promotional_ad

রঞ্জিতেও রান করতে ব্যর্থ রোহিত-গিলরা

রোহিত শর্মা (বামে), শুভমান গিল (ডানে), ফাইল ফটো
সাম্প্রতিক সময়ে টেস্ট ক্রিকেটে ধারাবাহিকভাবে ব্যর্থ হচ্ছে ভারত। যার কারণে দলটির ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেটে খেলা একরকম বাধ্যতামূলক করে দিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) কিন্তু ঘরোয়াতে খেলতে এসেও ব্যর্থ হয়েছেন রোহিত শর্মা, ইয়াশভি জায়সাওয়াল এবং শুভমান গিলরা।

promotional_ad

বিসিসিআইয়ের কঠোর পদক্ষেপ নেয়ায় ভারতের বেশ কয়েকজন তারকা ক্রিকেটার এবার রঞ্জি ট্রফিতে খেলছেন। অধিনায়ক রোহিত শর্মা প্রায় ১০ বছর পর খেলছেন ঘরোয়ার ঐতিহ্যবাহী এই টুর্নামেন্টে। মুম্বাই দলে তার সঙ্গে যোগ খেলেন জায়সাওয়ালও।


আরো পড়ুন

বিসিসিআইয়ের নতুন ১০ নিয়ম, না মানলে আইপিএলে নিষিদ্ধ

১৭ জানুয়ারি ২৫
রোহিত শর্মা, বিরাট কোহলিদের নিয়মে বেঁধে ফেলছে বিসিসিআিই

রঞ্জির ম্যাচে মহারাষ্ট্রের এমসিএ স্টেডিয়ামে তাই আলাদা নজর ছিল ভারতের গণমাধ্যমের। যদিও ব্যর্থ হন এই দুই ক্রিকেটারই।  জম্বু-কাশ্মীরের বিপক্ষে ম্যাচটিতে আকিব নাবির বলে লেগ বিফোর উইকেটের শিকার হওয়ার আগে জায়সওয়াল করেন আট বলে পাঁচ রান।


আর অধিনায়ক রোহিতের ব্যাটে আসে ১৯ বলে তিন রান। উমর নাজিরের বলে পুল শট খেলতে গিয়ে মিস টাইমিংয়ে ক্যাচ তুলে ফিরে গেছেন এই ওপেনার। এজড হয়ে সহজ ক্যাচ দেন রোহিত। এর আগে আকিব নাবির বলে এলবিডব্লিউ হয়েছেন জয়সওয়াল। 



promotional_ad

ভারতের টপ অর্ডারের আরেক পরিচিত মুখ শুভমান গিল রঞ্জি খেলছেন পাঞ্জাবের হয়ে। দলটির অধিনায়কও তিনি। কর্ণাটকের বিপক্ষে আট বলে চার রান করে অভিলাশ শেঠীর বলে ক্যাচ দিয়ে ফিরে গেছেন গিল।


জায়সাওয়াল রান পেলেও সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে একটানা ব্যর্থ হচ্ছেন রোহিত-গিলরা। বিদেশের মাটিতে এখন পর্যন্ত বলার মতো কোনও ইনিংস খেলতে পারেননি গিল। আর রোহিত বোর্ডার-গাভাস্কার ট্রফিতে পাঁচ ইনিংস ব্যাটিং করে করেছেন মাত্র ৩১ রান।


এর আগে ঘরের মাঠে নিউজিল্যান্ড এবং বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজেও ব্যর্থ ছিলেন তিনি। দুই সিরিজ মিলিয়ে এই ওপেনারের গড় ছিল ১৩.৩০ রান। আগামী ৩০ জানুয়ারি রঞ্জিতে খেলবেন বিরাট কোহলিও। দিল্লি এবং রেলওয়ের ম্যাচটি দিয়ে ১২ বছর পর রঞ্জিতে ফিরবেন তিনি।



সৌরাষ্ট্রের বিপক্ষে আজও খেলার কথা ছিল তার, যদিও চোটের কারণে এই ম্যাচ খেলেননি তিনি। এই ম্যাচে কোহলি না খেললেও খেলছেন টেস্ট ফরম্যাটে ভারতের আরেক অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। বোলিংয়ে এসে শুরুতেই উইকেট নিয়েছেন তিনি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball