ইংরেজি বলতে না পারায় এক শতাংশও লজ্জিত নই: রিজওয়ান

ছবি: পিএসএলের মাইক হাতে মোহাম্মদ রিজওয়ান, পিসিবি

তিনি সমালোচকদের এবার কড়া জবাব দিয়েছেন। জানিয়েছেন সম্পূর্ণ পড়া-শোনা শেষ করতে না পারার কারণে তাঁর ইংরেজিতে দুর্বলতা রয়েছে, তবে তিনি এ নিয়ে লজ্জিত নন। পিএসএলের চলতি আসরে প্রথম ম্যাচের আগে সাংবাদিকদের সঙ্গে উর্দুতে কথা বলেছেন রিজওয়ান।
৫ ম্যাচে চারবার স্লো ওভার রেটের শাস্তি পেল পাকিস্তান
৭ এপ্রিল ২৫
সেই সময় রিজওয়ান বলেন, ‘(ট্রল) আমি কিছু মনে করি না। বরং আমি গর্বিত, যা বলি সেটা মন থেকে বলি (উর্দুতে)। আমি দুঃখিত, আমার পড়াশোনা শেষ করতে পারিনি, এ জন্যই ইংরেজি জানি না। কিন্তু আমি এক শতাংশও লজ্জিত নই—পাকিস্তানের অধিনায়ক হয়েও ইংরেজিতে কথা বলতে পারি না।’

রিজওয়ান জানিয়েছেন তার কাছে ইংরেজি ভাষা খুব বেশি অগ্রাধিকার পায় না বরং মাঠে ভালো খেলাই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ কথা জানিয়ে রিজওয়ান বলেন, ‘পাকিস্তান আমার কাছ থেকে ক্রিকেট চায়, ইংরেজি ভাষা নয়। যদি তারা ইংরেজি চাইত, তাহলে আমি ফিরে গিয়ে প্রফেসর হতাম। কিন্তু পাকিস্তানের চাহিদা ক্রিকেট, ইংরেজি নয়।’
রিশাদকে ছাড়াই ব্যাটিংয়ে লাহোর
১১ এপ্রিল ২৫
মাঠের ক্রিকেটেও পাকিস্তানের সময়টা ভালো যাচ্ছে না। চ্যাম্পিয়ন্স ট্রফিতে হতাশার পারফরম্যান্সের পর নিউজিল্যান্ড সফরেও ভরাডুবি হয়েছে দলটির। অহেতুক দলের সমালোচনা না করে উন্নতির পথ বাতলে দিতে পরামর্শ দিয়েছেন পাকিস্তানের এই ওয়ানডে অধিনায়ক।
তিনি বলেন, ‘সমালোচনা করাই যায়, তবে আমাদের গাইডও করুন, কীভাবে ভালো করতে পারি। সম্প্রতি চ্যাম্পিয়নস ট্রফিতে ওয়াসিম আকরাম কিছু উপদেশ দিয়েছিলেন। আমি আরও কথা বলতে চেয়েছিলাম, কিন্তু সময় পাইনি।’