এই মুহূর্তে রাহুলকে ভারতের এক নম্বর কিপার বলছেন গম্ভীর

ভারতীয় ক্রিকেট
কোচ গৌতম গম্ভীরের (বামে) সঙ্গে লোকেশ রাহুল (ডানে), ফাইল ফটো
কোচ গৌতম গম্ভীরের (বামে) সঙ্গে লোকেশ রাহুল (ডানে), ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
মাসখানেক আগেও সাদা পোশাকে ভারতের এক নম্বর উইকেটরক্ষক ছিলেন ঋষভ পান্ত। কিন্তু এখন আর একাদশে সুযোগই পান না পান্ত। অপরদিকে ভারতের হয়ে নিয়মিতই খেলছেন লোকেশ রাহুল। আপাতত পান্ত থেকে রাহুলকেই এগিয়ে রাখছেন গৌতম গম্ভীর।

ভারতের সমর্থকদের বেশীরভাগই দাবি করেন একইসঙ্গে রাহুল এবং পান্তকে খেলানো যায় কিনা তা নিয়ে। যদিও শ্রেয়াস আইয়ার ভারতীয় একাদশে নিয়মিত হয়ে যাওয়ায় সেটি এখন আর সম্ভব নয়। আর তাই পান্তকে অপেক্ষা করার বার্তা দিলেন গম্ভীর।

তিনি বলেন, 'এই মুহূর্তে, কেএল (রাহুল) আমাদের এক নম্বর উইকেটকিপার এবং আমাদের জন্য সে পারফর্ম করেছে। দেখুন, স্কোয়াডে যখন একই মানের দুজন কিপার থাকে, দুজনকেই একসঙ্গে তো আর খেলানো যায় না। আশা করি, যখনই যে সুযোগ পাবে, সে তৈরি থাকবে। আপাতত এটুকুই বলতে পারি। এই মুহূর্তের কথা বললে, কেএল একাদশে থাকছে।'

গতকাল সিরিজের তৃতীয় ওয়ানডে ম্যাচে ইংল্যান্ডকে হারায় ভারত। একইসঙ্গে সিরিজটি ৩-০ ব্যবধানে জিতে নেয় রোহিত শর্মার দল। সিরিজ জিতলেও গম্ভীরের ক্রিকেটার নির্বাচন এবং একাদশে তাদের ব্যাটিং অর্ডার সাজানো নিয়ে জল্পনা কল্পনা চলছেই।

এসব নিয়ে গম্ভীর বলেন, 'ক্রিকেট তো এভাবেই খেলার কথা। জানি, অনেক লোক এটা নিয়ে কথা বলছে। তবে খেলাটা আমাদের এভাবেই খেলতে হবে এবং ক্রিকেট এভাবেই খেলা উচিত। স্রেফ ব্যাটিং অর্ডারের ব্যাপার এটি নয়, ব্যাপারটি হলো কে ‘ইম্প্যাক্ট’ তৈরি করতে পারে। যদি মিডল অর্ডারে মানসম্পন্ন এক বাঁহাতি খেলানোর সুযোগ থাকে, তাহলে কেন তা করা হবে না?'

'ব্যাটিং অর্ডারের প্রথম পাঁচজনকেই কেন ডানহাতি হতে হবে? আমরা স্রেফ গড়, পরিসংখ্যান ও এসব ব্যাপার দেখি না। আমরা বিবেচনা করি, কত নম্বরপজিশনে কে ভালো পারফর্ম করতে পারে। আকসার তো দুর্দান্তরকম ভালো করছে। যে দুটি ম্যাচে সুযোগ পেয়েছে, আমাদের জন্য নিজেকে মেলে ধরেছে সে। জানি, কিছু না কিছু কথা সবসময়ই হবে- লোকে কথা বলবেই- তবে সামনের পথচলায়ও আমরা এভাবেই এগোব।'