বলে ‘থুতু’ ব্যবহারের নিয়ম ফিরিয়ে আনার দাবি শামির

ছবি: অনুশীলনে মোহাম্মদ শামি, আইসিসি

যদিও বলে আবারও থুতুর ব্যবহার ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন ভারতের পেসার মোহাম্মদ শামি। থুতু ব্যবহার করতে না পারায় প্রয়োজন অনুযায়ী রিভার্স সুইং করাতে পারছেন না বলেও জানিয়েছেন ভারতের এই পেসার। তাই আইসিসিকে পুরনো নিয়ম আবারও ফিরিয়ে আনার অনুরোধ করেছেন তিনি।
শামির চোখে বাংলাদেশের একজন স্পিনারের কমতি ছিল, শান্তর না
২১ ফেব্রুয়ারি ২৫
ভারতের এই পেসার গণমাধ্যমকে বলেছেন, ‘আমরা (পেসাররা) রিভার্স সুইং করাতে চাই। কিন্তু বলে থুতু ব্যবহারের সুযোগ তো নেই। আমরা প্রতিনিয়ত থুতু ব্যবহারের সুযোগের আবেদন করে আসছি। সেটা পাওয়া গেলে রিভার্স সুইং চমৎকার হয়ে উঠবে।’

ক্রিকেটাররা এখনও থুতুর পরিবর্তে শরীরের ঘাম ব্যবহার করতে পারেন। সাধারণত বল পুরনো হয়ে গেলে বলের একপাশ উজ্জ্বল রাখতে সাধারণত থুতু ব্যবহার করতেন পেসাররা। এ ছাড়া জার্সি বা ট্রাউজারে বল ঘষেও একপাশ উজ্জ্বল করতে দেখতে দেখা যায় ক্রিকেটারদের।
পরিসংখ্যান গুরুত্বপূর্ণ নয়, এগুলো বিশ্লেষণ করা আপনাদের কাজ: কোহলি
১৯ ঘন্টা আগে
সেই নিয়ম এখনও কার্যকর আছে ক্রিকেটে। তবে চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেই পুরনো নিয়মের অভাব বোধ করছেন শামি। অবশ্য থুতু ব্যবহার না করেই ভারতের এই পেসার ৪ ম্যাচে ৮ উইকেট শিকার করেছেন। ভারতের হয়ে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বোচ্চ উইকেট নেয়া এই পেসার এক বছর মাঠের বাইরে ছিলেন।
চোট থেকে ফিরেই ভারতকে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে তুলেছেন শামি। অভিজ্ঞ পেসার জসপ্রিত বুমরাহর অনুপস্থিতি ভারতকে বুঝতেই দিচ্ছেন না তিনি। নিজের বোলিং নিয়ে শামি বলেন, ‘আমি ছন্দ খুঁজে পাওয়ার চেষ্টা করছি। দলে যখন দুজন পরিপূর্ণ পেসার না থাকে, তখন তো বাড়তি দায়িত্ব কাঁধে নিতেই হবে।’