বিদেশ সফরে কোহলি-রোহিতদের পরিবার নিয়ে ভারতের বিধিনিষেধ

আন্তর্জাতিক
বিদেশ সফরে কোহলি-রোহিতদের পরিবার নিয়ে ভারতের বিধিনিষেধ
বিদেশ সফরে পরিবারসহ ভারতের ক্রিকেটাররা, ফাইল ফটো
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
ভারতীয় ক্রিকেটারদের বিদেশ সফরে পরিবার নিয়ে যাওয়ার জন্য কঠোর বিধিনিষেধ ফিরিয়ে আনছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। মাঝে এই নিয়ম সরিয়ে নেয়া হলেও আগে নিয়মিতই বহাল থাকতো এই নিয়ম।

কয়েকদিন আগেই অস্ট্রেলিয়া সফরে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ৩-১ ব্যবধানে সিরিজ হারে ভারত। এরপর থেকেই ভারতের ক্রিকেটার এবং কোচিং প্যানেলের সদস্যদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।

সমালোচনা ঠেকাতে বিভিন্ন পদক্ষেপও নিচ্ছে বিসিসিআই। গত শুক্রবার বিদেশ সফরে পরিবার নিয়ে যাওয়ার ব্যাপারে বিধিনিষেধ জারি করে বিসিসিআই। শনিবার প্রধান নির্বাচক অজিত আগারকার, প্রধান কোচ গৌতম গম্ভীর এবং অধিনায়ক রোহিত শর্মাকে নিয়মগুলোর কথা জানিয়ে দেয়া হয়।

বিসিসিআইয়ের সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে ৪৫ দিন বা এর বেশি লম্বা সফরের ক্ষেত্রে ক্রিকেটারদের সঙ্গে সঙ্গিনী এবং সন্তানরা থাকতে পারবেন সর্বোচ্চ ১৪ দিন। যার মধ্যে প্রথম দুই সপ্তাহে কেউ একদমই থাকতে পারবেন না। আর ৪৫ দিনের কম সফরের ক্ষেত্রে ক্রিকেটারদের সঙ্গে সর্বোচ্চ এক সপ্তাহ থাকতে পারবেন পরিবারের সদস্যরা।

আরেকটি নিয়মে কঠোরতা ফিরিয়ে আনছে বিসিসিআই। তা হচ্ছে অনুশীলনে এবং ম্যাচ খেলতে মাঠে যাওয়ার সময় সবাইকে দলের বাসে অবস্থান করতে হবে। এই নিয়ম বরাবর থাকলেও ভারতের সিনিয়র ক্রিকেটাররা এই নিয়ম মানতে চান না।

২০২০ সালে কোভিড মহামারির আগে অবশ্য এই নিয়মগুলো নিয়মিতই চলত ভারতের ক্রিকেটে। কিন্তু করোনা মহামারীর পর ক্রিকেটারদের মানসিক অবস্থা চিন্তা করে এই নিয়মে ছাড় দেয় বোর্ড। ফলাফল আসতে থাকায় এরপরে এটা নিয়ে আর আপত্তি করেনি কেউই।

আরো পড়ুন: রোহিত শর্মা