promotional_ad

বাটলারকে অধিনায়কত্ব থেকে সরিয়ে সমস্যার সমাধান হবে না: ভন

আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ হারের পর জস বাটলার, ফাইল ফটো
আফগানিস্তানের কাছে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পড়ে গেল ইংল্যান্ড। থ্রি লায়ন্স'রা বাদ পড়ায় জস বাটলারের নেতৃত্বের দায়িত্ব থাকবে কিনা তা নিয়ে শঙ্কা সৃষ্টি হয়েছে। অধিনায়কত্ব ছাড়তে প্রস্তুত আছেন বাটলারও। শুধুমাত্র উইকেটরক্ষক হিসেবে খেলতে আপত্তি নেই তার। তবে সিদ্ধান্ত নিতে তাড়াহুড়ো করতে চান না তিনি। যদিও বাটলারকে নেতৃত্ব থেকে সরিয়ে ইংল্যান্ডের কোনো লাভ হবে না বলে মনে করেন দেশটির সাবেক অধিনায়ক মাইকেল ভন।

promotional_ad

সীমিত ওভারের ক্রিকেটে বর্তমানে বাজে সময় কাটছে ইংল্যান্ডের। এই বছরে সাদা বলে ১০ ম্যাচের ৯টিই হেরেছে তারা। সবশেষ ১৬টি ওয়ানডে খেলে তার মধ্যে ১২টিতে হেরেছে তারা। এর মধ্যে সবশেষ ছয়টিতেই হেরেছে তারা। ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যায় ইংল্যান্ড। টুর্নামেন্টের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে হারে তারা। এরপর আফগানিস্তানের বিপক্ষে আট রানে হারে তারা।


আরো পড়ুন

ইংল্যান্ডের অধিনায়কত্ব চালিয়ে যাওয়া নিয়ে দ্বিধাদ্বন্দ্বে বাটলার

২৭ ফেব্রুয়ারি ২৫
আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে জস বাটলার, ফাইল ফটো

বাটলার অবশ্য ইংল্যান্ডের হয়ে নেতৃত্বের শুরুটা দারুণ করেছিলেন। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে দায়িত্ব নিয়েই ইংল্যান্ডকে শিরোপা জেতান তিনি। এরপর ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বাদ পড়ে ইংল্যান্ড। তারপর ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমি-ফাইনালেও হারে তারা। পাশাপাশি ব্যাট হাতেও সময়টা খারাপ যাচ্ছে বাটলারের। ওয়ানডেতে সবশেষ ২০ ইনিংসে কেবল দুটি হাফ সেঞ্চুরি করেন তিনি। ২০২৩ সালের শুরুর দিকে শেষবার সেঞ্চুরি পেয়েছিলেন তিনি। এরপর আইপিএলে সেঞ্চুরি পেলেও জাতীয় দলে ব্যর্থ তিনি।


বাটলারকে বাদ দিয়ে সমস্যার সমাধান হবে না উল্লেখ করে ‘দা টেলিগ্রাফ’-এ নিজের কলামে ভন লিখেন, 'যেহেতু সে টানা তিনটি আইসিসি টুর্নামেন্টে ব্যর্থতার অংশ, জস বাটলার অধিনায়ক হিসেবে টিকে থাকতে পারবে না। ৫০ ওভারের বিশ্বকাপটি (ইংল্যান্ডের জন্য) অনেক কারণেই পুরোপুরি ব্যর্থ ছিল, তারপর ক্যারিবিয়ানে টি-টোয়েন্টি (বিশ্বকাপও) ছিল কঠিন, ম্যাথু মটকে তার চাকরি হারাতে হয়েছিল।'



promotional_ad

'এবার আফগানিস্তানের কাছে আরেকটি পরাজয়ের পর বাটলারকে বলির পাঁঠা হতে হবে। কিন্তু আমরা নিজেদেরকে বিভ্রান্ত না করি যে, এটা (নেতৃত্বের পরিবর্তন) হঠাৎ করে সবকিছু বদলে দেবে, কারণ ইংল্যান্ডের সমস্যাগুলো আরও গভীরে।'


ভনের মতে, ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ এবং ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর থেকে সাদা বলের ক্রিকেট নিয়ে পরিকল্পনায় কিছুটা উদাসীন ছিল ইংল্যান্ডের ম্যানেজমেন্ট। নাম উল্লেখ না করলেও ইংল্যান্ডের ক্রিকেট পরিচালক রব কি ও নির্বাচকদের সমালোচনা করেন ভন।


তিনি বলেন, 'ইংলিশ ক্রিকেটে, আমরা টেস্ট ও সাদা বলের ক্রিকেট, উভয় দিকেই একসঙ্গে পূর্ণ মনোযোগ দিতে পারছি না। আমাদের ইতিহাসের কোনো পর্যায়েই একটা উল্লেখযোগ্য সময়ের জন্য উভয় ক্ষেত্রে ভালো ছিলাম না আমরা। বিষয়টা মোটেও ভালো কিছু নয়, আর এটা ম্যানেজমেন্টের ওপর নির্ভর করে।'



'এখন মেনে নেওয়ার সময় এসেছে যে, পদ্ধতিটিই আসলে কাজ করছে না। সেরাটা ফিরে পেতে স্রেফ খেলার চেয়ে তাদেরকে আরও গভীরভাবে ভাবতে হবে। এত গভীর সমস্যার জন্য, তাৎক্ষণিক কোনো সমাধান নেই।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball