বুমরাহকে নিয়ে শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেবে ভারত

অনুশীলনে বুমরাহ
ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের সবকটিতে জসপ্রিত বুমরাহকে পাবে না ভারত, সেটা আগে থেকেই জানা। তাকে খেলানো হতে পারে তিনটি টেস্টে। তবে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টেই এই পেসার খেলবেন কিনা তা নিয়ে রয়েছে ধোঁয়াশা।

promotional_ad

এজবাস্টনে দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে ভারত। এই মাঠের উইকেটে কিছুটা ঘাস রয়েছে। তবে উইকেট বেশ শুকনো হবে। ফলে ভারত ২ স্পিনার খেলাবে সেটা প্রায় নিশ্চিত। অফ স্পিন অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর খেলবেন দলের ব্যাটিং গভীরতা বাড়ানোর জন্য।


আরো পড়ুন

টেস্টের মাঝেই বুমরাহকে ছেড়ে দিল ভারত

২০ ঘন্টা আগে
ফাইল ছবি

বুমরাহকে নিয়েই এই ম্যাচে মাঠে নামতে আশবাদী ভারত। এমনটাই জানিয়েছেন দলটির সহকারী কোচ রায়ান টেন ডাসকাট। বুমরাহ পুরো ফিট আছেন। তবে বাকি চার টেস্টে কীভাবে তাকে ব্যবহার করবে ভারত এ নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। তাই তাকে নিয়ে শেষ পর্যন্ত অপেক্ষা করবে ভারতের টিম ম্যানেজমেন্ট।


promotional_ad

ডাসকাট বলেছেন, 'বুমরাহ খেলতে পুরোপুরি ফিট। কিন্তু আমরা চার টেস্টে তাকে কীভাবে ব্যবহার করব সেটাই দেখার বিষয়। যদি মনে হয় এই টেস্টে ওকে খেলানো দরকার, তাহলে শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেব। আবহাওয়া, পিচের আচরণ, লর্ডস, ম্যানচেস্টার কিংবা ওভালের জন্য ওকে রেখে দেওয়া—এসবই আমাদের চিন্তার বিষয়। তবে গতকাল সে অনুশীলন করেছে। আজকেও কিছুটা করেছে। মানে সে ফিট, কিন্তু কৌশলগত দিক থেকে আমরা ভাবছি কবে খেলানো হবে।'


আরো পড়ুন

শান্তশিষ্ট রুটকে রাগিয়ে দেয়াই পরিকল্পনা ছিল ভারতের

১ ঘন্টা আগে
প্রসিধ কৃষ্ণা (মাঝে) ও জো রুট (ডানে), ফাইল ফটো

ইংল্যান্ডের আবহাওয়া নিয়ে নিশ্চিত হওয়া কঠিন, তবে পূর্বাভাস অনুযায়ী প্রথম, চতুর্থ ও পঞ্চম দিনে বৃষ্টি হতে পারে। সাম্প্রতিক ম্যাচগুলোর বিবেচনায় এজবাস্টনে ফলাফল পাওয়া কঠিন দুই দলের জন্যই। এ কারণেই সিরিজ জয়ের আশা বাঁচিয়ে রাখতে শেষদিকে বুমরাহকে চাইবে ভারত।


এজবাস্টনের উইকেটে স্পিনারদের সহায়তা থাকতে পারে ধারণা দিয়ে ডাসকাট বলেছেন, 'আমরা দুই স্পিনারই খেলাব। তিনজন স্পিনারই ভালো বল করছে। ওয়াশি (ওয়াশিংটন সুন্দর) ভালো ব্যাটিং করছে। এখন প্রশ্ন, আমরা অলরাউন্ডার স্পিনার নেব, না একজন পূর্ণাঙ্গ স্পিনার নেব? আবার বোলিং অলরাউন্ডার তো খেলতেই হবে।'


পিচের ধারণা দিয়ে ভারতের এই কোচ আরও বলেছেন, 'পিচে এখন ১১-১২ মিলিমিটার ঘাস আছে, তবে সেটা খানিকটা অসমান এবং নিচে শুকনো। আবার বুধবার বৃষ্টির সম্ভাবনাও আছে। তাই আক্রমণভাগে কেমন ভারসাম্য আনব, সেটি নিয়েই ভাবছি। তবে আমি প্রায় নিশ্চিত, এ টেস্টে দুই স্পিনার খেলবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball