promotional_ad

পাকিস্তান ছিটকে পড়ায় ক্ষুব্ধ জেলবন্দী ইমরান

পাকিস্তান ছিটকে পড়ায় ক্ষুব্ধ জেলবন্দী ইমরান খান, ফাইল ফটো
চ্যাম্পিয়ন্স ট্রফি যেন শুরুর আগেই শেষ পাকিস্তানের। ২৯ বছর পর কোনো বৈশ্বিক ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করতে গিয়ে ছয় দিনেই বিদায় নিয়েছে পাকিস্তান। এমন হারে হতাশ দেশটির বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানও।

promotional_ad

করাচিতে গত চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৬০ রানে হেরেছে পাকিস্তান। দুবাইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে দলটি হেরেছে ছয় উইকেটে। এই দুই হারেই বিদায়ঘণ্টা বেজে গেছে মোহাম্মদ রিজওয়ানের দলের।


আরো পড়ুন

নিরাপত্তায় অস্বীকৃতি জানানো ১০০ পুলিশ সদস্যকে বরখাস্ত করল পাকিস্তান

৩ ঘন্টা আগে
নিরাপত্তায় থাকা ১০০ পুলিশ সদস্যকে বরখাস্ত করল পাকিস্তান, ফাইল ফটো

কেননা দুটি করে ম্যাচ জিতে ইতোমধ্যেই এই গ্রুপ থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত ও নিউজিল্যান্ড। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী। দুর্নীতির মামলায় সম্প্রতি ১৪ বছরের কারাদণ্ড হয়েছে তার।


রাজনৈতিক দল তেহরিক–ই–ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান জেলে বসেই পাকিস্তানের দুটি ম্যাচ দেখেছেন। সেখান থেকেই ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক এই অলরাউন্ডার। ক্রিকেটারদের পারফরম্যান্সে হতাশ হয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডেরও (পিসিবি) সমালোচনা করেন তিনি।



promotional_ad

জেল গেটের বাইরে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন তার বোন আলিমা খান। আলিমার ভাষ্য, ‘ইমরান বলেছেন, ফেবারিটদের (পছন্দের ব্যক্তিদের) সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া হলে শেষ পর্যন্ত ক্রিকেট ধ্বংস হয়ে যাবে।’  


‘ভারতের বিপক্ষে (পাকিস্তানকে) হারতে দেখে পিটিআইয়ের প্রতিষ্ঠাতা দুঃখ পেয়েছেন। তিনি আরও বলেছেন, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভিকে জিজ্ঞেস করা উচিত যে ক্রিকেট সম্পর্কে তিনি কতটা অভিজ্ঞ।’


চ্যাম্পিয়ন্স ট্রফিতে আগামীকাল বৃহস্পতিবার নিজেদের শেষ ম্যাচ খেলবে পাকিস্তান, প্রতিপক্ষ বাংলাদেশ। দুই দলেরই গ্রুপ পর্ব থেকে বাদ পড়া নিশ্চিত হয়ে যাওয়ায় এই ম্যাচটি এখন নিছক আনুষ্ঠানিকতার।
 




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball