টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল আয়োজন করতে চায় ভারত

ছবি: টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা হাতে অস্ট্রেলিয়া, আইসিসি

আগামী চক্রের ফাইনাল কোথায় অনুষ্ঠিত হবে তা এখনও জানা যায়নি। তবে ২০২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল আয়োজন করতে আগ্রহ প্রকাশ করেছে ভারত। সবকিছু ঠিক থাকলে আগামী গ্রীষ্মেই আইসিসির কাছে আনুষ্ঠানিক প্রস্তাব জমা দেবে বিসিসিআই। এমনটাই জানিয়েছে শীর্ষস্থানীয় ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। ভারতে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল আয়োজন হলে বড় পরিবর্তন আসতে পারে গ্রীষ্মকালীন সূচিতে।
‘বোলিং ছাড়া টেস্টে আমরা খুব বেশি উন্নতি করিনি’
৯ এপ্রিল ২৫
ভারত আবেদন করলে তাদেরকেই আয়োজক করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। কারণ আইসিসির বর্তমান চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন বিসিসিআইয়ের সাবেক সচিব জয় শাহ। তবে এখানে একটি উদ্বেগও রয়েছে। এবারের মতো পরবর্তী চক্রেও যদি ভারত ফাইনালে উঠতে না পারে তাহলে দর্শক সংখ্যা আশানুরূপ নাও হতে পারে।

ইংল্যান্ডে বা অস্ট্রেলিয়ায় টেস্টের জনপ্রিয়তা অনেক। আগামী মাসে লর্ডসে হওয়া ফাইনালের প্রথম চার দিনের টিকিট ইতোমধ্যেই বিক্রি হয়ে গেছে। বর্তমানে ভারত ও পাকিস্তানের মধ্যে হামলা পাল্টা হামলার মতো ঘটনা ঘটেছে। বিসিসিআই এরই মধ্যে জানিয়ে কোনো বৈশ্বিক আসরে যেন পাকিস্তানের সঙ্গে সূচি না দেয়া হয় তাদের।
৩ ভেন্যুতে আইপিএল, সরকারের অনুমতির অপেক্ষায় বিসিসিআই
২ ঘন্টা আগে
এমন অবস্থায় পাকিস্তান যদি কোনোভাবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে যায় তাহলে তা নিয়ে বড় শঙ্কা দেখা দেবে। সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান থাকলেও ভারত তাদের সব ম্যাচ খেলেছে দুবাইতে। অন্যদিকে পাকিস্তান শর্ত দিয়েছিল ২০২৭ পর্যন্ত তারাও কোনো বৈশ্বিক আসরে ভারতে খেলতে যাবে না।
এই চুক্তি এই বছরের নারী বিশ্বকাপ এবং ২০২৬ সালের পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপের (যৌথভাবে আয়োজক ভারত ও শ্রীলঙ্কা) ক্ষেত্রেও প্রযোজ্য। সাম্প্রতিক উত্তেজনার কারণে দুই দেশের ক্রিকেটীয় সম্পর্ক আবারও তলানিতে গিয়ে ঠেকেছে। ভারত পাকিস্তান লড়াইয়ের কারণে স্থগিত করে দিতে হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসর।
আপাতত ১ সপ্তাহের জন্য স্থগিত করা হলেও আইপিএল আর ভারতে আয়োজন করা যাবে কিনা তা নিয়ে চলছে জল্পনা কল্পনা। দুই দেশের এমন পরিস্থিতি কবে নাগাদ স্বাভাবিক হবে তা নিয়েও রয়েছে শঙ্কা। এমন অবস্থায় অন্য দেশগুলোও ভারতে খেলতে যেতে অনীহা দেখাতে পারে। ফলে ভারতের আবেদন আইসিসির ফিরিয়ে দিলেও অবাক হওয়ার মতো কিছু থাকবে না।