promotional_ad

১২৩ টেস্টের অভিজ্ঞতা নিয়ে ১২ বছর পর রঞ্জিতে কোহলি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
অস্ট্রেলিয়ায় সময়টা ভালো কাটেনি বিরাট কোহলির,ফাইল ফটো
ভারতের প্রথম শ্রেণির ক্রিকেটে বিরাট কোহলি সবশেষ খেলেছেন ২০১২ সালের নভেম্বরে দিল্লির হয়ে। আবারও প্রথম শ্রেণির ক্রিকেটে ফিরতে যাচ্ছেন ভারতের ক্রিকেটের এই মহাতারকা। এক যুগের বেশি সময় পর ভারতের প্রথম শ্রেণির ক্রিকেটে দেখা যাবে কোহলি কে।

promotional_ad

আগামী ৩০ জানুয়ারি রঞ্জি ট্রফির প্রথম রাউন্ডে রেলওয়েসের বিপক্ষে দিল্লির হয়ে খেলবেন কোহলি। এমন সংবাদ প্রকাশ করেছে ভারতের গণমাধ্যম ইএসপিএনক্রিকইনফো। দিল্লির কোচ এবং সাবেক ভারতীয় স্পিনার সারানদিপ সিং তাদের এমনটা নিশ্চিত করেছেন।


আরো পড়ুন

রঞ্জি ট্রফির পরের রাউন্ডে খেলা হচ্ছে না কোহলি-রাহুলের

১৮ জানুয়ারি ২৫
ঘাড়ের ব্যথায় ভুগছেন বিরাট কোহলি

রঞ্জিতে কোহলি যখন সবশেষ ম্যাচটি খেলেছিলেন তখন জাতীয় দলে তার টেস্ট অভিজ্ঞতা ছিল ১০ ম্যাচের। এবার ১২৩ টেস্টের অভিজ্ঞতা নিয়ে রঞ্জিতে ফিরলেন কোহলি। সাম্প্রতিক সময় ব্যাট হাতে একেবারেই ভালো যাচ্ছে না কোহলির।



promotional_ad

অস্ট্রেলিয়ায় বোর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্টে সেঞ্চুরি করলেও বাকি আট ইনিংসে তার রান মোটে ৯০। মোট ৯টি ইনিংসে ২৩.৭৫ গড়ে রান করেছেন ১৯০। মজার ব্যাপার হচ্ছে পুরো সিরিজে প্রায় একইভাবে আউট হয়েছেন কোহলি। অস্ট্রেলিয়ার পেসারদের অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা মেরে প্যাভিলিয়নে ফিরেছেন বারংবার।


এর আগের সিরিজে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষেও সেভাবে খেলতে পারেননি কোহলি। একটি ইনিংসে তার ব্যাটে আসে ৭০ রান। বাকি পাঁচ ইনিংস মিলিয়ে মাত্র ২৩। মোট ছয়টি ইনিংসে ১৫.৫০ গড়ে মোটে ৯৩ রান করেন তিনি। তারও আগে বাংলাদেশের বিপক্ষে চার ইনিংস খেলে একটি হাফ সেঞ্চুরিও পাননি তিনি।



মূলত ফর্মের এমন খরা কাটাতেই ঘরোয়ায় ফিরে যাচ্ছেন ভারত তথা বিশ্বের অন্যতম সেরা এই ব্যাটার। অবশ্য টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে না উঠতে পারার পর ভারতের টেস্ট ক্রিকেটারদের প্রথম শ্রেণিতে ফিরতে বলেছে বিসিসিআই। যার কারণে রোহিত শর্মা, শুভমান গিল, ঋষভ পান্ত, রবীন্দ্র জাদেজার মতো ক্রিকেটাররাও ঘরোয়াতে ফিরছেন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball