চ্যাম্পিয়ন্স ট্রফিতে নরকিয়ার বদলি বশ

ছবি: পাকিস্তানের বিপক্ষে অভিষেক হয় করবিন বশের, ফাইল ফটো

বেশ কিছুদিন আগে ইনজুরি আক্রান্ত হলেও নরকিয়াকে নিয়ে স্কোয়াড ঘোষণা করে সিএসএ। কিন্তু তার অবস্থা খেলার মতো ফিট না হওয়ায় তাকে ছাড়াই পরিকল্পনা করে তারা। বিকল্প হিসেবে ঢোকা ৩০ বছর বয়সী বশ গত ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে অভিষেক ম্যাচ খেলেছেন।
পিএসএলে বশ-ডাসেনের বদলি লিন্ডে-ক্যারি
২৪ মার্চ ২৫
সেই ম্যাচে ৬৯ রান খরচায় এক উইকেট নেন এই পেসার। এসএ-টোয়েন্টিতে শিরোপাও জিতেছেন এই পেস বোলিং অলরাউন্ডার। সাউথ আফ্রিকা দলে ইনজুরির কারণে নেই জেরাল্ড কোয়েটজিও। স্কোয়াডে রিজার্ভ ক্রিকেটার হিসেবে কুয়েনা মাফাকাকেও নিয়েছে সিএসএ।

গত বছরের জুনে, টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে আর সাউথ আফ্রিকার হয়ে খেলা হয়নি নরকিয়ার। সেই আসরে অসাধারণ পারফরম্যান্স ছিল তার। ৯ ম্যাচে ১৫ উইকেট নিয়ে প্রোটিয়াদের সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন তিনি।
ঘরের মাঠে সাউথ আফ্রিকার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে ভারত
৩ ঘন্টা আগে
গত মাসে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলে সাউথ আফ্রিকা। সেখানে ফেরার কথা ছিল নরকিয়ার। যদিও নেটে অনুশীলনের সময় পায়ের বৃদ্ধাঙ্গুল ভেঙে যায় তার। যার কারণে সেই সিরিজ থেকেও ছিটকে যান তিনি।
চ্যাম্পিয়ন্স ট্রফিসহ গত ছয়টি আইসিসি টুর্নামেন্টের তিনটি থেকেই চোটের কারণে ছিটকে গেছেন নরকিয়া। এর মধ্যে সবগুলোই ওয়ানডে সংস্করণের টুর্নামেন্ট। ২০১৯ বিশ্বকাপে খেলার আগে বৃদ্ধাঙ্গুল ভেঙে যায় তার। পিঠের চোটের কারণে ২০২৩ বিশ্বকাপে খেলতে পারেননি তিনি।