promotional_ad

ভারতের বিপক্ষে পেস আক্রমণেই ম্যাচ জিততে চায় পাকিস্তান

ভারতের বিপক্ষে ম্যাচের আগে পাকিস্তান দল, ফাইল ফটো
নিউজিল্যান্ডের কাছে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুটা ভালো হয়নি পাকিস্তানের। ভারতের বিপক্ষে আসন্ন ম্যাচটি হারলে আসর থেকেই ছিটকে যাবে মোহাম্মদ রিজওয়ানের দল। এমন পরিস্থিতিতে ভারতের বিপক্ষে জয়ের বিকল্প নেই পাকিস্তানের। ম্যাচ জিততে নিজেদের পেস আক্রমণের ওপরই ভরসা করছে পাকিস্তান।

promotional_ad

বাংলাদেশকে হারিয়ে টুর্নামেন্টটি বেশ ভালোভাবে শুরু করেছে ভারত। দুবাইতে নিজেদের স্পিনারদের খুব ভালোভাবে কাজে লাগিয়েছে দলটি। উইকেট পেয়েছেন ভারতের পেসাররাও। স্বাগতিক হলেও দুবাইয়ে এই ম্যাচ খেলতে হচ্ছে পাকিস্তানকে।


আরো পড়ুন

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করবে পাকিস্তান, বিশ্বাস কোচের

১৫ ফেব্রুয়ারি ২৫
উইলিয়ামসনকে আউট করার পর উদযাপন করছেন বাবর, আফ্রিদিরা

দুবাইতে খেলা হলেও স্পিন আক্রমণ নিয়ে বিশেষ ভাবনা নেই পাকিস্তানের। নিজেদের সেরা তিন পেসার শাহীন শাহ আফ্রিদি, নাসিম শাহ এবং হারিস রউফের ওপর ভরসা রাখছেন দলটির প্রধান কোচ আকিব জাভেদ।



promotional_ad

তিনি বলেন, 'আমাদের তিনজন সেরা পেসার আছে। এই মুহূর্তে তারাই আমাদের সবচেয়ে শক্তিশালী অস্ত্র। বোলিং আক্রমণ নিয়ে অনেক কথাই শুনেছি। তবে এই পেস ত্রয়ী আমাকে ৯০ এর দশকের পাকিস্তান দলের কথা মনে করিয়ে দেয়। তারাই আমাদের বোলিং লাইনআপের মূল শক্তি।'


আরো পড়ুন

ভুলে ভারতের জাতীয় সংগীত বাজানোয় আইসিসির কাছে ব্যাখ্যা চায় পাকিস্তান

৭ ঘন্টা আগে
অস্ট্রেলিয়ার জাতীয় সংগীতের সময় ভারতের জাতীয় সংগীত ছাড়ে আইসিসি, ফাইল ফটো

'ভারত হয়তো ৩-৪ জন স্পিনার খেলাবে। এটা তাদের পরিকল্পনা। আমরা আমাদের শক্তি অনুযায়ী একাদশ সাজাবো। দলে বড় পরিবর্তন আসার সম্ভাবনা নেই। প্রতিপক্ষ কিভাবে দল সাজালো সেটা আমাদের ভাবার বিষয় না। আমাদের দলের সবাই ম্যাচ জেতানোর সক্ষমতা রাখে।'



দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠেয় ম্যাচটির আগে অবশ্য অতীত ইতিহাস ভেবে প্রেরণা পাচ্ছে পাকিস্তান। দুবাইয়ের মাটিতে এর আগে দুইবার ভারতকে হারিয়েছে পাকিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও মোট পাঁচবারের দেখায় তিনবার জিতেছে পাকিস্তান।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball