টেস্টে আইসিসির বর্ষসেরা বুমরাহ, ওয়ানডেতে ওমরজাই

আন্তর্জাতিক
টেস্টে আইসিসির বর্ষসেরা বুমরাহ, ওয়ানডেতে ওমরজাই
জসপ্রিত বুমরাহ (বামে), আজমতউল্লাহ ওমরজাই (ডানে)
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
জুনে ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতিয়ে টুর্নামেন্টের সেরা ক্রিকেটার হয়েছিলেন জসপ্রিত বুমরাহ। টি-টোয়েন্টিতে নায়ক বনে যাওয়া বুমরাহ পুরো বছর জুড়ে পারফর্ম করেছেন টেস্টেও। পুরো বছরে ১৩ টেস্ট খেলা ডানহাতি পেসার ৭১ উইকেট নিয়েছেন মাত্র ১৪.৯২ গড়ে। এমন পারফরম্যান্সে আইসিসির বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হিসেবে স্যার গারফিল্ড সোবার্স ট্রফি জিতলেন বুমরাহ।

ভারতের প্রথম পেসার ও ষষ্ঠ ক্রিকেটার হিসেবে আইসিসির বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের খেতাব জিতলেন তিনি। ২০২৪ সালে সবচেয়ে বেশি টেস্ট উইকেটের মালিক ছিলেন তারকা এই পেসার। ১১ টেস্ট খেলে ৫২ উইকেট নিয়ে দুইয়ে ছিলেন ইংল্যান্ডের গাস অ্যাটকিসন। ভারতের চতুর্থ বোলার হিসেবে এক বছরে ৭০ উইকেটের বেশি নিয়েছেন বুমরাহ।

এর আগে এক বছরে ৭০ উইকেটের বেশি নেয়ার কীর্তি আছে রবিচন্দ্রন অশ্বিন, অনিল কুম্বলে এবং কপিল দেবের।  টেস্ট ক্রিকেটের ইতিহাসে ১৭ জন বোলার এক বছরে ৭০ উইকেটের বেশি নিয়েছেন। সবচেয়ে কম গড়ে ৭০+ উইকেট নেয়ার রেকর্ডটা বুমরাহর দখলে। এমন পারফরম্যান্সে গণমাধ্যম প্রতিনিধি, আইসিসি ভোটিং একাডেমি এবং সমর্থকদের ভোটে আইসিসির বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হয়েছেন তিনি।

বর্ষসেরা হতে পেছনে ফেলেছেন ইংল্যান্ডের জো রুট, হ্যারি ব্রুক এবং শ্রীলঙ্কার কামিন্দু মেন্ডিসকে। ২০২৪ সালে ১৭ টেস্টে ৫৫.৫৭ গড়ে ১ হাজার ৫৫৬ রান করেছেন রুট। ইংল্যান্ডের আরেক ব্যাটার ব্রুক ১২ টেস্টে ৫৫ গড়ে১ হাজার ১০০ রান করেছিলেন। শ্রীলঙ্কার হয়ে পুরো বছরে আলো ছড়ানো কামিন্দু ৯ টেস্টে ৭৪.৯২ গড়ে ১ হাজার ৪৯ রান করেছেন। তবে সবার ভোটে সেরা হয়েছেন ৭১ উইকেট নেয়া বুমরাহ।

আফগানিস্তানের হয়ে পুরো বছর ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্স করেছেন আজমতউল্লাহ ওমরজাই। ২০২৪ সালে আফগানদের হয়ে ১৪ ওয়ানডেতে ৫২.১২ গড় এবং ১০৫.৫৬ স্ট্রাইক রে ৪১৭ রান করেছেন তিনি। তিন হাফ সেঞ্চুরির পাশাপাশি একটি সেঞ্চুরিও করেছেন ২৪ বছর বয়সী এই অলরাউন্ডার। এ ছাড়া বল হাতে ১৩ ইনিংসে ৪.৯০ ইকনোমি রেটে ১৭ উইকেট নিয়েছেন তিনি। 

এমন পারফরম্যান্সে শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা, কুশল মেন্ডিস এবং ওয়েস্ট ইন্ডিজের শেরফান রাদারফোর্ডকে পেছনে ফেলেছেন। ছেলেদের টি-টোয়েন্টি ক্রিকেটে বর্ষসেরা হয়েছেন ৩১ উইকেট নেয়া আর্শদীপ সিং। মেয়েদের ক্রিকেটে টি-টোয়েন্টির বর্ষসেরা হয়েছেন নিউজিল্যান্ডের অ্যামেলিয়া কের। কিউইদের বিশ্বকাপ জয়ে বড় অবদান রেখেছিলেন তিনি।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা ক্রিকেটার হওয়ার পাশাপাশি পুরো বছরে বল হাতে ২৯ উইকেট নিয়েছেন অ্যামেলিয়া। এ ছাড়া ব্যাট হাতে ৩৮৭ রান করেছেন কিউই অলরাউন্ডার। মেয়েদের ক্রিকেটে বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার হয়েছেন স্মৃতি মান্ধানা। ১৩ ম্যাচে ৫৭.৪৬ গড় ও ৯৫.১৫ স্ট্রাইক রেটে ৭৪৭ রান করে দ্বিতীয়বারের মতো বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার হয়েছেন ভারতের ওপেনার। এমন কীর্তি আছে কেবল সুজি বেটসের।

আরো পড়ুন: জসপ্রিত বুমরাহ