আয়ারল্যান্ডকে উড়িয়ে সমতা ফিরিয়ে সিরিজ শেষ করল ক্যারিবীয়রা

ছবি: ফোর্ড ও সিলসের খুনশুটি

ক্যারিবীয়দের সিরিজ ড্র করতে বড় ভূমিকা রেখেছেন কেসি কার্টি। এই ব্যাটার টানা দুই ম্যাচে করেছেন সেঞ্চুরি। এবার ক্যারিয়ার সেরা ১৭০ রানের ইনিংস খেলেছেন। সেই সঙ্গে শাই হোপ ও জাস্টিন গ্রিভসের হাফ সেঞ্চুরিতে ভর করে বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ।
৮ ছক্কায় ১৬ বলে হাফ সেঞ্চুরি করে ডি ভিলিয়ার্সের পাশে ফোর্ড
২৩ মে ২৫
জবাবে খেলতে নেমে ১৬৫ রানে অল আউট হয়ে গেছে আইরিশরা। এদিন টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ৩৮৫ রান করে ওয়েস্ট ইন্ডিজ। ওয়ানডেতে যা তাদের দ্বিতীয় সর্বোচ্চ। তাদের ইনিংসের পর বৃষ্টি নামলে বেশ কিছুক্ষণ বন্ধ থাকে খেলা। ৪৬ ওভারে আয়ারল্যান্ডের লক্ষ্য দাঁড়ায় ৩৬৩ রানের।

আইরিশরা এর ধারে কাছেও যেতে পারেনি। যদিও ফিল্ডিংয়ের সময় পাওয়া চোটে ব্যাটিংয়ে নামেননি জর্ডান নিল ও জশ লিটল। বড় লক্ষ্যে খেলতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে আয়ারল্যান্ড। দলীয় ৩ রানেই তারা হারায় অ্যান্ড্রু বালবির্নিকে। এরপর ৪০ রানের মধ্যে পল স্টার্লিং ও হ্যারি টেক্টরকে হারিয়ে বিপদে পড়ে স্বাগতিকরা।
চতুর্থ উইকেটে ক্যাড কারমাইকেল ও লরকাল টাকার মিলে ৭২ রানের জুটি গড়েন। এরপর শুরু হয় আবারও বিপর্যয়। আইরিশদের হয়ে সর্বোচ্চ ৪৮ রানের ইনিংস খেলেছেন কারমাইকেল। ২৯ রান এসেছে টাকারের ব্যাট থেকে। ২৮ রান করে অ্যান্ডি ম্যাকব্রেইন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে একাই ৩ উইকেট নেন জেইডেন সিলস।
একটি করে উইকেট পেয়েছেন আলজারি জোসেফ, গ্রিভস ও রস্টন চেজ। এর আগে বোলিংয়ে শুরুটা দারুণ ছিল আয়ারল্যান্ড ও ব্যারি ম্যাককার্থির। প্রথম ওভারেই মেলে ব্র্যান্ডন কিংয়ের উইকেট তুলে নেন তিনি। এরপর পঞ্চম ওভারে ফিরিয়েছেন এভিন লুইসকে।
শেষদিকে তাদের ওপর চড়াও হয়েছিলেন ক্যারিবীয় ব্যাটাররা। শেষ ৮ ওভারে তারা তুলে নেয় ১৩২ রান। ঝড়ের তোপ সবচেয়ে বেশি যায় দুই ম্যাককার্থি- ব্যারি ও লিয়ামের ওপর দিয়ে। ব্যারি ম্যাককার্থি ১০০ রানে নেন ৩ উইকেট। লিয়াম ম্যাককার্থি ৯৩ রানে নেন ২ উইকেট। মূলত তৃতীয় উইকেটে কার্টি ও হোপের ১৩৭ রানের জুটিই ক্যারিবীয়দের ইনিংসের সুর বেধে দিয়েছিল।