রশিদের ১৫০তম ওয়ানডেতে ওপেনিংয়ে ডাকেটের সঙ্গী স্মিথ

আন্তর্জাতিক
রশিদের ১৫০তম ওয়ানডেতে ওপেনিংয়ে ডাকেটের সঙ্গী স্মিথ
ফাইল ছবি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে বেন ডাকেটের সঙ্গে ওপেন করেছিলেন ফিল সল্ট। তিন ম্যাচের সবকটিতে খেলার সুযোগ পেলেও সবমিলিয়ে ৩০ রানের বেশি করতে পারেননি ডানহাতি এই ওপেনার। এমন পারফরম্যান্সের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের ইংল্যান্ড দলে সুযোগ পাননি সল্ট। ২৮ বছর বয়সি ইংলিশ ব্যাটার না থাকায় ডাকেটের সঙ্গী হিসেবে ভাবা হচ্ছিল উইল জ্যাকসকে।

যদিও ডানহাতি ব্যাটারকে ওপেনিংয়ের জন্য বিবেচনা করেননি ব্রেন্ডন ম্যাককালাম। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ফিনিশার হিসেবে সাত নম্বরে ব্যাটিং করবেন জ্যাকস। প্রথম ওয়ানডের একদিন আগে একাদশ প্রকাশ করে এমনটাই জানিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। যেখানে নিশ্চিত করা হয়েছে ডাকেটের সঙ্গে ওপেন করবেন জেমি স্মিথ।

তিনে জো রুট এবং চারে ব্যাটিং করবেন অধিনায়ক হ্যারি ব্রুক। সবশেষ কয়েকটি আইসিসি টুর্নামেন্টে ভালো করতে না পারায় চ্যাম্পিয়ন্স ট্রফির সময় অধিনায়কত্ব ছেড়ে দেন জস বাটলার। ডানহাতি উইকেটকিপার ব্যাটারের জায়গায় সংক্ষিপ্ত সংস্করণের নেতৃত্ব তুলে দেয়া হয় ব্রুকের কাঁধে। স্থায়ী অধিনায়ক হিসেবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যাত্রা শুরু হচ্ছে তাঁর।

নেতৃত্ব ছেড়ে দিলেও ইংল্যান্ডের ওয়ানডে দলে রয়েছেন বাটলার। এমনকি ক্যারিবীয়দের বিপক্ষে প্রথম ওয়ানডেতেও খেলবেন তিনি। চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল খেলা জেমি ওভারটন ফিরেই একাদশে জায়গা করে নিয়েছেন। এ ছাড়া রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলা জ্যাকব বেথেলও আছেন একাদশে।

বেঙ্গালুরু সেরা চারে উঠলেও ওয়েস্ট ইন্ডিজ সিরিজকে সামনে রেখে আইপিএল ছেড়েছেন বেথেল। ২৯ মে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজের ১৫০তম ওয়ানডে ম্যাচ খেলবেন আদিল রশিদ। ইংল্যান্ডের হয়ে ১৪৯ ম্যাচে ১৪৩ উইকেট নিয়েছেন ডানহাতি লেগ স্পিনার। রশিদের পাশাপাশি স্পিনার হিসেবে একাদশে আছেন অলরাউন্ডার বেথেল এবং জ্যাকস। পেসার হিসেবে ওভারটনের সঙ্গী সাকিব মাহমুদ ও ব্রাইডন কার্স।

ইংল্যান্ডের একাদশ— জেমি স্মিথ, বেন ডাকেট, জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার, জ্যাকব বেথেল, উইল জ্যাকস, জেমি ওভারটন, ব্রাইডন কার্স, সাকিব মাহমুদ এবং আদিল রশিদ।

আরো পড়ুন: জেমি স্মিথ