promotional_ad

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ‘পাকিস্তান’ লেখা জার্সি পরেই খেলবে ভারত

রবীন্দ্র জাদেজা (বামে) ও রোহিত শর্মা (ডানে), ফাইল ফটো
ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সিতে স্বাগতিক পাকিস্তানের নাম লিখতে অস্বীকৃতি জানিয়েছিল বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। এবার অবশ্য নিজেদের সেই অবস্থান থেকে সরে দাঁড়িয়েছে বিসিসিআই। ভারতের গণমাধ্যমের নতুন খবর, রোহিত শর্মা-বিরাট কোহলিরা পাকিস্তানের নামসংবলিত জার্সি পরেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবেন।

promotional_ad

চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান হলেও ভারত নিজেদের ম্যাচগুলো খেলবে সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে। নিয়ম অনুযায়ী টুর্নামেন্টের নাম-সাল ও মূল আয়োজক দেশের নাম অংশগ্রহণকারী সব দলের জার্সিতেই থাকতে হবে।


আরো পড়ুন

কোহলির সেঞ্চুরিতে পাকিস্তানকে হারিয়ে সেমিতে এক পা ভারতের

৩ ঘন্টা আগে
আইসিসি

সেক্ষেত্রে জার্সিতে মূল আয়োজক পাকিস্তানের নাম রাখার কথা ভারতেরও। শুরুতে বিষয়টি নিয়ে আপত্তি থাকলেও বর্তমানে আর অভিযোগ নেই ভারতের। নিয়ম মেনেই 'পাকিস্তান' নামটি নিজেদের জার্সিতে লেখাচ্ছে তারা।



promotional_ad

ভারতের চাওয়ার কারণেই এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি হচ্ছে হাইব্রিড মডেলে। ভারত- পাকিস্তানের পরবর্তী অন্তত চারটি টুর্নামেন্ট হবে এই মডেলেই। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে বেশ কয়েকমাস ধরেই এ নিয়ে আলোচনা হয়।


আরো পড়ুন

ভুলে ভারতের জাতীয় সংগীত বাজানোয় আইসিসির কাছে ব্যাখ্যা চায় পাকিস্তান

১১ ঘন্টা আগে
অস্ট্রেলিয়ার জাতীয় সংগীতের সময় ভারতের জাতীয় সংগীত ছাড়ে আইসিসি, ফাইল ফটো

সেই আলোচনায় হাইব্রিড মডেল চূড়ান্ত হলেও ভারতের ওপর কিছুটা চটেছিল পিসিবি। এরপর সেই রাগের কিছুটা বহিঃপ্রকাশও দেখায় তারা। লাহোরের গাদ্দাফিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেয়া ৮ দলের মধ্যে ৭ দলেরই পতাকা লাগানো হয়েছে। যদিও সেখানে ছিল না ভারতের পতাকা! এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্যও দেয়নি পিসিবি।



এবারের আসরে ভারত ও পাকিস্তান খেলবে ‘গ্রুপ-বি’তে। ২০ ফেব্রুয়ারি ভারতের প্রথম প্রতিপক্ষ বাংলাদেশ। এই গ্রুপের আরেকটি দল নিউজিল্যান্ড। আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচের মধ্য দিয়ে পর্দা উঠতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসরের। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball