promotional_ad

বাংলাদেশ ম্যাচের আগে ভারতের ক্যাম্প ছেড়ে সাউথ আফ্রিকায় মরকেল

মরনে মরকেল (বামে) ও গৌতম গম্ভীর (ডানে)
বছর কয়েক পর ফেরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে ‘এ’ গ্রুপে রয়েছে ভারত। ২০ ফেব্রুয়ারি দুবাইয়ের ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে বিরাট কোহলি, রোহিত শর্মাদের প্রতিপক্ষ বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিমদের সঙ্গে ম্যাচের আগে দুঃসবাদ পেয়েছে ২০১৩ সালের চ্যাম্পিয়নরা। বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে ভারতের ক্যাম্প ছেড়েছেন মর্নে মরকেল।

promotional_ad

বাবা আলবার্ট মরকেলের মৃত্যুতে দুবাই ছেড়ে সাউথ আফ্রিকায় ফিরে গেছেন ভারতের পেস বোলিং কোচ। গত বছরের সেপ্টেম্বরে প্রধান কোচ গৌতম গম্ভীরের চাওয়ায় মরকেলকে বোলিং কোচের দায়িত্ব দেয় বিসিসিআই। চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে ১৫ ফেব্রুয়ারি ভারত দলেল সঙ্গে দুবাইয়ে যান সাউথ আফ্রিকার সাবেক এই পেসার। 


আরো পড়ুন

কোহলির সেঞ্চুরিতে পাকিস্তানকে হারিয়ে সেমিতে এক পা ভারতের

২ ঘন্টা আগে
আইসিসি

দুবাইয়ে পা রেখেই ১৬ ফেব্রুয়ারি অনুশীলন শুরু করে ভারত। দলের প্রথম অনুশীলনে মোহাম্মদ শামি, আর্শদিপ সিং, হার্শিত রানাদের নিয়ে কাজ করেছেন তিনি। তবে ১৭ ফেব্রুয়ারির অনুশীলনে দলের সঙ্গে দেখা যায়নি মরকেলকে। জানা গেছে, গতকালই দুবাই থেকে সাউথ আফ্রিকার বিমান ধরেছেন তিনি। বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে ফিরবেন কিনা তা এখনও নিশ্চিত নয়।



promotional_ad

বাংলাদেশের বিপক্ষে ম্যাচের পর ২৩ ফেব্রুয়ারি পাকিস্তানের সঙ্গে খেলবে ভারত। দুবাইয়ে হতে যাওয়া ম্যাচের আগে মরকেলকে পাওয়ার সম্ভাবনা আছে। একই ভেন্যুতে ২ মার্চ নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে ভারত। রাজনৈতিক বৈরিতার কারণে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানে খেলতে যাচ্ছে না ভারত। 


ভারতের চাওয়ায় হাইব্রিড মডেলে আয়োজিত হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির ভেন্যু হিসেবে দুবাইয়ের পাশাপাশি লাহোর, করাচি এবং রাওয়ালপিন্ডিকে বেছে নেয়া হয়েছে। ৮ দলের টুর্নামেন্টের পর্দা উঠতে যাচ্ছে ১৯ ফেব্রুয়ারি। উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে স্বাগতিক পাকিস্তান ও নিউজিল্যান্ড।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball