promotional_ad

এই মুহূর্তে রাহুলকে ভারতের এক নম্বর কিপার বলছেন গম্ভীর

কোচ গৌতম গম্ভীরের (বামে) সঙ্গে লোকেশ রাহুল (ডানে), ফাইল ফটো
মাসখানেক আগেও সাদা পোশাকে ভারতের এক নম্বর উইকেটরক্ষক ছিলেন ঋষভ পান্ত। কিন্তু এখন আর একাদশে সুযোগই পান না পান্ত। অপরদিকে ভারতের হয়ে নিয়মিতই খেলছেন লোকেশ রাহুল। আপাতত পান্ত থেকে রাহুলকেই এগিয়ে রাখছেন গৌতম গম্ভীর।

promotional_ad

ভারতের সমর্থকদের বেশীরভাগই দাবি করেন একইসঙ্গে রাহুল এবং পান্তকে খেলানো যায় কিনা তা নিয়ে। যদিও শ্রেয়াস আইয়ার ভারতীয় একাদশে নিয়মিত হয়ে যাওয়ায় সেটি এখন আর সম্ভব নয়। আর তাই পান্তকে অপেক্ষা করার বার্তা দিলেন গম্ভীর।


আরো পড়ুন

রোহিত-কোহলির ভবিষ্যৎ নিয়ে কথা বলতে চান না গম্ভীর

৬ জানুয়ারি ২৫
বিরাট কোহলি (বামে), রোহিত শর্মা (ডানে), ফাইল ফটো

তিনি বলেন, 'এই মুহূর্তে, কেএল (রাহুল) আমাদের এক নম্বর উইকেটকিপার এবং আমাদের জন্য সে পারফর্ম করেছে। দেখুন, স্কোয়াডে যখন একই মানের দুজন কিপার থাকে, দুজনকেই একসঙ্গে তো আর খেলানো যায় না। আশা করি, যখনই যে সুযোগ পাবে, সে তৈরি থাকবে। আপাতত এটুকুই বলতে পারি। এই মুহূর্তের কথা বললে, কেএল একাদশে থাকছে।'



promotional_ad

গতকাল সিরিজের তৃতীয় ওয়ানডে ম্যাচে ইংল্যান্ডকে হারায় ভারত। একইসঙ্গে সিরিজটি ৩-০ ব্যবধানে জিতে নেয় রোহিত শর্মার দল। সিরিজ জিতলেও গম্ভীরের ক্রিকেটার নির্বাচন এবং একাদশে তাদের ব্যাটিং অর্ডার সাজানো নিয়ে জল্পনা কল্পনা চলছেই।


আরো পড়ুন

রঞ্জি ট্রফির পরের রাউন্ডে খেলা হচ্ছে না কোহলি-রাহুলের

১৮ জানুয়ারি ২৫
ঘাড়ের ব্যথায় ভুগছেন বিরাট কোহলি

এসব নিয়ে গম্ভীর বলেন, 'ক্রিকেট তো এভাবেই খেলার কথা। জানি, অনেক লোক এটা নিয়ে কথা বলছে। তবে খেলাটা আমাদের এভাবেই খেলতে হবে এবং ক্রিকেট এভাবেই খেলা উচিত। স্রেফ ব্যাটিং অর্ডারের ব্যাপার এটি নয়, ব্যাপারটি হলো কে ‘ইম্প্যাক্ট’ তৈরি করতে পারে। যদি মিডল অর্ডারে মানসম্পন্ন এক বাঁহাতি খেলানোর সুযোগ থাকে, তাহলে কেন তা করা হবে না?'



'ব্যাটিং অর্ডারের প্রথম পাঁচজনকেই কেন ডানহাতি হতে হবে? আমরা স্রেফ গড়, পরিসংখ্যান ও এসব ব্যাপার দেখি না। আমরা বিবেচনা করি, কত নম্বরপজিশনে কে ভালো পারফর্ম করতে পারে। আকসার তো দুর্দান্তরকম ভালো করছে। যে দুটি ম্যাচে সুযোগ পেয়েছে, আমাদের জন্য নিজেকে মেলে ধরেছে সে। জানি, কিছু না কিছু কথা সবসময়ই হবে- লোকে কথা বলবেই- তবে সামনের পথচলায়ও আমরা এভাবেই এগোব।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball