promotional_ad

পাকিস্তানের তিক্ত অভিজ্ঞতায় অস্ট্রেলিয়ার কোচ হতেও নারাজ গিলেস্পি

ফাইল ছবি
দুই বছরের চুক্তিতে পাকিস্তানের টেস্ট দলের প্রধান কোচের দায়িত্ব নিলেও ৬ মাসের মধ্যেই চাকরি ছাড়েন জেসন গিলেস্পি। অস্ট্রেলিয়ার সাবেক পেসারকে দায়িত্ব দেয়ার পর তার সহকারী হিসেবে টিম নিয়েলসেনকে এনেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। গিলেস্পির সহকারী হলেও নিয়েলসেনের পদের নাম ছিল হাই পারফরম্যান্সে লাল বলের কোচ। চুক্তির মেয়াদ শেষ হওয়ায় অস্ট্রেলিয়া সফরের পর তা নবায়নের কথা ছিল।

promotional_ad

সেই সিদ্ধান্ত থেকে সরে এসে পিসিবির পক্ষ থেকে নিয়েলসেনকে জানানো হয় তাকে আর তাদের প্রয়োজন নেই। দেশটির ক্রিকেট বোর্ডের এমন সিদ্ধান্তের কথা জানতেন না গিলেস্পি। পিসিবির এমন আচমকা সিদ্ধান্ত পছন্দ হয়নি অস্ট্রেলিয়ার সাবেক এই পেসারের। তখন থেকেই গুঞ্জন ছিল সহকারীর চাকরি না থাকায় পাকিস্তানের টেস্ট দলের প্রধান কোচের দায়িত্ব ছাড়তে পারেন তিনি। শেষ পর্যন্ত সাউথ আফ্রিকা সফরের আগে দায়িত্ব ছাড়েন গিলেস্পি। 


আরো পড়ুন

পাকিস্তান নিয়ে গাভাস্কারের মন্তব্যকে ‘ফালতু কথা’ বলছেন গিলেস্পি

৮ মার্চ ২৫
জেসন গিলেস্পি (বামে) ও সুনীল গাভাস্কার (ডানে), ফাইল ফটো

দেশে ফেরার কয়েক মাস পর পাকিস্তানে কোচিং করানোর তিক্ত অভিজ্ঞতা তুলে ধরলেন তিনি। উইজডেন ক্রিকেট উইকলি পডকাস্টে গিলেস্পি বলেন, ‘পাকিস্তানে কাজ করার অভিজ্ঞতা আমার কোচিংয়ের প্রতি ভালোবাসাকে তেতো করে তুলেছে। আমি এ কথা অকপটেই বলি। যেভাবে সবকিছু শেষ হলো, সেটা আমাকে খুবই হতাশ করেছে। আমাকে ভাবতে বাধ্য করেছে, আমি আদৌ পূর্ণকালীন কোচ হতে চাই কি না।’



promotional_ad

এমন ঘটনার পেছনে পাকিস্তানের ভারপ্রাপ্ত প্রধান কোচ আকিব জাভেদকে দায়ী করেছেন গিলেস্পি। অস্ট্রেলিয়ার সাবেক এই পেসার বলেন, ‘সে একটা ভাঁড় ছিল। অভ্যন্তরীণ রাজনীতি আর দলগত ঐক্যের অভাব কোচিং করানোটাকে অসহনীয় করে তুলেছিল।’


আরো পড়ুন

৫ ম্যাচে চারবার স্লো ওভার রেটের শাস্তি পেল পাকিস্তান

৯ মিনিট আগে
পাকিস্তান দলের একাংশ

পাকিস্তানে কোচিংয়ের তিক্ত অভিজ্ঞতার কারণে পূর্ণকালীন কোচিংয়ে আগ্রহ হারিয়ে ফেলেছেন গিলেস্পি। এমনকি অস্ট্রেলিয়া থেকে কোচ হওয়ার প্রস্তাব পেলেও সেটা লুফে নেবেন না বলে জানিয়েছেন তিনি। যদিও বর্তমানে জনপ্রিয় হয়ে ওঠা ফ্র্যাঞ্চাইজি লিগে স্বল্পমেয়াদী কাজ কিংবা পরামর্শক হিসেবে সুযোগ পেলে সেটা করবেন বলে জানান অস্ট্রেলিয়ার সাবেক পেসার।



গিলেস্পি বলেন, ‘এ মুহূর্তে নিশ্চিত নই আমি পূর্ণকালীন কোচিংয়ে আগ্রহী কি না। অস্ট্রেলিয়া ডাকলেও ‘না’। আমি আগ্রহী নই। লিগগুলোতে কোচিং বা স্বল্পমেয়াদী কাজ কিংবা পরামর্শক হিসেবে কাজ করার আগ্রহ আছে। তবে পূর্ণকালীন কোচ; এটা এ মুহূর্তে আমার ভাবনায় নেই।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball