একদিনে ২০ উইকেট, মুখ থুবড়ে পড়ল ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তান
ছবি: পাকিস্তানের প্রথম স্পিনার হিসেবে টেস্টে হ্যাটট্রিক করেছেন নোমান আলী
প্রথম ইনিংসে পাকিস্তানের বিপক্ষে লিড পেতে এই রানই যথেষ্ট হবে এটা হয়ত ওয়েস্ট ইন্ডিজও ভাবেনি। মোতি, ওয়ারিকান এবং রোচ শেষ পর্যন্ত সেটাকে বাস্তবে রূপ দিয়েছেন। মুলতানের স্পিন স্বর্গে তাদের তিনজনের দাপুটে বোলিংয়ে মুখ থুবড়ে পড়ল শান মাসুদ, বাবর আজমদের নিয়ে গড়া ব্যাটিং লাইনআপ। পাকিস্তানকে ১৫৪ রানে থামিয়ে প্রথম ইনিংসে ৯ রানের লিড পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। মুলতানে একদিনে পড়েছে ২০ উইকেট। এশিয়ার মাটিতে এমন ঘটনা এবারই প্রথম।
বর্ষসেরা টি-টোয়েন্টি দলে ভারতের ৪ ক্রিকেটার, অধিনায়ক রোহিত
২৫ জানুয়ারি ২৫মুলতানে সফরকারীদের মাত্র ১৬৩ রানে গুটিয়ে দেয়ার পরও ব্যাটিংয়ের শুরুটা স্বস্তির হয়নি পাকিস্তানের। প্রথম টেস্টের মতো এবারও ব্যাট হাতে জ্বলে উঠতে ব্যর্থ হয়েছেন মোহাম্মদ হুরাইরা। ইনিংসের ষষ্ঠ ওভারে রোচের বলে লেগ বিফোর হয়েছেন তরুণ এই ওপেনার। ১৩ বল খেলা হুরাইরার ব্যাট থেকে এসেছে ৯ রান। পরের ওভারে আউট হয়েছেন বাবরও। মোতির দারুণ এক ডেলিভারিতে বোল্ড হয়েছেন তিনি।
ডানহাতি ব্যাটার ফিরেছেন মাত্র ১ রানে। পরের ওভারে শান মাসুদ ফিরেছেন রোচের বলে বোল্ড হয়ে। পাকিস্তানের অধিনায়ক আউট হয়েছেন ১৫ রানে। পরপর তিন ওভারে তিন উইকেট হারিয়ে বিপাকে পড়ে স্বাগতিকরা। ২৫ রানে ৩ উইকেট হারানোর পর জুটি গড়ার চেষ্টা করেন কামরান গুলাম ও সাউদ সাকিল। তবে তাদের দুজনের জুটি বড় হতে দেননি মোতি। বাঁহাতি স্পিনারের বলে অ্যালিক অ্যাথানাজকে ক্যাচ দিয়েছেন কামরান।
৫১ রানে ৪ উইকেট হারানো পাকিস্তানকে পথ দেখান সাকিল ও মোহাম্মদ রিজওয়ান। তারা দুজনে মিলে যোগ করছেন ৬৮ রান। সাকিলের বিদায়ে ভাঙে তাদের জুটি। ৩২ রান করা সাকিল ফেরার একটু পর হাফ সেঞ্চুরির খুব কাছে যাওয়া রিজওয়ান আউট হয়েছেন ৪৯ রানের ইনিংস খেলে। সালমান আলী আঘা, নোমান, সাজিদ খানরা দ্রুতই ফিরলে ১৫৪ রানে গুটিয়ে যায় পাকিস্তান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ওয়ারিকান চারটি, মোতি তিনটি এবং রোচ নিয়েছেন দুটি উইকেট।
নিউজিল্যান্ড-সাউথ আফ্রিকাকে নিয়ে ত্রিদেশীয় সিরিজে সূচি প্রকাশ পিসিবির
২৫ জানুয়ারি ২৫সকালের শুরুতে ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ওয়েস্ট ইন্ডিজ। ক্রেইগ ব্রার্থওয়েট, মিকাইল লুইস, আমির জাঙ্গু, অ্যাথানাজরা ফিরেছেন ব্যর্থ হয়ে। সফরকারীদের এমন ব্যর্থতা আরও ডুবিয়েছে নোমানের হ্যাটট্রিক। নিজের করা তৃতীয় ওভারেই হ্যাটট্রিকের দেখা পেয়েছেন বাঁহাতি স্পিনার। নোমানের প্রথম বলেই গালিতে ক্যাচ দিয়ে ফেরেন গ্রিভস।
পরের বলে ইমালচকে ঝুলিয়ে দিয়েছিলেন নোমান। এমন ডেলিভারি পেয়ে সুইপ করার চেষ্টায় লেগ বিফোর উইকেট হয়েছেন তিনি। জোরের উপর করা ডেলিভারিতে সিনক্লেয়ারকে গালিতে থাকা বাবরের হাতে ক্যাচ বানিয়ে হ্যাটট্রিকের উল্লাসে মেতে ওঠেন বাঁহাতি এই স্পিনার। তাতে পাকিস্তানের প্রথম স্পিনার হিসেবে এমন কীর্তি গড়েন নোমান। তাঁর এমন বোলিংয়ে ৫৪ রানে ৮ উইকেট হারিয়ে বিপাকে পড়ে ওয়েস্ট ইন্ডিজ।
সেখান থেকে সফরকারীদের টেনে তোলেন মোতি ও রোচ। তারা দুজনে মিলে যোগ করেন ৪১ রান। যেখানে ২৫ রান এসেছে রোচের ব্যাট থেকে। ক্যারিবীয় এই ব্যাটারকে ফিরিয়ে পাঁচ উইকেট পূর্ণ করেন নোমান। শেষ উইকেটে ৬৮ রান যোগ করেন মোতি এবং ওয়ারিকান। তাদের দুজনের জুটি ভেঙেছে একমাত্র হাফ সেঞ্চুরিয়ান মোতির বিদায়ে। মোতি ৫৫ রানে আউট হওয়ায় ওয়ারিকান অপরাজিত ছিলেন ৩৬ রানে। পাকিস্তানের হয়ে একাই ৬ উইকেট নিয়েছেন নোমান।