চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সিতে পাকিস্তানের নাম লেখা নিয়ে ভারতের আপত্তি!
ছবি: চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা ও ভারতের জার্সি, বিসিসিআই
এবার নতুন ঝামেলা নিয়ে হাজির হয়েছে ভারত। ভারতীয় গণমাধ্যমের দাবি ভারত চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের নাম সম্বলিত জার্সি পরে খেলতে অস্বীকৃতি জানিয়েছে। সাধারণত বৈশ্বিক টুর্নামেন্টগুলোতে টুর্নামেন্টের লগোর নিচে স্বাগতিক দেশ ও সাল থাকে।
ওয়েস্ট ইন্ডিজকে স্পিন জালে ফাঁসিয়ে মুলতানে পাকিস্তানের জয়
১৯ জানুয়ারি ২৫টুর্নামেন্টটি অন্য দেশে সরে গেলেও স্বাগতিক দেশের নাম লিখেই খেলতে হয় অংশগ্রহণ করা দেশগুলোকে। উদাহরণস্বরূপ ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারত থেকে সরে গিয়েছিল সংযুক্ত আরব আমিরাতে।
যদিও দলগুলো স্বাগতিক দেশ হিসেবে ভারতের নাম লেখা জার্সি পরেই খেলেছিল। এবারও সেই হিসেবে ভারতকে পাকিস্তানের নাম লেখা জার্সি নিয়েই খেলার কথা। তবে ভারত এটা নিয়ে তালবাহানা শুরু করেছে।
১২৩ টেস্টের অভিজ্ঞতা নিয়ে ১২ বছর পর রঞ্জিতে কোহলি
৫ ঘন্টা আগেভারতের এমন আচরণ নিয়ে ক্ষুব্ধ হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিসিবির এক কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, ভারত ক্রিকেটে রাজনীতি নিয়ে এসেছে। তারা আশাবাদী আইসিসি এমন পরিস্থিতি সামাল দেবে।
এ প্রসঙ্গে সেই কর্মকর্তা বলেছেন, ‘বিসিসিআই ক্রিকেটে রাজনীতি নিয়ে এসেছে। খেলাটির জন্য এটি ভালো কিছু নয়। ওরা পাকিস্তান সফর করতে অস্বীকৃতি জানাল। উদ্বোধনী অনুষ্ঠানে অধিনায়ককেও তারা পাঠাতে চায় না। আর এখন আয়োজক দেশের নাম জার্সিতে ছাপাতে চাচ্ছে না। আমাদের বিশ্বাস, আইসিসি এটা হতে দেবে না ও পাকিস্তানের পাশে থাকবে।’