promotional_ad

পাকিস্তানের কোচ হতে ৪ বিদেশি-২ দেশি কোচের আবেদন

আজহার মাহমুদ ও মাইক হেসন
পাকিস্তান জাতীয় দলের প্রধান কোচের পদটি খালিই পড়ে আছে। এরই মধ্যে নতুন কোচ খুঁজতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আবেদন করা কোচদের মধ্য থেকে কয়েকজনের ৬ জনের নাম বেছে নেয়া হয়েছে। এর মধ্যে রয়েছেন নিউজিল্যান্ডের সাবেক কোচ মাইক হেসন ও পাকিস্তানের সাবেক সহকারী কোচ আজহার মাহমুদ।

promotional_ad

নিয়োগ প্রক্রিয়াকে সহজ করতে এরই মধ্যে পিসিবি একটি চার সদস্যের কমিটি গঠন করেছে। যেখানে আছেন প্রধান অপারেটিং অফিসার সুমাইর আহমেদ সৈয়দ, বিলাল আফজাল, নির্বাচক আজহার আলী এবং সাবেক অন্তর্বর্তীকালীন প্রধান কোচ আকিব জাভেদ। তারাই আবেদন করা কোচদের তথ্য উপাত্ত মূল্যায়ন করে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির কাছে পাঠাবেন।


আরো পড়ুন

নির্ধারিত সময়েই সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছে বাংলাদেশ দল

৪৫ মিনিট আগে
অনুশীলনে বাংলাদেশ দল, ক্রিকফ্রেঞ্জি

যে ছয় জনের নাম শর্টিলিস্ট করা হয়েছে এর মধ্যে চারজন বিদেশি কোচ ও দুজন দেশি কোচ রয়েছে। যদিও আজহার ও হেসন বাদে বাকিদের নাম জানা যায়নি। গত এক বছরে পাকিস্তানের কোচিং প্যানেলে একাধিক পরিবর্তন দেখা গেছে। গত বছরের এপ্রিলে মাসে জেসন গিলেস্পিকে দুই বছরের চুক্তিতে লাল বলের দলের প্রধান কোচ করা হয়।


promotional_ad

যদিও সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের আগে ডিসেম্বরে দলের খারাপ পারফরম্যান্স এবং অভ্যন্তরীণ মতবিরোধের কারণে পদত্যাগ করতে বাধ্য হন এই অজি কোচ। গিলেস্পির পদত্যাগের কয়েক মাস আগে সাদা বলের প্রধান কোচ গ্যারি কারস্টেনও পদত্যাগ করেন।


ভারতের বিশ্বকাপ জয়ী এই কোচ পিসিবির সঙ্গে মানিয়ে চলতে পারছিলেন না। এ কারণে দলের অগ্রগতি বাধাগ্রস্থ হচ্ছিল বলে জানিয়েছে পাকিস্তানের স্থানীয় কয়েকটি সংবাদমাধ্যম। এই কোচের দুই পদত্যাগের পর আকিব জাভেদকে অন্তর্বর্তীকালীন প্রধান কোচ নিযুক্ত করা হয়। পরে নিউজিল্যান্ড সফরের জন্য তার মেয়াদ বাড়ানো হয়।


পিসিবি তার সঙ্গে চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে। পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার এখন হাই-পারফরম্যান্স সেন্টারের ডিরেক্টর হিসেবে নতুন দায়িত্ব নিতে যাচ্ছেন। শীঘ্রই এই ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দিতে যাচ্ছে পিসিবি। সেই সঙ্গে পাকিস্তান জাতীয় দলের নির্বাচকেরও দায়িত্ব পালন করবেন তিনি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball