promotional_ad

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করবে পাকিস্তান, বিশ্বাস কোচের

উইলিয়ামসনকে আউট করার পর উদযাপন করছেন বাবর, আফ্রিদিরা
ত্রিদেশীয় সিরিজের আগে ওয়ানডেতে সময়টা দারুণ কাটিয়েছে পাকিস্তান। ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে জিম্বাবুয়ের বিপক্ষেও। সাউথ আফ্রিকাকে তো তাদের দেশেই হোয়াইটওয়াশ করেছেন বাবর আজম, মোহাম্মদ রিজওয়ানরা। দারুণ ছন্দে থাকায় চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জয়ে অন্যতম ফেবারিট বর্তমান চ্যাম্পিয়নরা।

promotional_ad

কদিন আগে রবি শাস্ত্রী, রিকি পন্টিংয়ের মতো সাবেক ক্রিকেটাররা পাকিস্তানকে নিয়ে বাকি দলগুলোকে সতর্কও করেছেন। অথচ নিজেদের দেশের মাটিতে ত্রিদেশীয় সিরিজের লড়াইয়ে নিউজিল্যান্ডের সঙ্গে পেরে উঠতে পারলেন না তারা। রিজওয়ান ও সালমান আলী আঘার সেঞ্চুরিতে সাউথ আফ্রিকার বিপক্ষে সাড়ে তিনশ রান পেরিয়ে জয় পেলেও কিউইদের বিপক্ষে জয়শূন্য তারা।


আরো পড়ুন

কাল দেশে ফিরছেন রিশাদ-নাহিদ

২ ঘন্টা আগে
বিশেষ বিমানে পাকিস্তান থেকে দুবাই যাচ্ছেন রিশাদ হোসেন ও নাহিদ রানা, ক্রিকফ্রেঞ্জি

টুর্নামেন্টের প্রথম ম্যাচের পর ফাইনালেও নিউজিল্যান্ডের কাছে হেরেছে পাকিস্তান। তবে দলটির অন্তবর্তীকালীন প্রধান কোচ আকিবের বিশ্বাস তবুও চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করবেন তারা। তবে সেটার জন্য আট নম্বর পর্যন্ত বাবরদের স্বাভাবিক খেলা খেলতে হবে এবং নাসিম শাহ ও শাহীন আফ্রিদির সঙ্গে ফিট হয়ে হারিস রউফকেও ফর্মে ফিরতে হবে বলে জানান তিনি।


এ প্রসঙ্গে আকিব বলেন, ‘আমাদের দলটা চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করবে। যদি এই দলের আট নম্বর পর্যন্ত সবাই স্বাভাবিক ব্যাটিং করে তাহলে তারা ৩৫০ রান করতে পারে। যদি হারিস রউফ ফিট হয় এবং নাসিম ও আফ্রিদির পাশাপাশি ফর্মে ফেরে তাহলে সম্ভব। এ ছাড়া আমাদের ভালো স্পিনারও আছে। যেকোন দলকে হারানোর জন্য আমাদের যা প্রয়োজন এই লাইনআপের সবই আছে।’


promotional_ad

দারুণ ছন্দে থাকা সাইম আইয়ুব চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ওপেন করবেন সেটা এক প্রকার নিশ্চিতই ছিল। কিন্তু চোটের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডেই নেই বাঁহাতি এই ওপেনার। ফলশ্রুতিতে ৯ বছর পর ওপেনিংয়ে ফেরানো হয় বাবরকে। সবশেষ ২০১৫ সালে ওয়ানডেতে ওপেনিং করা বাবর ওপেনার হিসেবে খেলেছেন সদ্য সমাপ্ত ত্রিদেশীয় সিরিজে। তবে প্রত্যাশা মেটানোর মতো পারফর্ম করতে পারেননি। 


আরো পড়ুন

‘১২ জন’ ব্যাটিং করেও হোয়াইটওয়াশ এড়াতে পারল না পাকিস্তান

৫ এপ্রিল ২৫
বল হাতে ৫ উইকেট নিয়ে আবারও নিউজিল্যান্ডকে জেতালেন বেন সিয়ার্স

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে ১০ রান করা ডানহাতি ব্যাটার পরের ম্যাচে সাউথ আফ্রিকার সঙ্গে করেছিলেন ২৩ রান। ফাইনালে ভালো শুরু পেলেও কিউইদের বিপক্ষে ২৯ রানের বেশি করতে পারেননি তিনি। এমন পারফরম্যান্সের পরও আকিব নিশ্চিত করেছেন, চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ফখর জামানের সঙ্গে ওপেনিং করবেন বাবর। সেই সঙ্গে পাকিস্তানের ভারপ্রাপ্ত প্রধান কোচ আশাবাদী গুরুত্বপূর্ণ ম্যাচে বড় ইনিংস খেলবেন তিনি।


এ প্রসঙ্গে আকিব বলেন, ‘এমন পরিবর্তনের একটা কারণ ছিল। আপনি যদি সাউথ আফ্রিকা সিরিজে দেখেন তাহলে সব ম্যাচেই বাবরকে প্রথম ওভারে ব্যাটিং করতে হয়েছে। পরবর্তী সাইম চোটে পড়ল এবং টেস্টেও সে ওপেন করেছে। এই পিচগুলো শুরুতে ব্যাটারদের খুব বেশি বিপাকে ফেলছে না। পাওয়ার প্লের সুবিধা নিতে আমরা আমাদের সেরা ব্যাটারকে সেখানে খেলাতে চেয়েছি। এটা আমাদের সঙ্গেও যাচ্ছে। আমার মনে হয় এমন কন্ডিশনে বাবরের ওপেন করা উচিত এবং আমি আশাবাদী গুরুত্বপূর্ণ ম্যাচে সে বড় ইনিংস খেলবে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball