এজবাস্টনে দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে ভারত। এই মাঠের উইকেটে কিছুটা ঘাস রয়েছে। তবে উইকেট বেশ শুকনো হবে। ফলে ভারত ২ স্পিনার খেলাবে সেটা প্রায় নিশ্চিত। অফ স্পিন অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর খেলবেন দলের ব্যাটিং গভীরতা বাড়ানোর জন্য।
বুমরাহকে নিয়েই এই ম্যাচে মাঠে নামতে আশবাদী ভারত। এমনটাই জানিয়েছেন দলটির সহকারী কোচ রায়ান টেন ডাসকাট। বুমরাহ পুরো ফিট আছেন। তবে বাকি চার টেস্টে কীভাবে তাকে ব্যবহার করবে ভারত এ নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। তাই তাকে নিয়ে শেষ পর্যন্ত অপেক্ষা করবে ভারতের টিম ম্যানেজমেন্ট।
ডাসকাট বলেছেন, 'বুমরাহ খেলতে পুরোপুরি ফিট। কিন্তু আমরা চার টেস্টে তাকে কীভাবে ব্যবহার করব সেটাই দেখার বিষয়। যদি মনে হয় এই টেস্টে ওকে খেলানো দরকার, তাহলে শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেব। আবহাওয়া, পিচের আচরণ, লর্ডস, ম্যানচেস্টার কিংবা ওভালের জন্য ওকে রেখে দেওয়া—এসবই আমাদের চিন্তার বিষয়। তবে গতকাল সে অনুশীলন করেছে। আজকেও কিছুটা করেছে। মানে সে ফিট, কিন্তু কৌশলগত দিক থেকে আমরা ভাবছি কবে খেলানো হবে।'
ইংল্যান্ডের আবহাওয়া নিয়ে নিশ্চিত হওয়া কঠিন, তবে পূর্বাভাস অনুযায়ী প্রথম, চতুর্থ ও পঞ্চম দিনে বৃষ্টি হতে পারে। সাম্প্রতিক ম্যাচগুলোর বিবেচনায় এজবাস্টনে ফলাফল পাওয়া কঠিন দুই দলের জন্যই। এ কারণেই সিরিজ জয়ের আশা বাঁচিয়ে রাখতে শেষদিকে বুমরাহকে চাইবে ভারত।
এজবাস্টনের উইকেটে স্পিনারদের সহায়তা থাকতে পারে ধারণা দিয়ে ডাসকাট বলেছেন, 'আমরা দুই স্পিনারই খেলাব। তিনজন স্পিনারই ভালো বল করছে। ওয়াশি (ওয়াশিংটন সুন্দর) ভালো ব্যাটিং করছে। এখন প্রশ্ন, আমরা অলরাউন্ডার স্পিনার নেব, না একজন পূর্ণাঙ্গ স্পিনার নেব? আবার বোলিং অলরাউন্ডার তো খেলতেই হবে।'
পিচের ধারণা দিয়ে ভারতের এই কোচ আরও বলেছেন, 'পিচে এখন ১১-১২ মিলিমিটার ঘাস আছে, তবে সেটা খানিকটা অসমান এবং নিচে শুকনো। আবার বুধবার বৃষ্টির সম্ভাবনাও আছে। তাই আক্রমণভাগে কেমন ভারসাম্য আনব, সেটি নিয়েই ভাবছি। তবে আমি প্রায় নিশ্চিত, এ টেস্টে দুই স্পিনার খেলবে।'