টি-টোয়েন্টিতে সল্টের বদলি স্মিথ

আন্তর্জাতিক
টি-টোয়েন্টিতে সল্টের বদলি স্মিথ
ইংল্যান্ডের জার্সিতে ফিল সল্ট
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলবেন না ফিল সল্ট। কদিন পরেই বাবা হবেন এই ইংলিশ ব্যাটার। এ কারণেই তিনি পিতৃত্বকালীন ছুটি নিয়েছেন। তার জায়গায় আরেক উইকেটরক্ষক ব্যাটার জেমি স্মিথ জায়গা পেয়েছেন।

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সল্টের ছুটির বিষয়টি নিশ্চিত করেছে। সল্ট ব্যস্ত সময় কাটিয়েছেন সদ্য সমাপ্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)।

দলের হয়ে চ্যাম্পিয়নও হয়েছেন তিনি। ফাইনালে পাঞ্জাব কিংসের বিপক্ষে অবশ্য ব্যাট হাসেনি সল্টের। তিনি ৯ বলে ১৬ রানের ইনিংস খেলে আউট হন। এরপর ফিল্ডিংয়ে নেমে অবশ্য একটি ক্যাচ নিয়েছিলেন তিনি।

ফাইনালের শিরোপা জয়ের পরই নিজের অনাগত সন্তানকে লাকি চার্ম বলে আখ্যা দিয়েছিলেন সল্ট। নিজের সন্তানকে সৌভাগ্যের প্রতিক হিসেবেই দেখছেন তিনি।

নিজের অনুভূতির কথা জানিয়ে সল্ট বলেছিলেন, 'অবিশ্বাস্য অনুভূতি। সত্যি বলতে বুঝতে পারছি না, এখন কী অবস্থায় আছি। তেমন ঘুম হয়নি। তবে দলের ছেলেদের জন্য গর্বিত। সে (সল্টের ছেলে) সৌভাগ্য নিয়ে এসেছে। আমি এখন লাকি চার্ম পেয়ে গেছি। আমি যেন সপ্তাকাশে আছি।'

জেমি স্মিথ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে সুযোগ পেয়েছিলেন। এবার টি-টোয়েন্টিতেও জায়গা করে নিলেন স্মিথ। তবে একাদশে সল্টের বদলি হিসেবে ইংলিশদের প্রথম পছন্দ হতে পারেন টম ব্যান্টন।

আরো পড়ুন: ফিল সল্ট