promotional_ad

পাকিস্তানকে গুঁড়িয়ে বাছাইপর্বের প্রস্তুতি সারলেন জ্যোতিরা

বাছাইপর্বের প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ নারী দল
২০২৫ নারী ক্রিকেট বিশ্বকাপ বাছাইপর্বের মূল আসরের দারুণ টানা দুই জয়ে প্রস্তুতি সারল বাংলাদেশ নারী দল। প্রথম ম্যাচে তারা স্কটল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে দিয়েছিল। এবার দ্বিতীয় ম্যাচে পাকিস্তান 'এ' দলকে ১৬৭ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে। টাইগ্রেসদের পারফরম্যান্স দেখেই বোঝা যাচ্ছে প্রস্তুতিটা কেমন হয়েছে।

promotional_ad

সোমবার পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশ ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। ফারজানা হক পিংকির (৫০) ও অধিনায়ক জ্যোতির (৭০) হাফ সেঞ্চুরিতে ভর করে বাংলাদেশ ৪৯.৪ ওভারে ২৭৬ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায়। এর মধ্যে ফারজানার ৮৫ বলে ৫ চারে ৫০, জ্যোতি ৯ চার ও ১ ছক্কায় ৭২ বলে ৭০ রান করেন।


আরো পড়ুন

রিতুর ব্যাটে বাংলাদেশের রেকর্ড গড়া জয়

১৩ এপ্রিল ২৫
আইসিসি

এ ছাড়া দিলারা আক্তারের ব্যাট থেকে আসে ১৭ বলে ২৯ রান। এক সময় বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৯ উইকেটে ২১০। বাংলাদেশ আড়াইশ পার করতে পারবে সে সময় হয়তো কেউই ভাবেনি। শেষ উইকেট জুটিতে নাহিদা আক্তার ও জান্নাতুল ফেরদৌস ৬৬ রান যোগ করেই মূলত বাংলাদেশের সংগ্রহ নিয়ে গেছেন পৌনে তিনশতে।


promotional_ad

পাকিস্তানের ওয়াহিদা আখতার ও উম্মে হানি ৩টি করে উইকেট নিয়েছেন। জবাবে খেলতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে পাকিস্তান। তারা আর এই বিপর্যয় থেকে ঘুরে দাঁড়াতে পারেনি। ৩৯.১ ওভারে স্বাগতিক দলটি ১০৭ রানে অল আউট হয়। পাকিস্তানের 'এ' দলের ৮ জন ব্যাটারই দুই অঙ্কে যেতে ব্যর্থ হয়েছেন।


তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে দুয়া মজিদ ৫৮ বলে ৩২ রান করেছেন। এটাই পাকিস্তানের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ সংগ্রহ। বাংলাদেশের হয়ে মারুফা আক্তার, রাবেয়া খান ও ফাহিমা খাতুন দুটি করে উইকেট শিকার করেন। বুধবার থেকে লাহোরে শুরু হচ্ছে বিশ্বকাপ বাছাইপর্বের মূল আসর। বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে থাইল্যান্ডের মুখোমুখি হবে।


ছয় দলের এই বাছাইপর্বে শীর্ষ দুই দল ২০২৫ সালের নারী ওডিআই বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। ইতোমধ্যেই ৮ দলের আসরের জন্য ৬টি দল সরাসরি বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। বাংলাদেশসহ অংশগ্রহণকারী দলগুলো বাকি দুটি স্থানের জন্য লড়াই করবে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball