এখনই সিদ্ধান্ত না নিলে পাকিস্তানের পতন অনিবার্য: ইনজামাম

ছবি: পাকিস্তান দল ও ইনজামাম উল হক

আবার অনেকে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) দায়ী করছেন দলটির পড়তি ফর্মের কারণে। এবার পাকিস্তানের সমালোচনা করেছেন দেশটির সাবেক অধিনায়ক ও কিংবদন্তি ব্যাটার ইনজামাম উল হক। তিনি মনে করেন পিসিবি এখনই কঠোর সিদ্ধান্ত না নিলে পাকিস্তানের পতন ঠেকানো যাবে না।
বোলারকে ধাক্কা দিয়ে খুশদিলের জরিমানা
৩ ঘন্টা আগে
সম্প্রতি এক সাক্ষাৎকারে দেশটির ইতিহাসের অন্যতম সেরা এই ব্যাটার বলেছেন, ‘গত দুই বছর ধরে পাকিস্তানের পারফরম্যান্স নিম্নমুখী। যদি সঠিক সিদ্ধান্ত না নিই তাহলে ধারাবাহিকভাবে পতন হতেই থাকবে।’

গত কয়েক বছর ধরেই ঘন ঘন কোচ ও নির্বাচক পরিবর্তন করেছে পাকিস্তান। তবে ক্রিকেটারদের পারফরম্যান্সে তেমন কোনো পরিবর্তন আসেনি। ইনজামাম নিজেও মনে করেন এসব পরিবর্তন করে লাভ হবে না। বরং ভুলগুলো খুঁজে বের করে সেসব নিয়ে কাজ করতে হবে।
‘পাকিস্তানের ভয়ে শারজাহ থেকে পালিয়েছিলেন গাভাস্কার’
১০ মার্চ ২৫
তিনি বলেন, ‘ধারাবাহিকভাবে কোচ, ম্যানেজমেন্ট এবং খেলোয়াড় পরিবর্তন করলেই সমস্যার সমাধান হবে না। আমাদের আলোচনা করতে হবে এবং ভাবতে হবে কোথায় ভুলগুলো হচ্ছে। এভাবে পরিবর্তন করতে থাকলে খেলোয়াড়রা আত্মবিশ্বাস অর্জন করতে পারবে না। পরিস্থিতির কোনো পরিবর্তন আসবে না।’
অধারাবাহিক পারফরম্যান্সের কারণে সমালোচনা হচ্ছে বাবরকে নিয়ে। ইনজামাম তার ওপর ভরসা রাখার পরামর্শ দিয়ে বলেছেন, ‘বাবর আজম সেরা খেলোয়াড়। প্রত্যেকেই বাজে সময়ের মধ্যে দিয়ে যায়। গত কয়েক মাস ধরে সেও পাকিস্তানের হয়ে খুব একটা ছন্দে নেই। খেলোয়াড় এবং ম্যানেজমেন্টের ওপর বিশ্বাস রাখতে হবে। একসঙ্গে কাজ করে ভুলগুলো খুঁজতে হবে।’