‘রেকর্ড গড়াই হয় ভাঙার জন্য’, মুল্ডারকে লারা

ছবি: ব্রায়ান লারা (বামে) ও উইয়ান মুল্ডার (ডানে), ফাইল ফটো

সেই ম্যাচটি শেষ হওয়ার কদিন পরও এমন সিদ্ধান্ত ঘিরে চলছে আলোচনা-সমালোচনা। কারণ, তিনি চাইলে ক্যারিবীয় কিংবদন্তি ব্রায়ান লারার ৪০০ রানের বিশ্বরেকর্ড ছোঁয়ার সুযোগ পেতেন। ম্যাচ শেষে মুল্ডার অবশ্য জানিয়েছিলেন, এমন রেকর্ড লারার মতো কিংবদন্তিরই থাকা উচিত।
প্রোটিয়াদের টানা ১০ জয়ের রেকর্ডে হোয়াইটওয়াশ জিম্বাবুয়ে
৮ জুলাই ২৫
তবে বিষয়টিকে সেখানেই শেষ হয়নি। লারার সাবেক সতীর্থ ক্রিস গেইল মন্তব্য করেছিলেন, '৪০০ করার সুযোগ জীবনে একবারই আসে। মুল্ডার হয়তো ঘাবড়ে গিয়েছিলেন কিংবা বড় ভুল করেছেন।'
এই প্রসঙ্গে ব্রায়ান লারার প্রতিক্রিয়াও জানিয়েছেন মুল্ডার। লারার সঙ্গে কথা হয়েছে তার। মুল্ডার বলেন, 'এই বিষয়ে আমার সঙ্গে লারার কথা হয়েছে। তিনি আমাকে বললেন, আমি তো আমার নিজস্ব ইতিহাস তৈরি করছি এবং আমার অবশ্যই সেই রেকর্ডের দিকে যাওয়া উচিত ছিল।'

আমি চেয়েছি রেকর্ডটা লারার নামেই থাকুক: মুল্ডার
৭ জুলাই ২৫
তিনি আরও বলেন, 'তিনি (লারা) বলেন, রেকর্ড গড়াই হয় ভাঙার জন্য। তিনি চান ভবিষ্যতে আমি যদি এমন অবস্থায় আবার পড়ি, তাহলে যেন চেষ্টা করি এবং তার স্কোর ছাড়িয়ে যাই।'
তবুও নিজের সিদ্ধান্তকে সঠিক বলেই মনে করছেন মুল্ডার। তার ভাষায়, 'এটা তার (লারা) দিক থেকে একদমই ভিন্ন এক দৃষ্টিভঙ্গি ছিল। তবে আমি এখনো মনে করি আমি সঠিক কাজটাই করেছি, আর খেলাটার প্রতি সম্মান দেখানোই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।'
টেস্ট ক্রিকেটে এখন পর্যন্ত কেবল লারাই একমাত্র ব্যাটার, যিনি ৪০০ রানের মাইলফলকে পৌঁছেছেন। ২০০৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে অ্যান্টিগায় সেই ইনিংস খেলেছিলেন তিনি। অপরদিকে মুল্ডারের ৩৬৭ রানের ইনিংস এখন সাউথ আফ্রিকার ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস এবং টেস্ট ইতিহাসে পঞ্চম সর্বোচ্চ।