সোহানের সেঞ্চুরির পর আকবরের ৫ বলে ৫ ছক্কা, জিতল বাংলাদেশ
২৪ বলে ৮৮ রান—স্বীকৃত টি-টোয়েন্টিতে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরির বিশ্ব রেকর্ড গড়তে হাবিবুর রহমান সোহানের প্রয়োজন ছিল ২ বলে ১২ রান। তিন বলেও সেই রান করতে পারলে সাহিল চৌহানের সঙ্গে যৌথভাবে সবার উপরে থাকতেন বাংলাদেশের এই ওপেনার। তবে সোহান দুইটার একটাও করতে পারেননি। ৮৮ থেকে ১০০ রানে পৌঁছাতে সোহান খেলেছিলেন আরও ১১ বল।