promotional_ad

স্মিথ ও কেরির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার লিড

গলে স্টিভ স্মিথ ও অ্যালেক্স কেরির সেঞ্চুরি
promotional_ad

গলে প্রথম টেস্টে ১০ হাজার রান ছোঁয়া স্টিভ স্মিথ পেয়েছিলেন সেঞ্চুরিও। ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পাওয়া স্মিথ দ্বিতীয় টেস্টেও পেলেন সেঞ্চুরির দেখা। চলমান শ্রীলঙ্কা সফরের দ্বিতীয় ও ক্যারিয়ারের ৩৬তম সেঞ্চুরিতে জো রুট ও রাহুল দ্রাবিড়কে ছুঁয়েছেন অস্ট্রেলিয়ার এই ব্যাটার। এমন সেঞ্চুরিতে সাদা পোশাকের ক্রিকেটে সবচেয়ে বেশি সেঞ্চুরি করা তালিকায় সেরা পাঁচে উঠে এসেছেন তিনি। স্মিথের পাশাপাশি গলে সেঞ্চুরি পেয়েছেন অ্যালেক্স ক্যারিও। তাদের দুজনের সেঞ্চুরিতে দাপুটে দিন পার করে ৭৩ রানের লিড নিয়েছে সফরকারীরা। 


আরো পড়ুন

‘ভাঙাচোরা’ দল নিয়েও বড় স্বপ্ন দেখছেন স্মিথ

১৫ ফেব্রুয়ারি ২৫
লঙ্কানদের বিপক্ষে ফিল্ডিং সাজাচ্ছিলেন স্মিথ, এসএলসি

প্রথম ইনিংসে শ্রীলঙ্কাকে ২৫৭ রানে গুটিয়ে দিয়ে দিনের প্রথম সেশনেই ব্যাটিংয়ে নামে অস্ট্রেলিয়া। যদিও উদ্বোধনী জুটিতে শুরুটা ভালো হয়নি তাদের। ইনিংসের সপ্তম ওভারে ট্রাভিস হেড ও উসমান খাওয়াজার জুটি ভাঙেন নিশান পেইরিস। ডানহাতি  স্পিনারের ফুলার লেংথ ডেলিভারিতে ডাউন দ্য উইকেটে এসে খেলতে চেয়েছিলেন হেড। তবে আউট সাইড এজ হয়ে স্লিপে থাকা ধনঞ্জয়া ডি সিলভাকে ক্যাচ দিয়েছেন ২২ বলে ২১ রান করা অস্ট্রেলিয়ার ওপেনার। 


পরের ওভারে মার্নাস ল্যাবুশেনকে বিদায় করেছেন প্রবাথ জয়াসুরিয়া। বাঁহাতি স্পিনারের নিচু হওয়া ডেলিভারিতে ব্যাকফুটে গিয়ে খেলার চেষ্টায় লেগ বিফোর উইকেট হয়েছেন তিনি। যদিও আম্পায়ার শুরুতে আউট দেননি। পরবর্তীতে রিভিউ নিয়ে ৪ রান করা ল্যাবুশনকে আউট করে শ্রীলঙ্কা। ৩৭ রানে ২ উইকেট হারানোর পর খাওয়াজার সঙ্গে জুটি গড়েন স্মিথ। তাদের দুজনের জুটি ভেঙেছে দলের রান একশ হওয়ার আগে। পেইরিসের বলে অন সাইডে খেলতে গিয়ে লেগ বিফোর হয়েছেন ৩৬ রান করা খাওয়াজা। 



promotional_ad

একশর আগেই তিন উইকেট হারানো অস্ট্রেলিয়াকে দিনের পুরোটা সময় টেনেছেন স্মিথ ও কেরি। যদিও ব্যক্তিগত ২৩ রানের সময় পেইরিসের বলে আম্পায়ার আউট দিলেও রিভিউ নিয়ে বেঁচে যান অস্ট্রেলিয়ার অধিনায়ক। হাফ সেঞ্চুরি পেতে স্মিথের ৯৮ বল খেলতে হলেও কেরি পঞ্চাশ ছুঁয়েছেন ৬৮ বলে। দিনের তৃতীয় সেশনেও একই ধারায় ব্যাটিং করতে থাকেন তারা দুজন। কামিন্দু মেন্ডিসের বলে চার মেরে সেঞ্চুরি করেন স্মিথ। অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসেবে এটি তার ১৭তম সেঞ্চুরি। 


আরো পড়ুন

ভুলে ভারতের জাতীয় সংগীত বাজানোয় আইসিসির কাছে ব্যাখ্যা চায় পাকিস্তান

১১ ঘন্টা আগে
অস্ট্রেলিয়ার জাতীয় সংগীতের সময় ভারতের জাতীয় সংগীত ছাড়ে আইসিসি, ফাইল ফটো

দলকে নেতৃত্ব দিয়ে সেঞ্চুরি করা ব্যাটারদের তালিকায় স্মিথের উপরে আছেন কেবল গ্রায়েম স্মিথ (২৫), বিরাট কোহলি (২০) এবং রিকি পন্টিং (১৯)। এ ছাড়া টেস্টে সবচেয়ে বেশি সেঞ্চুরি করা ব্যাটারদের তালিকায় স্মিথের উপরে আছেন  শচীন টেন্ডুলকার, জ্যাক ক্যালিস, পন্টিং এবং কুমার সাঙ্গাকারা। স্মিথের সেঞ্চুরির একটু পর একশ ছুঁয়েছেন পাঁচে নামা কেরি। বাঁহাতি উইকেটকিপার ব্যাটার সেঞ্চুরি পেয়েছেন ১১৮ বল খেলে। 


১৩ চার এবং ২ ছক্কায় ১৫৬ বলে ১৩৯ রানের ইনিংস খেলে দ্বিতীয় দিন শেষ করেছেন কেরি। ৩৯ টেস্টের ক্যারিয়ারে এটিই তার সর্বোচ্চ রানের ইনিংস। এদিন ছাড়িয়ে গেছেন ২০২২ সালে মেলবোর্নে সাউথ আফ্রিকার বিপক্ষে খেলা ১১১ রানের ইনিংসকে। এদিকে দিন শেষে স্মিথ অপরাজিত আছেন ১২০ রান। তাদের দুজনের  ২৩৯ রানের অবিচ্ছিন্ন জুটিতে ৩ উইকেটে ৩৩০ রান তুলেছে সফরকারীরা। শ্রীলঙ্কার চেয়ে ৭৩ রানে এগিয়ে থেকে তৃতীয় দিন সকালে ব্যাটিংয়ে নামবেন স্মিথ ও কেরি।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball