সুপার ওভারে শূন্য, টি–টোয়েন্টির নতুন বিশ্বরেকর্ড

আন্তর্জাতিক
সুপার ওভারে শূন্য, টি–টোয়েন্টির নতুন বিশ্বরেকর্ড
সুপার ওভারে শূন্য, টি–টোয়েন্টির নতুন বিশ্বরেকর্ড, ফাইল ফটো
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
হংকংয়ের বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচটিতে সুপার ওভারে কোনো রানই করতে পারেনি বাহরাইন। জবাবে তিন বলেই ম্যাচটি জিতেছে হংকং। বিরল এই ঘটনা ঘটেছে মালয়েশিয়ায় ত্রিদেশীয় সিরিজে। আন্তর্জাতিক টি-টোয়েন্টির সুপার ওভারে এবারই প্রথম কোনো দল থামল শূন্য রানে।

বাহরাইন সুপার ওভারে আগে ব্যাটিং করে প্রথম বল ডট হওয়ার পর টানা দুই বলে দুই উইকেট হারায়। ফলে সুপার ওভারে মেডেন দেওয়ার বিরল কীর্তি গড়েন হংকং পেসার ইহসান খান। হংকংয়ের ব্যাটার বাবর হায়াত সেই এক রান স্পর্শ করেন খানিকটা রয়েসয়ে!

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সুপার ওভারে এর আগে সর্বনিম্ন ছিল গত বছরের জানুয়ারিতে আফগানিস্তানের করা এক রান। বেঙ্গালুরুতে ভারতের বিপক্ষে সেটি ছিল সেই ম্যাচের দ্বিতীয় সুপার ওভার। প্রথম সুপার ওভারে দুই দলই ১৬ রান করে তোলে।

ফলাফল না আসার কারণে মীমাংসার জন্য দ্বিতীয় সুপার খেলতে হয় আফগানিস্তান ও স্বাগতিক ভারতকে। সেখানে ভারতের ১১ রান তোলে, জবাব দিতে নেমে এক রান তুলতেই দুই উইকেট হারায় আফগানরা, যা সুপার ওভারের নিয়ম অনুযায়ী 'অলআউট'।

আন্তর্জাতিক ক্রিকেটে সুপার ওভারে শূন্য রান প্রথমবার হলেও, এটি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে দেখা গেছে আরও কয়েকবার। ২০০৯ সালের চ্যাম্পিয়ন্স লিগে এমনটা প্রথমবারের মতো ঘটে। দিল্লিতে সাসেক্সের বিপক্ষে সাউথ আফ্রিকার দল ঈগলসের হয়ে সিজে ডি ভিলিয়ার্স সুপার ওভার মেডেন দিয়েছিলেন।

এছাড়া ক্যরিবিয়ান প্রিমিয়ার লিগে বিরল এই রেকর্ড গড়েন সুনীল নারিন। ২০১৪ সালের সিপিএলে ত্রিনিদাদ ও টোবাগো রেড স্টিলের ম্যাচে গায়ানার হয়ে সুপার ওভারে মেইডেন আদায় করেছিলেন নারিন। সেদিন অবশ্য ছয় বলই করেছিলেন তিনি।

আরো পড়ুন: হংকং