promotional_ad

ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করে ৩ নম্বরে মান্ধানা

সেঞ্চুরির পর স্মৃতি মান্ধানা
নারী ব্যাটারদের মধ্যে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন স্মৃতি মান্ধানা। টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়েও শীর্ষস্থানের খুব কাছে চলে এসেছেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৬২ বলে ১১২ রানের ম্যাচজয়ী ইনিংস খেলে তাহলিয়া ম্যাকগ্রাকে টপকে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে উঠে এসেছেন ৩ নম্বরে।

promotional_ad

এর ফলে ক্যারিয়ারের সর্বোচ্চ রেটিং পয়েন্ট (৭৭১) অর্জন করেছেন তিনি। দুই নম্বরে থাকা হেইলি ম্যাথিউসের চেয়ে তিনি মাত্র ৩ পয়েন্ট পেছনে আছেন ভারতের এই তারকা ব্যাটার। ফলে সিরিজের দ্বিতীয় ম্যাচেই তিনি ম্যাথিউসকে টপকে যেতে পারেন। তবে শীর্ষে থাকা বেথ মুনি অনেকটা এগিয়ে আছেন মান্ধানার চেয়ে। তার রেটিং পয়েন্ট ৭৯৪।


আরো পড়ুন

ম্যাককালামকে ক্রিকেটের সাউথগেট মনে করেন ফ্লিনটফ

৬ ঘন্টা আগে
অ্যান্ড্রু ফ্লিনটফ ও ব্র্যান্ডন ম্যাককালাম

এদিকে ভারতের বিপক্ষে ম্যাচের পারফরম্যান্সে দারুণ উন্নতি করেছেন ইংল্যান্ডের পেসার লরেন বেল। তিনি ২৭ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন। আর তাতেই উঠে এসেছেন ৪ নম্বরে। তাকে ৪ নম্বরে জায়গা দিতে নিচে নামতে হয়েছে তার সতীর্থ সোফি একলস্টোন ও ভারতের রেনুকা ঠাকুরকে।


promotional_ad

ভারতের শেফালি ভার্মা অক্টোবর ২০২৪ সালের পর প্রথমবার টি-টোয়েন্টি খেলতে নেমেছিলেন। ওপেনিংয়ে মন্ধানার সঙ্গে নেমে ২২ বলে ২০ রান করেন। এমন পারফরম্যান্সে এক ধাপ এগিয়ে ১৩ নম্বরে চলে এসেছেন তিনি। হারলিন দেওল, জুলাই ২০২৩ সালের পর প্রথমবার টি-টোয়েন্টি খেলেছেন।


আরো পড়ুন

‘বুমরাহ চাইলে তিনটির বেশি টেস্টও খেলতে পারে’

৯ ঘন্টা আগে
জসপ্রীত বুমরাহ, ফাইল ফটো

২৩ বলে ৪৩ রান করেছেন ভারতের এই ব্যাটার। তিনি তাই আবারও র‍্যাঙ্কিংয়ে জায়গা করে নিয়েছেন। তিনি এখন যৌথভাবে ৮৬তম স্থানে আছেন। বোলারদের র‍্যাঙ্কিংয়ে বেলের উত্থানে সেরা দশে দারুণ প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়েছে। পাকিস্তানের সাদিয়া ইকবাল ৭৪৬ রেটিং পয়েন্ট নিয়ে এখনো এক নম্বরে।


অ্যানাবেল সাদারল্যান্ড (৭৩৬ পয়েন্ট) ও ভারতের দীপ্তি শর্মা (৭৩৫) যথাক্রমে দুই ও তিন নম্বরে রয়েছেন। তাদের খুব কাছাকাছি চলে এসেছেন বেল। শীর্ষে থাকা সাদিয়ার সঙ্গে ১৯ পয়েন্টের ব্যবধানে বেলের। দীপ্তি, বেল ও একলস্টোন (৭২৫ পয়েন্ট) – এই তিনজনই শীর্ষে জায়গা করে নিতে পারেন দ্রুতই। তবে তা নির্ভর করবে পারফরম্যান্সের ওপর।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball