promotional_ad

অধিনায়কত্ব বুমরাহর প্রাপ্য, মনে করেন অশ্বিন

ফাইল ছবি
রোহিত শর্মার অনুপস্থিতিতে বেশ কয়েকটি ম্যাচে ভারতকে নেতৃত্ব দিয়েছেন জসপ্রিত বুমরাহ। কদিন আগে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন রোহিত। ভারতীয় অধিনায়ক সরে যাওয়ায় সহ-অধিনায়ক হিসেবে ভারতকে নেতৃত্ব দেয়ার কথা বুমরাহর। তবে ভারতীয় সংবাদমাধ্যমের দাবি, অধিনায়ক হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন শুভমান গিল। তবে রবিচন্দ্রন অশ্বিন মনে করেন, অধিনায়কত্ব বুমরাহর প্রাপ্য।

promotional_ad

ব্যাট হাতে ছন্দে না থাকায় অস্ট্রেলিয়া সফরে সিডনি টেস্টের একাদশ থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন রোহিত। বছরজুড়ে পারফর্ম করতে না পারায় আগে থেকেই রোহিতের টেস্টের ভবিষ্যত নিয়ে প্রশ্ন উঠছিল। অনেকের ধারণা ছিল, ইংল্যান্ড সফরে দেখা যাবে না ভারতের টেস্ট অধিনায়ককে। শেষ পর্যন্ত হয়েছেও তাই। আইপিএল চলাকালীন আচমকা টেস্ট থেকে অবসরের ঘোষণা দেন ডানহাতি এই ওপেনার।


আরো পড়ুন

বুমরাহ নয় ভারতের অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে গিল

৮ মে ২৫
শুভমান গিলের (বাম পাশে) সঙ্গে অনুশীলনে রোহিত শর্মার (ডানপাশে) খুনসুটি, ফাইল ছবি

রোহিত অবসর নেয়ায় নতুন অধিনায়ক খুঁজতে হচ্ছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়াকে (বিসিসিআই)। ডানহাতি ওপেনারের অনুপস্থিতিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্টে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন বুমরাহ। ২০২২ সালে ইংল্যান্ড সফরেও একটি ম্যাচে ভারতের অধিনায়ক ছিলেন তারকা এই পেসার। বর্তমানে সহ-অধিনায়ক হওয়ায় ধারণা করা হচ্ছিল, বুমরাহই হতে যাচ্ছেন ভারতের পরবর্তী টেস্ট অধিনায়ক।


promotional_ad

যদিও ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, টেস্ট অধিনায়ক হওয়ার দৌড়ে খানিকটা পিছিয়েই আছেন বুমরাহ। প্রায়শই চোটে পড়ার কারণে ভিন্নভাবে ভাবতে হচ্ছে নির্বাচকদের। ভারতীয় সংবাদমাধ্যমগুলোর দাবি, বুমরাহ তিন সংস্করণের গুরুত্বপূর্ণ সদস্য হওয়ায় তাকে বেছে বেছে টেস্ট খেলানো হতে পারে। যে কারণে বুমরাহকে বিবেচনা করা হচ্ছে বলে জানাচ্ছে দেশটির সংবাদমাধ্যমগুলো।


আরো পড়ুন

‘অশ্বিন বল হাতে নিলে গেইলের পা কাঁপতো’

২০ মার্চ ২৫
২০১১ সালের ফাইনালে ক্রিস গেইলকে আউট করেছিলেন রবিচন্দ্রন অশ্বিন, ফাইল ছবি

অধিনায়কত্ব বুমরাহর প্রাপ্য হলেও ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা মাথায় রেখে বিষয়টি নির্বাচকদের উপর ছেড়ে দিয়েছেন অশ্বিন। এ প্রসঙ্গে ভারতের সাবেক স্পিনার বলেন, ‘যে দলটি ইংল্যান্ড সফর করবে তারা হবে সম্পূর্ণ নতুন একটি দল, একটি পালাবদলের দল যেখানে বুমরাহ সম্ভবত সবচেয়ে সিনিয়র ক্রিকেটার। অধিনায়কত্বের জন্য সে বিকল্পদের একজন; আমি মনে করি তার এটা প্রাপ্য, তবে নির্বাচকরা তার শারীরিক সামর্থ্যের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেবে।’


আইপিএল চলাকালীন টেস্ট থেকে অবসর নিয়েছেন রোহিত। ভারতীয় ওপেনারের কয়েকদিন পর সাদা পোশাকের ক্রিকেট ছেড়েছেন বিরাট কোহলি। পাঁচ টেস্টের সিরিজ খেলতে জুনের প্রথম সপ্তাহে ইংল্যান্ড সফরে যাবে ভারত। এমন গুরুত্বপূর্ণ সিরিজের আগে রোহিত ও কোহলির মতো দুজন অভিজ্ঞ ক্রিকেটার অবসর নেয়ায় বিপাকে পড়তে হবে তাদের। অশ্বিন মনে করেন, তাদের অবসরে নেতৃত্বের শূন্যতা তৈরি করবে।


ভারতের সাবেক স্পিনার এটাও মনে করিয়ে দিয়েছেন, এমন সফরে অভিজ্ঞতা কিনতে পারবেন না। অশ্বিন বলেন, ‘তাদের অবসর অবশ্যই নেতৃত্বের শূন্যতা তৈরি করবে। আপনি অভিজ্ঞতা কিনতে পারবেন না, বিশেষ করে এই ধরনের সফরে। বিরাটের প্রাণশক্তি এবং রোহিতের ধৈর্যের অভাব অনুভব করবে দল।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball