promotional_ad

ইংল্যান্ড সফরে সুদর্শনকে চান শাস্ত্রী

ইংল্যান্ড সফরে সাই সুদর্শনকে চান রবি শাস্ত্রী, ফাইল ফটো
ভারতের আসন্ন ইংল্যান্ড সফরের টেস্ট দলে সাই সুদর্শনকে দেখতে চান দেশটির সাবেক প্রধান কোচ রবি শাস্ত্রী। আইপিএল ও প্রথম শ্রেণির ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের পর তরুণ এই ব্যাটারকে জাতীয় দলের দীর্ঘ ফরম্যাটে সুযোগ দেওয়ার পক্ষে নিজের মতামত জানিয়েছেন শাস্ত্রী।

promotional_ad

২০২৩ ও ২০২৪ সালে কাউন্টি দল সারের হয়ে ইংল্যান্ডে খেলে সেখানকার কন্ডিশনে নিজেকে প্রমাণ করেছেন সুদর্শন। সেখানে পাঁচ ম্যাচে একটি সেঞ্চুরি ও একটি হাফ সেঞ্চুরির সাহায্যে করেন ২৮১ রান।


আরো পড়ুন

রাজস্থানকে ৫৮ রানে হারিয়ে শীর্ষে গুজরাট

৯ এপ্রিল ২৫
রাজস্থানের উইকেট উদযাপনে গুজরাটের ক্রিকেটাররা

প্রথম শ্রেণির ক্রিকেটে ২৯ ম্যাচে তার সংগ্রহ ৩৯.৯৩ গড়ে এক হাজার ৯৫৭ রান। ২০২৪-২৫ মৌসুমে রঞ্জি ট্রফিতে দিল্লির বিপক্ষে তার ডাবল সেঞ্চুরি বিশেষভাবে নজর কেড়েছে নির্বাচকদের। এটা নিয়ে সেই সময়ে মন্তব্য করতে দেখা গেছে শাস্ত্রীকেও।


promotional_ad

এবার সুদর্শনের আইপিএল ফর্ম দেখে নতুন করে শাস্ত্রী বলেন, 'আমি এই তরুণকে সব ফরম্যাটের খেলোয়াড় হিসেবে দেখি। সে একজন মানসম্পন্ন ক্রিকেটার। ইংল্যান্ডে খেলার অভিজ্ঞতা আছে তার। তার টেকনিক, খেলার ধরন-- সব কিছু মিলিয়ে আমার চোখে সে দলে ঢোকার জন্য দারুণ উপযোগী হবে।'


আরো পড়ুন

‘ব্যর্থতা নিয়ন্ত্রণ করতে পারলেই বৈভব সফল হবেন’, ভবিষ্যদ্বাণী শাস্ত্রীর

২৭ এপ্রিল ২৫
এখন পর্যন্ত দুই ম্যাচে খেলেছেন বৈভব সূর্যবংশি, ফাইল ফটো

সুদর্শনের বাঁহাতি হওয়াটাও ইংল্যান্ডের কন্ডিশনে বাড়তি সুবিধা এনে দিতে পারে বলে মনে করেন শাস্ত্রী। তিনি বলেন, 'বাঁহাতি হিসেবে ইংল্যান্ডে খেলাটা একটা বাড়তি পাওনা। আমি নিশ্চিত, নির্বাচকদের তালিকাতেও সে থাকবে।”


শুধু সুদর্শন নয়, শাস্ত্রী আলোচনা করেছেন শ্রেয়াস আইয়ারকে নিয়েও। সাম্প্রতিক সময়ে আইয়ারের টেস্ট স্কোয়াডে ফেরা নিয়ে গুঞ্জন চলছে। আইয়ার ইতিমধ্যেই বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তিতে ফিরেছেন এবং আইপিএলে দারুণ পারফর্ম করছেন।


যদিও শাস্ত্রী মনে করেন, টেস্টে সুযোগ পেতে আইয়ারকে প্রতিযোগিতার মধ্য দিয়ে আসতে হবে, 'আইয়ার ফিরতে পারে। তবে সেটা হবে প্রতিযোগিতার মধ্য দিয়ে। সাদা বলের ক্রিকেটে নিশ্চিতভাবেই জায়গা রয়েছে, কিন্তু টেস্টের ক্ষেত্রে দেখতে হবে অন্যদের অবস্থান কেমন।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball