিয়ে খেলতে নামলেও বাকি ৯ উইকেট মাত্র ১২৭ রানে হারায় তারা।অস্ট্রেলিয়ার পেস ত্রয়ী—বোল্যান্ড, প্যাট কামিন্স ও জশ হ্যাজলউড—জ্বলে ওঠেন সমান তালে। বোল্যান্ড ৩টি, কামিন্স ও হ্যাজলউড ২টি করে উইকেট তুলে নেন।


আরো পড়ুন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা হচ্ছে না জনসন-হ্যাজেলউডের

১২ জুলাই ২৫
স্পেন্সার জনসন ও জশ হ্যাজেলউড

তাতে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া পেয়েছে ৮২ রানের লিড। তবে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে ধস নামে অস্ট্রেলিয়ার ইনিংসে। ২৯ ওভারে ৬ উইকেট হারিয়ে ৯৯ রানে দিন শেষ করেছে তারা। তিনে নামা ক্যামেরন গ্রিন একপ্রান্ত আগলে রেখে অপরাজিত রয়েছেন ৪২ রানে।


অন্যপ্রান্তে ব্যাটারদের আসা-যাওয়ার মিছিল থামেনি। ওয়েস্ট ইন্ডিজের হয়ে দারুণ বোলিং করেছেন আলজারি জোসেফ, নিয়েছেন ৩ উইকেট তাও মাত্র ১৯ রানে। অস্ট্রেলিয়া সিরিজ আগেই নিশ্চিত করলেও, শেষ টেস্টটি যেন এক রোমাঞ্চকর লড়াইয়ে রূপ নিচ্ছে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball