দ্বিতীয় ওয়ানডে থেকে ছিটকে গেলেন চ্যাপম্যান

ছবি: সেঞ্চুরির পর মার্ক চ্যাপম্যান, এনজেডসি

নেপিয়ারে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে দারুণ এক সেঞ্চুরি হাঁকান চ্যাপম্যান। এরপর ফিল্ডিংয়ের সময় হ্যামস্ট্রিংয়ের চোট পান তিনি। এরপর দ্রুতই তার স্ক্যান করানো হয়েছে।
শেষের ৬ ব্যাটারের ৩ রান, জেতা ম্যাচ হারল পাকিস্তান
২৯ মার্চ ২৫
রিপোর্ট হাতে পাওয়ার পর নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) পক্ষ থেকে জানানো হয়েছে তার হ্যামস্ট্রিংয়ে গ্রেড-১ টিয়ার হয়েছে। এর ফলে দ্বিতীয় ম্যাচে চাপম্যানকে পাচ্ছে না কিউইরা।

শনিবার মাউন্ট মঙ্গানুইতে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে খেলবে পাকিস্তান ও নিউজিল্যান্ড। এর আগেই তিনি আগে সুস্থ হয়ে ফিরতে পারবেন বলে আশা করছেন নিউজিল্যান্ডের প্রধান কোচ কোচ গ্যারি স্টেড।
টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো শীর্ষে ডাফি
৩ ঘন্টা আগে
তিনি বলেছেন,, ‘প্রথম ওয়ানডেতে বিশেষ এক ইনিংস খেলার পর চ্যাপম্যানের ইনজুরির খবর হতাশাজনক। তবে ভালো দিক হলো, তার চোট গুরুতর নয়। তাই আমরা আশাবাদী, তিনি দ্রুত রিহ্যাব সম্পন্ন করে সিরিজের শেষ ম্যাচে খেলতে পারবেন।'
সেইফার্ট পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দারুণ পারফরম্যান্স করেছে। পাঁচ ম্যাচের সিরিজে ২৪৯ রান করে হয়েছেন সিরিজের সেরা ব্যাটার। ওয়ানডেতেও তার এই ফর্ম দেখতে চাইবে এবার কিউইরা।