promotional_ad

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাকিস্তানকেই এগিয়ে রাখছেন মুরালিধরন

একটি অনুষ্ঠানে কথা বলছেন মুত্তিয়া মুরালিধরন, আইসিসি
চ্যাম্পিয়ন্স ট্রফির সপ্তাহখানেক বাকি। এরই মধ্যে এই টুর্নামেন্ট নিয়ে ভবিষ্যদ্বাণী শুরু হয়ে গেছে। সাবেক ক্রিকেটার থেকে শুরু করে ক্রিকেট বিশ্লেষক প্রায় সবাই নিজেদের পছন্দের দল নিয়ে বিভিন্ন সম্ভাবনার কথা জানাচ্ছেন। এবার সেই তালিকায় নাম লিখিয়েছেন শ্রীলঙ্কার কিংবদন্তি স্পিনার মুত্তিয়া মুরালিধরন।

promotional_ad

এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফাইনালে খেলতে পারে পাকিস্তান ও ভারত। এর আগে ২০১৭ সালে অনুষ্ঠিত সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফাইনালে খেলেছিল ভারত-পাকিস্তান। সেবার ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা ঘরে তোলে পাকিস্তান। এবার তারা নিজেদের ঘরের মাঠেই খেলবে মিনি বিশ্বকাপ খ্যাত এই টুর্নামেন্ট।


আরো পড়ুন

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের চেয়ে আফগানিস্তানের সুযোগ বেশি: পন্টিং

১ ঘন্টা আগে
রিকি পন্টিং ও বাংলাদেশ দল

ভারতের বার্তা সংস্থা এএনআইকে মুরালিধরন বলেছেন, ‘ফেবারিট তো আছেই। তবে নিশ্চিত করে বলার উপায় নেই যে এই দলটাই জিতবে। ভারত ও পাকিস্তানই ফেবারিট। ঘরোয়া কন্ডিশনের জন্য ফেবারিট পাকিস্তান। ভারতও এমন কন্ডিশনে উঁচু সারির দল।’



promotional_ad

মুরালিধরন নিজেও জিতেছে চ্যাম্পিয়ন্স ট্রফি। ২০০২ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতের সঙ্গে শিরোপা ভাগাভাগি করে শ্রীলঙ্কা। এবার অবশ্য শ্রীলঙ্কা নেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে। তারা এই টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি। এবারের আসরে স্পিনারদের বড় সুযোগ দেখছেন মুরালিধরন।


বিশেষ করে দুই স্পিনার রশিদ খান ও রবীন্দ্র জাদেজার ভালো সুযোগ আছে বলে বিশ্বাস লঙ্কান কিংবদন্তির। সম্ভাব্য উইকেটের ধারণা দিয়ে মুরালিধরন বলেছেন, ‘রশিদ খান ভালো, রবীন্দ্র জাদেজাও আছে। অনেক স্পিনারই এখন উঠে আসছে। তারা এই টুর্নামেন্টে সত্যিই ভালো করবে, উইকেট স্পিনারদের সাহায্য করবে বলে আশা করি।’



ধারণা করা হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়েই ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলবে  ভারতের দুই তারকা রোহিত শর্মা ও বিরাট কোহলি। মুরালিধরনের বিশ্বাস দ্রুতই চিরচেনা ফর্মে ফিরবেন তারা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সব সময়ই বলি, ফর্ম ক্ষণস্থায়ী, মানটা চিরস্থায়ী। তারা গ্রেট খেলোয়াড়, তাই ফর্মে ফিরবেই।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball