রশিদের ১৫০তম ওয়ানডেতে ওপেনিংয়ে ডাকেটের সঙ্গী স্মিথ

ফাইল ছবি
সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে বেন ডাকেটের সঙ্গে ওপেন করেছিলেন ফিল সল্ট। তিন ম্যাচের সবকটিতে খেলার সুযোগ পেলেও সবমিলিয়ে ৩০ রানের বেশি করতে পারেননি ডানহাতি এই ওপেনার। এমন পারফরম্যান্সের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের ইংল্যান্ড দলে সুযোগ পাননি সল্ট। ২৮ বছর বয়সি ইংলিশ ব্যাটার না থাকায় ডাকেটের সঙ্গী হিসেবে ভাবা হচ্ছিল উইল জ্যাকসকে।

promotional_ad

যদিও ডানহাতি ব্যাটারকে ওপেনিংয়ের জন্য বিবেচনা করেননি ব্রেন্ডন ম্যাককালাম। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ফিনিশার হিসেবে সাত নম্বরে ব্যাটিং করবেন জ্যাকস। প্রথম ওয়ানডের একদিন আগে একাদশ প্রকাশ করে এমনটাই জানিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। যেখানে নিশ্চিত করা হয়েছে ডাকেটের সঙ্গে ওপেন করবেন জেমি স্মিথ।


আরো পড়ুন

ব্রুক-স্মিথের সেঞ্চুরির পর ভারতকে ম্যাচে ফেরালেন সিরাজ

৫ জুলাই ২৫
৩০৩ রানের জুটি গড়েন হ্যারি ব্রুক ও জেমি স্মিথ, ফাইল ফটো

তিনে জো রুট এবং চারে ব্যাটিং করবেন অধিনায়ক হ্যারি ব্রুক। সবশেষ কয়েকটি আইসিসি টুর্নামেন্টে ভালো করতে না পারায় চ্যাম্পিয়ন্স ট্রফির সময় অধিনায়কত্ব ছেড়ে দেন জস বাটলার। ডানহাতি উইকেটকিপার ব্যাটারের জায়গায় সংক্ষিপ্ত সংস্করণের নেতৃত্ব তুলে দেয়া হয় ব্রুকের কাঁধে। স্থায়ী অধিনায়ক হিসেবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যাত্রা শুরু হচ্ছে তাঁর।


promotional_ad

নেতৃত্ব ছেড়ে দিলেও ইংল্যান্ডের ওয়ানডে দলে রয়েছেন বাটলার। এমনকি ক্যারিবীয়দের বিপক্ষে প্রথম ওয়ানডেতেও খেলবেন তিনি। চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল খেলা জেমি ওভারটন ফিরেই একাদশে জায়গা করে নিয়েছেন। এ ছাড়া রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলা জ্যাকব বেথেলও আছেন একাদশে।


আরো পড়ুন

সিরাজের দুর্ভাগ্যজনক আউট, ভারতকে হতাশ করে লর্ডসে জিতল ইংল্যান্ড

৫ ঘন্টা আগে
সিরাজের দুর্ভাগ্যজনক আউটে কপাল পুড়ল ভারতের

বেঙ্গালুরু সেরা চারে উঠলেও ওয়েস্ট ইন্ডিজ সিরিজকে সামনে রেখে আইপিএল ছেড়েছেন বেথেল। ২৯ মে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজের ১৫০তম ওয়ানডে ম্যাচ খেলবেন আদিল রশিদ। ইংল্যান্ডের হয়ে ১৪৯ ম্যাচে ১৪৩ উইকেট নিয়েছেন ডানহাতি লেগ স্পিনার। রশিদের পাশাপাশি স্পিনার হিসেবে একাদশে আছেন অলরাউন্ডার বেথেল এবং জ্যাকস। পেসার হিসেবে ওভারটনের সঙ্গী সাকিব মাহমুদ ও ব্রাইডন কার্স।


ইংল্যান্ডের একাদশ— জেমি স্মিথ, বেন ডাকেট, জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার, জ্যাকব বেথেল, উইল জ্যাকস, জেমি ওভারটন, ব্রাইডন কার্স, সাকিব মাহমুদ এবং আদিল রশিদ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball