আঙুল ভেঙে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষ ওভারটনের

আন্তর্জাতিক
আঙুল ভাঙায় ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষ ওভারটনের
আঙুল ভাঙায় ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষ জেমি ওভারটনের, ফাইল ফটো
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন জেমি ওভারটন। এজবাস্টনে সিরিজের প্রথম ওয়ানডেতে ডান হাতের ছোট আঙুল ভেঙে যাওয়ায় বাকি ম্যাচগুলোতে আর খেলা হচ্ছে না ইংল্যান্ডের এই পেসারের।

ম্যাচের শুরুর দিকেই এই চোট পান ওভারটন। কেসি কার্টির বিপক্ষে ইনিংসের দ্বিতীয় বল করতে গিয়ে দ্রুতগতির ফিরতি শটে ক্যাচ ধরতে গিয়ে হাতে ব্যথা পান ওভারটন। সঙ্গে সঙ্গেই মাঠ ছেড়ে চিকিৎসা নিতে চলে যান তিনি।

তার অসমাপ্ত ওভারটি শেষ করেন জ্যাকব বেথেল। পরে অবশ্য ওভারটন মাঠে ফেরেন। তখন তার আঙুলটি ভালোভাবে ব্যান্ডেজ করা ছিল। এরপর দারুণভাবেই ফিরে আসেন তিনি। ৫.২ ওভারে ২২ রানে তিন উইকেট নিয়ে ইংল্যান্ডের পক্ষে সেরা বোলিং করেন তিনি।

প্রথমে ধারণা করা হয়েছিল আঙুলটি শুধু মচকেছে, কিন্তু পরে স্ক্যানে ধরা পড়ে সেটি ভেঙে গেছে।

চোটের কারণে এখন ওভারটনকে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। ইংল্যান্ড মেডিকেল টিমের তত্ত্বাবধানে রিহ্যাব করবেন তিনি। তার জায়গায় নতুন কাউকে ওয়ানডে দলে যোগ করা হচ্ছে না।

ওভারটনের অনুপস্থিতিতে একাদশে সুযোগ পেতে পারেন রিজার্ভ পেসার ম্যাথু পটস অথবা বাঁহাতি ল্যাঙ্কাশায়ার পেসার লুক উড। এ ছাড়া বাঁহাতি স্পিনার টম হার্টলিকেও বিবেচনায় রাখা হতে পারে।

সিরিজের দ্বিতীয় ওয়ানডে রবিবার (১ জুন) কার্ডিফে অনুষ্ঠিত হবে। এরপর তৃতীয় ও শেষ ওয়ানডে খেলবে দুই দল লন্ডনের কিয়া ওভালে, ৩ জুন। এরপর ৬ জুন শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। প্রথম ম্যাচের ভেন্যু চেস্টার-লি-স্ট্রিটে।

আরো পড়ুন: জেমি ওভারটন