পাকিস্তানের পর সাউথ আফ্রিকাকে হারিয়ে ফাইনালে নিউজিল্যান্ড
![কেন উইলিয়ামসন ও ডেভন কনওয়ে মিলে ১৮৭ রানের জুটি গড়েছেন](https://cricfrenzy.com/public/storage/images/2-2025/57f8exd1mcfbdC69cV16a8W8.webp)
ছবি: কেন উইলিয়ামসন ও ডেভন কনওয়ে মিলে ১৮৭ রানের জুটি গড়েছেন
![promotional_ad](https://cricfrenzy.com/public/storage//advertisements/c8243538-ac32-4fc4-871e-77acc1257b54.jpg)
সাউথ আফ্রিকার বিপক্ষে নিউজিল্যান্ডের জয়ের নায়ক ডেভন কনওয়ে এবং কেন উইলিয়ামস। সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ নিয়ে কনওয়ে ৯৭ রানে ফিরলেও উইলিয়ামসন কিউইদের জিতিয়ে মাঠ ছেড়েছেন ১৩৩ রানের ইনিংস খেলে। টানা দুই জয়ে সবার আগে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে জায়গা করে নিয়েছে নিউজিল্যান্ড। ফাইনালে কিউইদের প্রতিপক্ষ ১২ ফেব্রুয়ারি করাচিতে পাকিস্তান ও সাউথ আফ্রিকার মাঝে জয়া পাওয়া দল।
পিএসএলের জন্য স্মিথ-উইলিয়ামসনকে রাজী করানোর চেষ্টায় পিসিবি
৭ জানুয়ারি ২৫![একটা সময় আইপিএলে নিয়মিত খেললেও এখন ব্রাত্য কেন উইলিয়ামসন (বামে), স্টিভ স্মিথ (ডানে), ফাইল ছবি](https://cricfrenzy.com/public/storage/images/1-2025/uf621d78b3Hac44A4a3r0L98.webp)
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে জয়ের জন্য ৩০৫ রানের লক্ষ্য তাড়ায় নিউজিল্যান্ডকে ভালো শুরু এনে দেন কনওয়ে ও উইলি ইয়াং। তাদের দুজনের ব্যাটে অনায়াসে পঞ্চাশ ছুঁয়ে ফেলে তারা। ইয়াংকে ফিরিয়ে কিউইদের উদ্বোধনী জুটি ভাঙেন অ্যাথান বশ। ডানহাতি পেসারের লেগ সাইডের ব্যাক অব লেংথ ডেলিভারিতে ফাইন লেগ দিয়ে খেলার চেষ্টায় মিহলালি এমপোংওয়ানার হাতে ক্যাচ দিয়েছেন ৩১ বলে ১৯ রান করা এই ব্যাটার।
দ্বিতীয় উইকেট জুটিতে সাবলীল ব্যাটিংয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেন কনওয়ে এবং উইলিয়ামসন। তাদের দুজনের ব্যাটেই জয়ের ভিত গড়ে নিউজিল্যান্ড। ৬৪ বলে হাফ সেঞ্চুরি পেয়েছেন কনওয়ে। তাকে সঙ্গ নেয়া কিউইদের সাবেক অধিনায়ক উইলিয়ামসনের পঞ্চাশ ছুঁতে খেলতে হয়েছে ৪৪ বল। দ্বিতীয় উইকেটে তাদের জুটির সেঞ্চুরি হয়েছে ৯৩ বলে। শুরুতে একটু দেখেশুনে খেললেও পরবর্তীতে রান তোলার গতি বাড়িয়ে ৭২ বলে সেঞ্চুরি করেছেন উইলিয়ামসন।
![promotional_ad](https://cricfrenzy.com/public/storage//advertisements/89bdd065-6293-4dbe-9886-1306f11ad343.jpg)
ওপেনার কনওয়েকে অবশ্য আক্ষেপ নিয়ে ফিরতে হয়েছে। জুনিয়র ডালার বলে পয়েন্টে থাকা সেনুরান মুথুসামির হাতে ক্যাচ দিয়েছেন ৯ চার ও এক ছক্কায় ৯৭ রান করা কনওয়ে। তার বিদায়ে ভাঙে উইলিয়ামসনের সঙ্গে ১৮৭ রানের জুটি। নিউজিল্যান্ডের রান আড়াইশ পেরিয়ে যাওয়ার পর আউট হয়েছেন ড্যারিল মিচেলও। মুথুসামির বলে লং অনের উপর দিয়ে ছক্কা মারতে গিয়ে উইয়ান মুল্ডারকে ক্যাচ দিয়েছেন ১০ রান করা এই ব্যাটার। একই ওভারে টম লাথামকেও ফিরিয়েছেন মুথুসামি।
প্রোটিয়াদের বিপক্ষে খেলা হচ্ছে না হারিসের
২২ ঘন্টা আগে![বোলিংয়ের সময় হারিস রউফ, পিসিবি](https://cricfrenzy.com/public/storage/images/2-2025/Sw49b8ef3e781caa8a03bf02.jpg)
বাঁহাতি স্পিনারের লেগ স্টাম্পে করা দ্রুতগতির লেংথ ডেলিভারিতে সুইপ করতে গিয়ে লেগ বিফোর উইকেট হয়েছেন। এরপর অবশ্য নিউজিল্যান্ডকে আর কোন উইকেট হারাতে দেননি উইলিয়ামসন ও ফিলিপস। ইনিংসের ৪৯তম ওভারের চতুর্থ ডেলিভারিতে ডাউন দ্য উইকেটে এসে লং অফ দিয়ে চার মেরে কিউইদের জয় নিশ্চিত করেন ১৩৩ রানে অপরাজিত থাকা উইলিয়ামসন। আগের ম্যাচে সেঞ্চুরি পাওয়া ফিলিপস অপরাজিত ছিলেন ২৮ রানে। সাউথ আফ্রিকার বিপক্ষে এটিই নিউজিল্যান্ডের সবচেয়ে বেশি রান তাড়া করে জেতার রেকর্ড।
টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারেনি সাউথ আফ্রিকা। শুরুতেই সাজঘরে ফেরেন অধিনায়ক টেম্বা বাভুমা। পেসার উইলিয়াম ও’রুর্কির দারুণ এক ডেলিভারিতে উইকেটের পেছনে ক্যাচ দেন ২০ রান করা এই ব্যাটার। দ্বিতীয় উইকেটে ৯৩ রানের জুটি গড়েন ব্রিটজকে এবং জেসন স্মিথ। ৫১ বলে ৪১ রান করা স্মিথ রান আউট হয়ে ফিরলে ভাঙে জুটি। এক ওভার পর কাইল ভেরেইনাকে ফেরান মাইকেল ব্রেসওয়েল।
অভিষেকে দারুণ ব্যাটিং করতে থাকা ব্রিটজকে পরবর্তীতে মুল্ডারের সঙ্গে ১৩১ রানের জুটি গড়েন। ১৫০ রানের ইনিংস খেলা ব্রিটজকে ফিরলে ভাঙে জুটি। ম্যাট হেনরির লেংথ ডেলিভারিতে মিড অফে ব্রেসওয়েলকে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। আউট হওয়ার আগে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটার ডেসমন্ড হেইন্সের রেকর্ড ভেঙেছেন। অভিষেকে সবচেয়ে বেশি রানের ইনিংস খেলায় সবার উপরে এখন ব্রিটজকে।
সাউথ আফ্রিকার চতুর্থ ব্যাটার হিসেবে নিজের প্রথম ওয়ানডেতে সেঞ্চুরিতে পেলেন তিনি। সাউথ আফ্রিকার হয়ে এমন কীর্তি আছে রিজা হেনড্রিকস, বাভুমা এবং কলিন ইনগ্রাম। এদিকে হাফ সেঞ্চুরি করা মুল্ডার আউট হয়েছেন ও’রুর্কির বলে ৬৪ রানের ইনিংস খেলে। শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ৩০৪ রানের পুঁজি পায় সাউথ আফ্রিকা। নিউজিল্যান্ডের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন ও’রুর্কি এবং হেনরি।