কামিন্সকে পেছনে ফেলে ডিসেম্বরের সেরা বুমরাহ
ছবি: উইকেট প্রাপ্তির পর জসপ্রিত বুমরাহর উল্লাস, ফাইল ফটো
একটি সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানিয়েছে, প্যাট কামিন্স ও ডেন প্যাটারসনকে পেছনে ফেলে ২০২৪ সালের ডিসেম্বরে সেরা পুরুষ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বুমরাহ। গত ডিসেম্বরে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে অস্ট্রেলিয়ার খেলা তিন টেস্টে ২২টি উইকেট নেন বুমরাহ।
বুমরাহর সঙ্গে তর্কে জড়িয়ে ‘শিক্ষা’ হয়েছে কনস্টাসের
৮ জানুয়ারি ২৫তার বোলিং গড় ছিল বেশ অবিশ্বাস্য- ১৪.২২। সেই তিনটি টেস্টের একটিতেও জিতেনি ভারত। তিন ম্যাচের দুটিতে অস্ট্রেলিয়া জিতেছে, আর বাকি একটি ড্র হয়েছে। ভারত না জিতলেও এই তিনটি ম্যাচে বেশ ভালোভাবেই ছিল বুমরাহর রেশ।
অ্যাডিলেডে দিবারাত্রির টেস্ট খেলে দুই দল। সেখানে প্রথম ইনিংসে চার উইকেট নেন বুমরাহ, দ্বিতীয় ইনিংসে অবশ্য উইকেট পাননি তিনি। ব্রিসবেনে পরের টেস্টে দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট নেন তিনি।
তারপর বক্সিং ডে টেস্টেও ৯ উইকেট নেন বুমরাহ। এই তিনটি ম্যাচ ছাড়া বাকি দুটি ম্যাচ মিলিয়ে পুরো সিরিজটিতে সর্বমোট ৩২টি উইকেট নিয়েছেন এই পেসার। অবশ্য শুধু ডিসেম্বর নয়, পুরো বছরই অনবদ্য পারফরম্যান্স ছিল বুমরাহর।
পান্ত-ওয়েবস্টারের ঝড়ের দিনে বল হাতে নায়ক বোল্যান্ড
৪ জানুয়ারি ২৫সবমিলিয়ে গত ১৩ টেস্টে ১৪.৯২ গড়ে ৭১টি উইকেট নিয়েছেন ভারতের এই পেসার। দারুণ এই পারফরম্যান্সে আইসিসি টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে জায়গা করে নিয়েছেন তিনি। এদিকে
এ নিয়ে দ্বিতীয়বার আইসিসির মাসসেরা হয়েছেন বুমরাহ। এর আগে ২০২৪ সালের জুন মাসে মাসসেরা হন তিনি।
ডিসেম্বরের সেরা খেলোয়াড় হওয়ার পর অনুভূতি জানাতে গিয়ে বুমরাহ বলেন, ‘পরিশ্রমের স্বীকৃতি পেলে সবারই ভালো লাগে। ডিসেম্বরের সেরা খেলোয়াড় হতে পেরে আমি সত্যিই রোমাঞ্চিত। নিজের ব্যক্তিগত এ সাফল্য আমাকে সবসময় ভালো করার জন্য অনুপ্রাণিত করে।’
বুমরাহ আরও যোগ করে বলেন,‘আমার খেলা সিরিজ গুলোর মধ্যে বোর্ডার-গাভাস্কার সিরিজ অন্যতম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল। এটা আমার নিজের জন্য সম্মানের যে সেখানে আমি দেশের হয়ে ভালো করতে পেরেছি।’
একইদিনে আইসিসি ঘোষণা করেছে নারী বিভাগে মাসসেরার নামও। এই স্বীকৃতি পেয়েছেন অ্যানাবেল সাদারল্যান্ড। মাসসেরার লড়াইয়ে অস্ট্রেলিয়া ব্যাটারের প্রতিদ্বন্দ্বী ছিলেন ভারতের স্মৃতি মান্ধানা ও সাউথ আফ্রিকার ননকুলুলেকো এমলাবা।