promotional_ad

এখনই সিদ্ধান্ত না নিলে পাকিস্তানের পতন অনিবার্য: ইনজামাম

পাকিস্তান দল ও ইনজামাম উল হক
সাম্প্রতিক ফর্মটা একেবারেই ভালো যাচ্ছে না পাকিস্তান দলের। ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ভরাডুবি হয়েছে দলটির। বাদ পড়তে হয়েছে গ্রুপ পর্ব থেকে। বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানদের মতো তারকাদের কড়া সমালোচনা করছেন পাকিস্তানের সাবেকরা।

promotional_ad

আবার অনেকে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) দায়ী করছেন দলটির পড়তি ফর্মের কারণে। এবার পাকিস্তানের সমালোচনা করেছেন দেশটির সাবেক অধিনায়ক ও কিংবদন্তি ব্যাটার ইনজামাম উল হক। তিনি মনে করেন পিসিবি এখনই কঠোর সিদ্ধান্ত না নিলে পাকিস্তানের পতন ঠেকানো যাবে না।


আরো পড়ুন

বোলারকে ধাক্কা দিয়ে খুশদিলের জরিমানা

৩ ঘন্টা আগে
নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ের সময় খুশদিল শাহ

সম্প্রতি এক সাক্ষাৎকারে দেশটির ইতিহাসের অন্যতম সেরা এই ব্যাটার বলেছেন, ‘গত দুই বছর ধরে পাকিস্তানের পারফরম্যান্স নিম্নমুখী। যদি সঠিক সিদ্ধান্ত না নিই তাহলে ধারাবাহিকভাবে পতন হতেই থাকবে।’



promotional_ad

গত কয়েক বছর ধরেই ঘন ঘন কোচ ও নির্বাচক পরিবর্তন করেছে পাকিস্তান। তবে ক্রিকেটারদের পারফরম্যান্সে তেমন কোনো পরিবর্তন আসেনি। ইনজামাম নিজেও মনে করেন এসব পরিবর্তন করে লাভ হবে না। বরং ভুলগুলো খুঁজে বের করে সেসব নিয়ে কাজ করতে হবে।


আরো পড়ুন

‘পাকিস্তানের ভয়ে শারজাহ থেকে পালিয়েছিলেন গাভাস্কার’

১০ মার্চ ২৫
সুনীল গাভাস্কার (বামে), ইনজামাম উল হক (ডানে)

তিনি বলেন, ‘ধারাবাহিকভাবে কোচ, ম্যানেজমেন্ট এবং খেলোয়াড় পরিবর্তন করলেই সমস্যার সমাধান হবে না। আমাদের আলোচনা করতে হবে এবং ভাবতে হবে কোথায় ভুলগুলো হচ্ছে। এভাবে পরিবর্তন করতে থাকলে খেলোয়াড়রা আত্মবিশ্বাস অর্জন করতে পারবে না। পরিস্থিতির কোনো পরিবর্তন আসবে না।’



অধারাবাহিক পারফরম্যান্সের কারণে সমালোচনা হচ্ছে বাবরকে নিয়ে। ইনজামাম তার ওপর ভরসা রাখার পরামর্শ দিয়ে বলেছেন, ‘বাবর আজম সেরা খেলোয়াড়। প্রত্যেকেই বাজে সময়ের মধ্যে দিয়ে যায়। গত কয়েক মাস ধরে সেও পাকিস্তানের হয়ে খুব একটা ছন্দে নেই। খেলোয়াড় এবং ম্যানেজমেন্টের ওপর বিশ্বাস রাখতে হবে। একসঙ্গে কাজ করে ভুলগুলো খুঁজতে হবে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball