ইংল্যান্ড সফরে সুদর্শনকে চান শাস্ত্রী

ছবি: ইংল্যান্ড সফরে সাই সুদর্শনকে চান রবি শাস্ত্রী, ফাইল ফটো

২০২৩ ও ২০২৪ সালে কাউন্টি দল সারের হয়ে ইংল্যান্ডে খেলে সেখানকার কন্ডিশনে নিজেকে প্রমাণ করেছেন সুদর্শন। সেখানে পাঁচ ম্যাচে একটি সেঞ্চুরি ও একটি হাফ সেঞ্চুরির সাহায্যে করেন ২৮১ রান।
সুদর্শনের চোট, বিকল্প নিয়ে ভাবনায় ভারত
২৫ জুন ২৫
প্রথম শ্রেণির ক্রিকেটে ২৯ ম্যাচে তার সংগ্রহ ৩৯.৯৩ গড়ে এক হাজার ৯৫৭ রান। ২০২৪-২৫ মৌসুমে রঞ্জি ট্রফিতে দিল্লির বিপক্ষে তার ডাবল সেঞ্চুরি বিশেষভাবে নজর কেড়েছে নির্বাচকদের। এটা নিয়ে সেই সময়ে মন্তব্য করতে দেখা গেছে শাস্ত্রীকেও।

এবার সুদর্শনের আইপিএল ফর্ম দেখে নতুন করে শাস্ত্রী বলেন, 'আমি এই তরুণকে সব ফরম্যাটের খেলোয়াড় হিসেবে দেখি। সে একজন মানসম্পন্ন ক্রিকেটার। ইংল্যান্ডে খেলার অভিজ্ঞতা আছে তার। তার টেকনিক, খেলার ধরন-- সব কিছু মিলিয়ে আমার চোখে সে দলে ঢোকার জন্য দারুণ উপযোগী হবে।'
বুমরাহ খেলছেন না, বিশ্বাসই হচ্ছে না শাস্ত্রী-স্টেইনের
৩ জুলাই ২৫
সুদর্শনের বাঁহাতি হওয়াটাও ইংল্যান্ডের কন্ডিশনে বাড়তি সুবিধা এনে দিতে পারে বলে মনে করেন শাস্ত্রী। তিনি বলেন, 'বাঁহাতি হিসেবে ইংল্যান্ডে খেলাটা একটা বাড়তি পাওনা। আমি নিশ্চিত, নির্বাচকদের তালিকাতেও সে থাকবে।”
শুধু সুদর্শন নয়, শাস্ত্রী আলোচনা করেছেন শ্রেয়াস আইয়ারকে নিয়েও। সাম্প্রতিক সময়ে আইয়ারের টেস্ট স্কোয়াডে ফেরা নিয়ে গুঞ্জন চলছে। আইয়ার ইতিমধ্যেই বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তিতে ফিরেছেন এবং আইপিএলে দারুণ পারফর্ম করছেন।
যদিও শাস্ত্রী মনে করেন, টেস্টে সুযোগ পেতে আইয়ারকে প্রতিযোগিতার মধ্য দিয়ে আসতে হবে, 'আইয়ার ফিরতে পারে। তবে সেটা হবে প্রতিযোগিতার মধ্য দিয়ে। সাদা বলের ক্রিকেটে নিশ্চিতভাবেই জায়গা রয়েছে, কিন্তু টেস্টের ক্ষেত্রে দেখতে হবে অন্যদের অবস্থান কেমন।'