১২৩ টেস্টের অভিজ্ঞতা নিয়ে ১২ বছর পর রঞ্জিতে কোহলি
ছবি: অস্ট্রেলিয়ায় সময়টা ভালো কাটেনি বিরাট কোহলির,ফাইল ফটো
আগামী ৩০ জানুয়ারি রঞ্জি ট্রফির প্রথম রাউন্ডে রেলওয়েসের বিপক্ষে দিল্লির হয়ে খেলবেন কোহলি। এমন সংবাদ প্রকাশ করেছে ভারতের গণমাধ্যম ইএসপিএনক্রিকইনফো। দিল্লির কোচ এবং সাবেক ভারতীয় স্পিনার সারানদিপ সিং তাদের এমনটা নিশ্চিত করেছেন।
রঞ্জি ট্রফির পরের রাউন্ডে খেলা হচ্ছে না কোহলি-রাহুলের
১৮ জানুয়ারি ২৫রঞ্জিতে কোহলি যখন সবশেষ ম্যাচটি খেলেছিলেন তখন জাতীয় দলে তার টেস্ট অভিজ্ঞতা ছিল ১০ ম্যাচের। এবার ১২৩ টেস্টের অভিজ্ঞতা নিয়ে রঞ্জিতে ফিরলেন কোহলি। সাম্প্রতিক সময় ব্যাট হাতে একেবারেই ভালো যাচ্ছে না কোহলির।
অস্ট্রেলিয়ায় বোর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্টে সেঞ্চুরি করলেও বাকি আট ইনিংসে তার রান মোটে ৯০। মোট ৯টি ইনিংসে ২৩.৭৫ গড়ে রান করেছেন ১৯০। মজার ব্যাপার হচ্ছে পুরো সিরিজে প্রায় একইভাবে আউট হয়েছেন কোহলি। অস্ট্রেলিয়ার পেসারদের অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা মেরে প্যাভিলিয়নে ফিরেছেন বারংবার।
এর আগের সিরিজে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষেও সেভাবে খেলতে পারেননি কোহলি। একটি ইনিংসে তার ব্যাটে আসে ৭০ রান। বাকি পাঁচ ইনিংস মিলিয়ে মাত্র ২৩। মোট ছয়টি ইনিংসে ১৫.৫০ গড়ে মোটে ৯৩ রান করেন তিনি। তারও আগে বাংলাদেশের বিপক্ষে চার ইনিংস খেলে একটি হাফ সেঞ্চুরিও পাননি তিনি।
মূলত ফর্মের এমন খরা কাটাতেই ঘরোয়ায় ফিরে যাচ্ছেন ভারত তথা বিশ্বের অন্যতম সেরা এই ব্যাটার। অবশ্য টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে না উঠতে পারার পর ভারতের টেস্ট ক্রিকেটারদের প্রথম শ্রেণিতে ফিরতে বলেছে বিসিসিআই। যার কারণে রোহিত শর্মা, শুভমান গিল, ঋষভ পান্ত, রবীন্দ্র জাদেজার মতো ক্রিকেটাররাও ঘরোয়াতে ফিরছেন।