রোহিতের নেতৃত্বেই ইংল্যান্ড সফরে যেতে চায় ভারত

ছবি: রোহিত শর্মাকে নিয়েই ইংল্যান্ড সফরে যেতে চায় ভারত, ফাইল ফটো

ভারতের কেন্দ্রীয় চুক্তিতে ফিরলেন আইয়ার-কিশান, শীর্ষে কোহলি-রোহিত
২১ এপ্রিল ২৫
দেশটির একটি গণমাধ্যম জানিয়েছে, রোহিতের নেতৃত্বেই ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ় খেলবে ভারত। এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে খোদ বরব অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।
আগামী মে মাসের শেষ সপ্তাহে ইংল্যান্ড সফরের জন্য ভারতীয় ‘এ’ এবং ভারতের টেস্ট দল ঘোষণা করবেন জাতীয় নির্বাচকেরা। দু’টি দলের জন্য প্রাথমিক ভাবে ৩৫ জন ক্রিকেটারকে বেছে নিয়েছেন অজিত আগারকারের অধীনে থাকা নির্বাচক প্যানেল।

ঘরের মাঠে বাংলাদেশ এবং নিউজ়িল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ়ে ব্যাট হাতে রানে ছিলেন না রোহিত। এরপর বোর্ডার-গাভাস্কার ট্রফিতে চূড়ান্তভাবে ব্যর্থ হন তিনি। সেই সিরিজে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার সুযোগ থেকেও বঞ্চিত হয় ভারত।
ভারতে পিএসএল সম্প্রচার বন্ধ, ফেরত পাঠানো হচ্ছে ভারতীয় ক্রুদের
২৫ এপ্রিল ২৫
যদিও এখনই রোহিতের শেষ দেখতে চায় না বিসিসিআই। প্রতিষ্ঠানটির একটি সূত্র জানিয়েছে, ‘বোর্ড মনে করছে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ়ে এক জন অভিজ্ঞ অধিনায়ক প্রয়োজন। তাই রোহিতকে টেস্ট দল থেকে বাদ দেওয়ার কথা ভাবা হচ্ছে না। অস্ট্রেলিয়ার মতো এটাও একটা কঠিন সফর।’
এদিকে বিসিসিআই সূত্রের খবর টেস্ট দলের ব্যাটিং অর্ডারের পাঁচ এবং ছয় নম্বর জায়গা উদ্বেগে রেখেছে জাতীয় নির্বাচকদের। ইংল্যান্ডের মাটিতে সরফরাজ় খানের উপর খুব একটা ভরসা রাখতে পারছেন না নির্বাচকরা। তাদের পছন্দে আছেন করুণ নায়ার এবং রজত পাতিদার।
বিসিসিআইয়ের সেই সূত্র আরো বলেন, ‘মিডল অর্ডার নিয়ে খানিকটা উদ্বেগ রয়েছে। সরফরাজ়ের ব্যাটিং দক্ষতা ইংল্যান্ডে কতটা কার্যকর হবে সেটা নিয়ে সংশয় রয়েছে। করুন এবং পাতিদার লাল বলের ক্রিকেটে দক্ষ। দু’জনেই দারুণ ফর্মে রয়েছে। দু’জনের মধ্যে অন্তত এক জনের ‘এ’ দলে থাকা নিশ্চিত।’