ম্যাচ হারের পর জরিমানাও গুনলেন ক্যারিবিয়ান ক্রিকেটাররা

আন্তর্জাতিক
ম্যাচ হারের পর জরিমানাও গুনলেন ক্যারিবিয়ান ক্রিকেটাররা
ম্যাচ হারের পর জরিমানাও গুনলেন ক্যারিবিয়ান ক্রিকেটাররা, ফাইল ফটো
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে স্লো ওভার রেটের কারণে ওয়েস্ট ইন্ডিজ দলকে আর্থিক জরিমানা করা হয়েছে। এজবাস্টনে অনুষ্ঠিত হওয়া সেই ওয়ানডে ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ নির্ধারিত সময়ের তুলনায় এক ওভার কম করে।

আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি জেফ ক্রো জানান, শাই হোপের নেতৃত্বাধীন দলটি নির্ধারিত সময়সীমা অতিক্রম করে ইনিংস শেষ করায় দলের সব খেলোয়াড়কে ম্যাচ ফি’র ৫ শতাংশ জরিমানা করা হয়েছে।

আইসিসির এক বিবৃতিতে বলা হয়, 'এই শাস্তি আইসিসির খেলোয়াড় ও সহায়ক কর্মীদের আচরণবিধির ২.২২ অনুচ্ছেদের আওতায় পড়েছে, যা ন্যূনতম ওভার রেট সংক্রান্ত অপরাধের ক্ষেত্রে প্রযোজ্য। প্রত্যেক ওভার কম করার জন্য খেলোয়াড়দের ম্যাচ ফি’র ৫ শতাংশ করে জরিমানা করা হয়।'

এই অভিযোগ আনেন অন-ফিল্ড আম্পায়ার কুমার ধর্মসেনা ও মার্টিন স্যাগারস, সঙ্গে ছিলেন থার্ড আম্পায়ার অ্যাড্রিয়ান হোল্ডস্টক এবং ফোর্থ আম্পায়ার গ্রাহাম লয়েড।

ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক হোপ এই শাস্তি মেনে নিয়েছেন, ফলে আলাদা কোনো শুনানির প্রয়োজন হয়নি। প্রথম ম্যাচে ইংল্যান্ড বিশাল ব্যবধানে জয় পায়। বেন ডাকেট, জো রুট, হ্যারি ব্রুক এবং জ্যাকব বেথেলের হাফসেঞ্চুরিতে আট উইকেটে ৪০০ রান করে দলটি।

জবাবে ওয়েস্ট ইন্ডিজ ১৬২ রানে অল আউট হয়ে যায়। সাকিব মাহমুদ ও জেমি ওভারটন তিনটি করে উইকেট নেন। সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি আজ শুরু হওয়ার কথা রয়েছে।

আরো পড়ুন: ইংল্যান্ড