৪ দিনের টেস্টের অনুমোদন দিচ্ছে আইসিসি

আন্তর্জাতিক
৪ দিনের টেস্টের অনুমোদন দিচ্ছে আইসিসি
সিকান্দার রাজা ও বেন স্টোকস
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
ছোট দলগুলোর টেস্ট ক্রিকেটে অংশগ্রহণ আরও সহজ করতে চারদিনের টেস্টের অনুমোদন দিতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ২০২৭-২৯ সময়কালের টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র থেকে এ নিয়ম কার্যকর হতে পারে বলে জানিয়েছে প্রভাবশালী ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

সম্প্রতি ইংল্যান্ডের বিপক্ষে জিম্বাবুয়ে একটি চারদিনের টেস্ট ম্যাচ খেলে। এবার সেই পথ অনুসরণ করেই আইসিসি ছোট দলগুলোর জন্য চারদিনের ম্যাচ আয়োজনের নিয়ম চালু করতে চায়। তবে ভারতের মতো বড় দলগুলো—যেমন অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও ভারত—তাদের জন্য পাঁচদিনের ঐতিহ্যবাহী টেস্ট বহাল থাকবে।

আইসিসি সভাপতি জয় শাহ চারদিনের টেস্টের পক্ষে মত দিয়েছেন। তার মতে, ছোট দলগুলো যেন কম সময় ও কম খরচে বেশি টেস্ট ম্যাচ খেলতে পারে, এজন্য এই পরিবর্তন দরকার। অনেক সময়ই সময় ও বাজেটের সীমাবদ্ধতায় ছোট দলগুলো টেস্ট আয়োজন করতে পারে না। চারদিনের ম্যাচ আয়োজন করলে তিন সপ্তাহের মধ্যেই তিন ম্যাচের সিরিজ শেষ করা সম্ভব হবে।

উল্লেখ্য, ২০১৭ সালেই প্রথমবার চারদিনের টেস্টের অনুমোদন দিয়েছিল আইসিসি। এরপর ইংল্যান্ড ২০১৯ ও ২০২৩ সালে আয়ারল্যান্ডের সঙ্গে এবং ২০২৪ সালে জিম্বাবুয়ের সঙ্গে চারদিনের টেস্ট খেলেছে। চারদিনের ম্যাচে দিনে ৯৮ ওভার খেলার বাধ্যবাধকতা থাকবে, যেখানে পাঁচদিনের ম্যাচে প্রতিদিন ৯০ ওভার খেলা হয়।

এদিকে মঙ্গলবার বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হয়েছে ২০২৫-২৭ চক্রের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। এই চক্রের ম্যাচগুলো ৫ দিনের করেই হবে। মোট ২৭টি টেস্ট সিরিজ হবে নয়টি দলের মধ্যে। যার মধ্যে ১৭টি হবে দুই ম্যাচের, এবং ছয়টি সিরিজ হবে তিন ম্যাচের।

আরো পড়ুন: আইসিসি