২ বছরের জন্য নেপালের প্রধান কোচ স্টুয়ার্ট ল

ছবি: নেপালের নতুন প্রধান কোচ স্টুয়ার্ট ল

বিশ্বকাপের আগে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষেও টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল তারা। এমন পারফরম্যান্সের সময় যুক্তরাষ্ট্রের প্রধান কোচের দায়িত্বে ছিলেন স্টুয়ার্ট ল। যদিও টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার কয়েক মাস বাদেই চাকরি হারান অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটার।
এক বছর এগিয়ে এলো বাংলাদেশের অস্ট্রেলিয়া সফর
১৩ ঘন্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে স্কটল্যান্ডের কাছে ১০ উইকেটে হারের পরই যুক্তরাষ্ট্রের চাকরি হারান তিনি। তার বিরুদ্ধে অবশ্য খেলোয়াড়দের প্রতি বৈষম্য, অবিশ্বাস ও পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ ছিল। সাত মাসেই চাকরি হারিয়ে বেকার বসেছিলেন স্টুয়ার্ট ল। কয়েক মাসের বিরতি দিয়ে অবশ্য আবারও কোচিংয়ে ফিরছেন তিনি।

মন্টি দেশাইয়ের বদলি হিসেবে দুই বছরের জন্য নেপালের প্রধান কোচের দায়িত্ব নিচ্ছেন অস্ট্রেলিয়ান এই কোচ। সম্প্রতি দেশাইয়ের অধীনে যুক্তরাষ্ট্রের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে নেপাল। আগামী জুনে বিশ্বকাপ লিগ ২ সূচিতে স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে তারা। বিশ্বকাপ লিগ ২-এর পয়েন্ট টেবিলে শেষ থেকে দুইয়ে আছে নেপাল।
এমন অবস্থায় দেশাইকে সরিয়ে স্টুয়ার্ট লকে নিয়োগ দিলো দেশটির ক্রিকেট বোর্ড। অস্ট্রেলিয়ার হয়ে ৫৪ ওয়ানডে এবং একটি টেস্ট খেলা স্টুয়ার্ট ল কোচিং ক্যারিয়ারের ভালো অভিজ্ঞতা নিয়েই নেপালে যাচ্ছেন। যুক্তরাষ্ট্রের আগে বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ ছিলেন তিনি।
এ ছাড়া শ্রীলঙ্কা ও আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন দায়িত্বেও ছিলেন। তার অধীনে ২০১২ সালে এশিয়া কাপের ফাইনাল খেলেছিল বাংলাদেশ। এদিকে জাতীয় দলের পাশাপাশি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের কোচ হিসেবেও কাজ করেছেন। অস্ট্রেলিয়ার জাতীয় দলের ব্যাটিং কোচের পাশাপাশি ক্রিকেট অস্ট্রেলিয়ার সেন্টার অব এক্সেলেন্সের দায়িত্বেও ছিলেন স্টুয়ার্ট ল।