promotional_ad

গেইলকে ছাড়িয়ে সেঞ্চুরিতে ভারতকে সিরিজ জেতালেন রোহিত

সেঞ্চুরিতে সমালোচনার জবাব দিলেন রোহিত শর্মা
ব্যাটে রান না থাকায় বোর্ডার-গাভাস্কার সিরিজের শেষ টেস্টের একাদশ থেকে নিজেকেই বাদ দিয়েছিলেন রোহিত শর্মা। রঞ্জি ট্রফিতেও রানের দেখা মেলেনি ভারতের অধিনায়কের ব্যাটে। চ্যাম্পিয়ন্স ট্রফির ‘প্রস্তুতি’ সিরিজের প্রথম ম্যাচেও ব্যর্থ ডানহাতি ওপেনার। সাম্প্রতিক সময়ে ছন্দে না থাকায় রোহিতকে ঘিরে সমালোচনা ক্রমশই বেড়েই চলছিল। ভারতের অধিনায়ক অবশ্য জবাবটা দিলেন দারুণ এক সেঞ্চুরিতে।

promotional_ad

প্রথম ওয়ানডে মাত্র ২ রান করা অভিজ্ঞ ব্যাটার পরের ম্যাচে থামলেন ১১৯ রানের ইনিংস খেলে। রোহিতের সেঞ্চুরির সঙ্গে গিলের  হাফ সেঞ্চুরি ও শ্রেয়াস আইয়ারের ৪৭ রানের ইনিংসে সহজ জয়ই পেয়েছে স্বাগতিকরা। দ্বিতীয় ওয়ানডেতে পাওয়া ৪ উইকেটের জয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নিয়েছেন রোহিতরা। ১২ ফেব্রুয়ারি সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।


আরো পড়ুন

বাংলাদেশের বিপক্ষে রোহিতের ক্যাচ মিসের সমালোচনায় পন্টিং

২২ ফেব্রুয়ারি ২৫
রিকি পন্টিং ও রোহিত শর্মা

জয়ের জন্য ৩০৫ রানের লক্ষ্য তাড়ায় ভারতকে দারুণ শুরু এনে দেন রোহিত ও শুভমান গিল। ভারতের অধিনায়ক রোহিত শুরু থেকেই আক্রমণাত্বক ব্যাটিং করছিলেন। ইনিংসের দ্বিতীয় ওভারে গাস অ্যাটকিনসনের বলে ফ্লিক করে মিড উইকেটের উপর দিয়ে ছক্কা মেরে গেইলকে ছাড়িয়ে গেছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের সাবেক ব্যাটারের সমান ৩৩১ ছক্কা নিয়ে খেলতে নেমেছিলেন রোহিত। তবে অ্যাটকিনসনকে মারা সেই ছক্কায় ওয়ানডেতে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানো ব্যাটারদের তালিকায় গেইলকে তিনে ঠেলে দুইয়ে উঠেছেন ভারতের অধিনায়ক।


ফ্লাডলাইটের সমস্যায় মাঝে খেলা বন্ধ হলেও দাপুটে ব্যাটিংয়ে মাত্র ৩০ বলে হাফ সেঞ্চুরি করেছেন রোহিত। অন্যপ্রান্তে থাকা গিল শুধুমাত্র সঙ্গ দিয়ে যাচ্ছিলেন। তাদের দুজনের ব্যাটে পাওয়ার প্লেতে বিনা উইকেটে ৭৭ রান তোলে ভারত। পাওয়ার প্লে শেষ হলেও রান তোলার গতি থামাননি তারা দুজন। সাবলীল ব্যাটিংয়ে গিল পঞ্চাশ ‍ছুঁয়েছেন ৪৫ বলে। যদিও হাফ সেঞ্চুরির পর বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। জেমি ওভারটনের দুর্দান্ত ইয়র্কারে বোল্ড হয়েছেন গিল।



promotional_ad

প্রথম ওয়ানডেতে ৮৭ রানের ইনিংস খেলা ডানহাতি ওপেনার এবার থেমেছেন ৬০ রানে। তিনে নেমে সুবিধা করতে পারেননি বিরাট কোহলি। চোটের কারণে প্রথম ম্যাচে খেলতে না পারা কোহলি দ্বিতীয় ওয়ানডেতে একাদশে জায়গা পেয়েছেন যশস্বী জয়সাওয়ালের বদলি হিসেবে। আদিল রশিদের বলে উইকেটকিপার ফিল সল্টকে ক্যাচ দিয়ে ফেরার আগে মাত্র ৫ রান করেছেন কোহলি। ওয়ানডেতে তৃতীয়বারের মতো রশিদের বিপক্ষে আউট হয়েছেন তিনি। 


আরো পড়ুন

কোহলির সেঞ্চুরিতে পাকিস্তানকে হারিয়ে সেমিতে এক পা ভারতের

৮ ঘন্টা আগে
আইসিসি

রশিদের বলে লং অফের উপর দিয়ে ছক্কা মেরে ৭৬ বলে সেঞ্চুরি করেছেন রোহিত। ওয়ানডে ক্যারিয়ারের ৩২তম সেঞ্চুরিতে ভারতের ব্যাটার হিসেবে সবচেয়ে বেশি সেঞ্চুরির তালিকায় রাহুল দ্রাবিড়কে ছাড়িয়ে গেছেন তিনি। ক্রিকেটের সব সংস্করণে মিলে দ্রাবিড়ের সেঞ্চুরি সংখ্যা ৪৮। ভারতের সাবেক প্রধান কোচকে রোহিত ছাড়িয়ে গেছেন ৪৯ সেঞ্চুরিতে। ভারতের অধিনায়কের উপরে আছেন কেবল কোহলি (৮১) এবং শচীন টেন্ডুলকার (১০০)। সেঞ্চুরির পর ১১৯ রানে থামতে হয়েছে রোহিতকে।


লিয়াম লিভিংস্টোনের ফুলটসে টাইমিংয়ে গড়বড় করে মিড উইকেটে রশিদের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি। ইনিংসটি খেলতে ৭টি ছক্কা মেরেছেন ডানহাতি এই ওপেনার। ওয়ানডেতে বর্তমানে রোহিতের ছক্কার সংখ্যা ৩৩৮। তার চেয়ে বেশি ছক্কা আছে কেবল শহীদ আফ্রিদির (৩৫১)। আর মাত্র ১৪টি ছক্কা মারতে পারলেই আফ্রিদিকে ছাড়িয়ে যাবেন তিনি। রোহিত ফেরার পর দ্রুতই ফিরেছেন লোকেশ রাহুল ও হার্দিক পান্ডিয়া। তবে আইয়ারের ৪৭ ও অক্ষর প্যাটেলের অপরাজিত ৪১ রানের ইনিংসে জয় পেতে কষ্ট হয়নি ভারতের।



এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে ইংল্যান্ডকে দারুণ শুরু এনে দিয়েছেন সল্ট ও বেন ডাকেট। তারা দুজনে মিলে গড়েন ৮১ রানের উদ্বোধনী জুটি। তবে ২৬ রান করা সল্টের বিদায়ে ভাঙে তাদের জুটি। যদিও দারুণ ব্যাটিংয়ে ঠিকই হাফ সেঞ্চুরি তুলে নিয়েছিলেন ডাকেট। ৫৬ বলে ৬৫ রানের ইনিংস খেলা ডাকেটকে ফিরিয়েছেন রবীন্দ্র জাদেজা। বাঁহাতি স্পিনারের বলে সুইপ করতে গিয়ে ফিরতে হয়েছে তাকে। 


দুই ওপেনারকে হারানোয় রানের গতি কমে ইংল্যান্ডের। হ্যারি ব্রুক ভালো শুরু পেলেও ৩১ রানের বেশি করতে পারেননি। হার্দিকের বলে ফেরার আগে অধিনায়ক জস বাটলার করেছেন ৩৪ রান। রুট অবশ্য হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন। ৬৯ রানের ইনিংস খেলা রুট আউট হয়েছেন জাদেজার বলে কোহলির হাতে ক্যাচ দিয়ে। পরবর্তীতে লিভিংস্টোন ৪১ রান করেছেন। ভারতের হয়ে তিনটি উইকেট নিয়েছেন বাঁহাতি স্পিনার জাদেজা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball