ব্রুকস ছিল, তাই জয় নিয়ে সংশয় ছিল না সিলেটের
ম্যাচের শেষদিকে দ্রুত পাল্টে যেতে থাকে পরিস্থিতি। ১৮তম ওভারে মেহেদী হাসান রানা হ্যাটট্রিক করলে চাপে পড়ে যায় সিলেট টাইটান্স। আগের দুই ওভারেও উইকেট হারানো দলটি তিন উইকেটে ১১৭ রান থেকে হঠাৎ করেই আট উইকেটে ১২৫ রানে নেমে আসে।